
ডান্ডিবার্তা রিপোর্ট দীর্ঘদীন ধরে ক্ষমতায় রয়েছে আওয়ামীলীগসহ তাদের শরীক দলগুলো। দলীয় প্রভাব খাটিয়ে অনেকেই আঙ্গুল ফুলে কলাগাছ বনে গেছে। অথচ দলের দুঃসময়ে ঘুরে ফিরে সেই পুরানো মুখগুলোই মাঠে রয়েছে। গত শনিবার নারায়ণগঞ্জের রাইফেল ক্লাবে এক কর্মী সভার আয়োজন করলে সেই পুরানো মুখ গুলোকেই দেখা যায়। অথচ, দলের নাম ভাঙ্গিয়ে দীর্ঘদীন ধরে বিভিন্ন সুযোগ সুবিধাভোগ করে যে সকল নেতৃবৃন্দ টোকাই থেকে কোটিপতি বনে গেছে তাদের কাউকেই সভায় দেখা যায়নি। এতে করে নারায়ণগঞ্জ আওয়ামীলীগের তৃণমূল নেতৃবৃন্দ ক্ষোভ প্রকাশ করে বলেন, আমরা আছি আমরা থাকবো। আমাদের রক্তের সাথে আওয়ামীলীগ মিশে রয়েছে। আর ইচ্ছে করলেই আমরা দলীয় সভা সমাবেশে ঘরে বসে থাকতে পারবো না। সূত্রমতে, দলের শীর্ষ নেতারা নিশ্চুপ থাকায় দিন যতই যাচ্ছে নারায়ণগঞ্জে আওয়ামীলীগের সুবিধাবাদি ও অনুপ্রবেশকারীদের দাপটও বাড়ছে। বিভিন্ন সময়ে স্থানয়ি নেতারা সুবিধাবাদি ও অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে কড়া মন্তব্য করাসহ ত্যাগীদের মূল্যায়নের কথা বললেও তা বাস্তপ রূপে দেখা যায়নি। অথচ অনুপ্রবেশকারীদের দাপটে কোনঠাসা হয়ে পড়েছে দলের ত্যাগী নেতাকর্মীরা। টানা তৃতীয় বার ক্ষমতায় থাকার পরও ত্যাগীদের ভাগ্যের পরিবর্তন না হলেও সুবিধাবাদি নেতারা আঙ্গুল ফুলে কলাগাছ বনে গেছে। এনিয়ে সাংসদ শামীম ওসমানও বিভিন্ন অনুষ্ঠানে বক্তব্য নিয়েছেন। ত্যাগীদের মূল্যায়ন করার আশ^াসও দিয়েছিলেন। কিন্তু এখনো অবহেলিত দলের ত্যাগী নেতাকর্মীরা। সূত্র বলছে, টানা তিন মেয়াদে ক্ষমতায় আওয়ামী লীগ। দীর্ঘ সময় রাষ্ট্র পরিচালনায় থাকায় অন্য সংগঠনের দলছুটরা ব্যক্তিগত স্বার্থ, ব্যবসা-বাণিজ্যে সুবিধা পাওয়া সহ বিভিন্ন কারণে অন্য দল ছেড়ে যোগ দিয়েছে আওয়ামী লীগ বা সহযোগী সংগঠনগুলোতে। কখনো একা, কখনো দলবলে এসব যোগদান হয়েছে। সরকারের গত মেয়াদের শেষ দিকে এই হার ছিল চোখে পড়ার মতো। তখন যে কাউকে দলে ভেড়াতে কেন্দ্রীয় পর্যায় থেকে সতর্ক থাকার নির্দেশনা ছিল। তবে এরপরও বিএনপি-জামায়াতের রাজনীতিতে সক্রিয়দের কেউ কেউ ঢুকে পড়েছেন স্বাধীনতার নেতৃত্ব দেওয়া দলটিতে। দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরও একই সুরে কথা বলেছিলেন বিভিন্ন সময়। ঐ সময় নারায়ণগঞ্জের আনাচে কানাচে অনেক অনুপ্রবেশকারীর নাম তালিকা উঠে এসেছিল। এমনকি নারায়ণগঞ্জ আওয়ামীলীগের অনুপ্রবেশকারীদের একটি তালিকাও কেন্দ্রে মজা দিয়েছিল একটি বিশেষ গোয়েন্দা সংস্থা। তবে এখনো তাদের বিরুদ্ধে কোন ব্যবস্থা না নেয়ায় ত্যাগী নেতাকর্মীদের মধ্যে ক্ষোভ বিরাজ করছে। আর তাই দলের নেতাকর্মীদের মধ্যে প্রশ্ন উঠছে, অনুপ্রবেশকারীরাই কি দলে দূষণ ছড়াচ্ছে? আর তাদের কারণে আজ দলের ভাবমূর্তি হুমকির মুখে। নারায়ণগঞ্জ আওয়ামী লীগের এক প্রবীন রাজনীতিবীদ নাম প্রকাশে অনিচ্ছা শর্তে বলেন, অনুপ্রবেশকারীদের নিয়ে আরও আগে থেকেই সংশয়ে ছিল আওয়ামী লীগ। আমরা পরপর তিনবার রাষ্ট্রক্ষমতায় থাকার কারণে সংগঠনের মধ্যে অনুপ্রবেশকারী ঢুকেছে। অনেক সুবিধাবাদীরাও সংগঠনের মধ্যে ঢুকে পড়েছে। অনুপ্রবেশকারীদের মধ্যে বিএনপি, জামায়াত ক্ষমতা থাকা অবস্থায় ত্রাস কায়েক করা, এবং জুট সন্ত্রাস ছাড়াও সেই সময় গড ফাদার হিসেবে পরিচিত এমন নেতারাও ঢুকে পড়েছেন আওয়ামী লীগে, এবং আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের বিভিন্ন স্থানে পদের জন্য তোর জোপ লবিং শুরু করেছেন। এখন তারা আওয়ামী লীগের নেতা হয়ে গেছে, আর দলের ত্যাগী নেতারা এখন তাদের কারণে জরে পরছে। আর এখন বর্তমান পরিস্থিতিতে অনুপ্রবেশকারীদের নানা বিতর্কিত কাজ নিয়ে অনেক আগ থেকে কথা হচ্ছে। দলীয় প্রধানও বিষয়টি অবগত আছেন। এ ব্যাপারে নারায়ণগঞ্জ আওয়ামীলীগের সভাপতি আঃ হাই বলেন, কিছু কিছু যায়গায় সমস্যা আছে অচিরেই তা সমাধান হবে। দলে অনুপ্রবেশ ঠোকাতে আমরা বিভিন্ন উদ্যোগ গ্রহন করেছি। তবে, দলের মধ্যে দু-একজন স্বার্থন্বেষী নেতার মদদে এমনটা হয়েছে তা স্বীকার করলেও অনুপ্রকেশকারীদের চিহ্নিত করনের মাধ্যমে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি নিশ্চিত করেছেন।
হাবিবুর রহমান বাদল ষোল বছরের স্বৈরশাসনে দেশকে পঙ্গু করে শত দমন পীড়ন আর নির্বিচারে গুলি বর্ষন করে দেড় হাজারের বেশী ছাত্র-জনতাকে হত্যার পরও শেষ পর্যন্ত শেখ হাসিনা তার গতি রক্ষা করতে পারেনি। গত বছরের ৫ আগষ্ট ছাত্র-জনতার রোষানল থেকে বাঁচার জন্য ছোট বোন রেহানাসহ স্বৈরাচার শেখ হাসিনা ভারতে পালিয়ে যান। শেখ হাসিনার রাজনৈতিক আত্মসমর্পণ এতটাই […]
হাবিবুর রহমান বাদল নারায়ণগঞ্জসহ সারা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটায় বিভিন্ন সামাজিক মাধ্যমে নগরবাসীর আতঙ্কিত হওয়ার ঘটনা প্রতিদিন প্রকাশ পাচ্ছে। এনিয়ে সাধারণ নাগরিকরা সরব হয়ে উঠেছেন। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে স্বরাষ্ট্র উপদেষ্টার বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগ এনে বিভিন্ন মহল থেকে তার পদত্যাগ দাবি করা হচ্ছে। এর পরিপ্রেক্ষিতে গতকাল সোমবার বিকালে এক সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্র উপদেষ্টা […]
ডান্ডিবার্তা রিপোর্ট: আড়াইহাজার থানায় দায়ের করা উপজেলার দুপ্তারা ইউনিয়ন বিএনপির সহসভাপতি বাবুল মিয়া হত্যা মামলা নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত ৩ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে বাবুল মিয়ার মৃত্যু হলেও দুই মাস পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি নিহত হয়েছেন উল্লেখ করে ২২ আগস্ট হত্যা মামলা করেছেন দুপ্তারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন। এই […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯