আজ বৃহস্পতিবার | ১৪ আগস্ট ২০২৫ | ৩০ শ্রাবণ ১৪৩২ | ১৯ সফর ১৪৪৭ | রাত ২:৫০

নির্বাচনী মাঠে সেলিম ওসমান

ডান্ডিবার্তা | ১১ সেপ্টেম্বর, ২০২৩ | ১১:২০ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট এখনো তফসিল ঘোষনা না হলেও একেএম সেলিম ওসমান আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হওয়ার ঘোষনা দিয়ে মাঠে নেমে পড়েছেন। ইতিমধ্যেই প্রকাশ্য সমাবেশে আগাশী নির্বাচনে তিনি প্রার্থী হবেন এমন ঘোষনাই দিয়েছেন। তাই তিনি তার সংসদীয় এলাকায় নির্বাচনী শোডাউন শুরু করে দিয়েছেন। সেই সাথে সংসদীয় এলাকার লোকজনও তাকে সাদরে গ্রহণ করছেন। নির্বাচনী এলাকায় বিভিন্ন সভা সমাবেশে তাকে কেন্দ্র করে ফুল বৃষ্টি ঝড়ছে। সেই সাথে সেলিম ওসমানও বিভিন্ন প্রতিশ্রুতির কথা শুনাচ্ছেন। যে সকল কাজ করার কথা ছিল সেগুলো নির্বাচনের আগেই সম্পন্ন করার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। জানা যায়, সদর-বন্দর আসনের সংসদ সদস্য সেলিম ওসমান গত কয়েকদিন ধরেই বন্দর এলাকায় সকাল থেকে শুরু করে সন্ধ্যা পর্যন্ত ব্যস্ত সময় পার করছেন। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ছুটে যাচ্ছেন। আর এসকল অনুষ্ঠানকে কেন্দ্র করে সেলিম ওসমানকে ঘিরে শোডাউন দেখা যাচ্ছে। সেলিম ওসমান নির্বাচনে অংশ নেয়ার প্রত্যাশা ব্যক্ত করছেন। সেই সাথে নেতাকর্মীরাও তাকে চেয়ে বক্তব্য প্রদান করছেন। গত শনিবার সকাল থেকে শুরু করে সন্ধ্যা পর্যন্ত বন্দর এলাকায় ব্যস্ত সময় পার করেছেন সেলিম ওসমান। সেদিন বিভিন্ন জায়গায় বিভিন্ন উন্নয়নমূলক কাজের উদ্বোধন করছেন। পাশাপাশি সেলিম ওসমান এলাকাবাসীকে বিভিন্ন প্রতিশ্রুতি দিয়েছেন। এদিন বন্দর এলাকায় সেলিম ওসমানের আগমনকে কেন্দ্র কওে মোটরসাইকেল ও গাড়ি মহড়া পরিলক্ষিত হয়। সারা দিনব্যাপী সেলিম ওসমানকে বহনকারী গাড়ির সামনে পিছনে এই মহড়া অব্যাহত ছিল। সেই সাথে বিভিন্ন মোড়ে মোড়ে নানা শ্রেণি পেশার মানুষজন দাঁড়িয়ে ফুল ছিটিয়ে স্বাগত জানিয়েছেন। সেলিম ওসমান গাড়ি থেকে তাদের সাথে কথা বলেছেন। তাদের বিভিন্ন সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছেন। এদিন বিকেলে জনপ্রতিনিধি এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের সাথে মতবিনিময় সভায় করেন। একই সাথে জেলা পরিষদের বরাদ্দে বিভিন্ন উন্নয়ন মূলক কাজের উদ্বোধন করা হয়। আর এই অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেলিম ওসমান। একই সাথে বন্দর উপজেলার বিভিন্ন পর্যায়ের আওয়ামী লীগ নেতারাও উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে ধামগড় ইউনিয়নের চেয়ারম্যান কামাল হোসেন বলেন, সেলিম ওসমান শুধু দিতে জানেন। তার কোনো অর্থের লোভ নেই। তিনি আমাদের জন্য আশীর্বাদ স্বরূপ। তিনি শুধু প্রতিশ্রুতি দেন না, কাজ করিয়ে ছাড়েন। তাকে আবারও বিপুল ভোটে জয়ী করানোর মধ্য দিয়ে এই আসনটি প্রধানমন্ত্রী শেখ হাসিনাক উপহার দিতে চাই। বন্দর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজিম উদ্দিন প্রধান বলেন, ওসমান পরিবারের সদস্যরা প্রত্যেকেই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শের সৈনিক। প্রধানমন্ত্রী শেখ হাসিনা যাকে মনোনয়ন দিবেন আমরা তাকেই পাশ করাবো। বন্দর উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি এম রশিদ বলেন, বিপদের সময় বন্ধুর মতো কাজ করেছেন সেলিম ওসমান। তিনি যে পরিবারের সদস্য সেই ওসমান পরিবার কতটুকু সম্মানের অধিকারী তা বলে শেষ করা যাবে না। তাদের প্রতি আমাদের কৃতজ্ঞতার শেষ নেই। সেলিম ওসমানের ঋণ শোধ করা যাবে না। আমরা ঋণ শোধ করতে চাই। আমরা তাকে মাথার উপর রেখে সম্মান করতে চাই। একই সাথে বক্তব্য রাখতে গিয়ে সেলিম ওসমান বলেন, আমার যদি দম থাকে আল্লাহ যদি আমাকে হায়াত দেন আমার আপা যদি বলে আমাকে নির্বাচন করতে পৃথিবীর কোনো শক্তি পারবে না আমাকে নির্বাচন থেকে সরাতে। আমরা বসবো ধীরে ধীরে বসবো। অক্টোবর মাসে বসবো নভেম্বর মাসে সিদ্ধান্ত জানাবো ডিসেম্বরে কাজ করবো জানুয়ারির প্রথম সপ্তাহে আমরা নির্বাচন করবো। আসেন কে কে আসবেন আসেন। আমি শামীম ওসমানের মতো বলতে পারবো না খেলা হবে। খেলা মাঠে হবে না খেলা ভোটে হবে। এদিকে আওয়ামী লীগের সাথে জাতীয় পার্টির জোটের সূত্র ধরে দীর্ঘদিন ধরেই নারায়ণগঞ্জ-৫ আসনটি জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকের দখলে রয়েছে। স্থানীয় পর্যায়ের আওয়ামী লীগের নেতারা বারবার নৌকা প্রতীকের দাবি জানিয়ে আসলেও শেষ পর্যন্ত এই আসনটি লাঙ্গল প্রতীকের জন্যই ছাড় দেয়া হচ্ছে। তারই ধারাবাহিকতায় আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনেও এই আসনটি নিয়ে নারায়ণগঞ্জের রাজনৈতিক অঙ্গনে আলাপ আলোচনা সরগরম রয়েছে। প্রতিবারের মতো এবারও নারায়ণগঞ্জ আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ের নেতারা এই আসনটিতে অনেক আগে থেকেই নৌকা প্রতীকের দাবি জানিয়ে আসছেন। সেই সাথে নৌকা প্রতীকের দাবি নিয়ে অনেকেই নির্বাচনী এলাকায় সরব হয়েছেন। জোরালোভাবে নৌকা প্রতীকের দাবি জানিয়ে আসছেন। কোনোভাবেই জাতীয় পার্টিকে মেনে নেয়া হবে না বলে তারা জানান দিয়ে আসছেন। কিন্তু সেলিম ওসমান এসকল বিষয়কে পাত্তা না দিয়েই তিনি তার নির্বাচনী এলাকায় কাজ করে যাচ্ছেন। তবে শেষ পর্যন্ত কি হবে সেটা হয়তো সময়ই বলে দিবে।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা