আজ বৃহস্পতিবার | ১৪ আগস্ট ২০২৫ | ৩০ শ্রাবণ ১৪৩২ | ১৯ সফর ১৪৪৭ | সন্ধ্যা ৬:০৫

মহানগর আ’লীগের তৃনমূলে হতাশা

ডান্ডিবার্তা | ১২ সেপ্টেম্বর, ২০২৩ | ১১:০৫ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট নারায়ণগঞ্জ মহানগর আওয়ামীলীগের তৃনমূল নেতাকর্মীদের মধ্যে হতাশা বিরাজ করছে। দীর্ঘ দিন ধরে অপেক্ষায় থেকে পদ পদবী না পেয়ে মহানগর আওয়ামীলীগে নেতৃত্বে বিকাশ ঘটছে না। দেখা যায়, গঠনতন্ত্র অনুযায়ী আওয়ামীলীগের মহানগর কমিটির মেয়াদ তিন বছর। কিন্তু ৫ বছর আগে মহানগর আওয়ামীলীগের বর্তমান কমিটির মেয়াদ শেষ হলেও নতুন কমিটি ঘোষণা না হওয়ায় হতাশা ব্যক্ত করেছেন পদ-পদবি প্রত্যাশী নেতাকর্মীরা। পদ-পদবী না পেয়ে সংগঠন করার আগ্রহ হারাচ্ছে তরুণ প্রজন্মের প্রতিভাবান নেতাকর্মীরা, ফলে ধীরে ধীরে নিস্ক্রীয় হয়ে পড়ছেন তারা, যার প্রভাব আগামী জাতীয় সংসদ নির্বাচনে পড়তে পারে বলে মনে করে রাজনৈতিক বিশ্লেষক মহল। তাদের মতে, দীর্ঘদিন ধরে একই ব্যক্তিরা পদ-পদবী দখল করে রাখায় একদিকে যেমন নতুন নেতৃত্ব সৃষ্টি হচ্ছেনা, অপরদিকে অতীতের যে কোনো সময়ের তুলনায় বর্তমানে বেশ দুর্বল অবস্থায় রয়েছে নারায়ণগঞ্জ মহানগর আওয়ামীলীগ। ভঙ্গুর ও দুর্বল এই কমিটির নেতৃবৃন্দদের দিয়ে আগামী নির্বাচনে অপেক্ষাকৃত তরুণ ও শক্তিশালী বিএনপিকে কতটুকু মোকাবেলা করতে পারবে আওয়ামীলীগ সেটাই এখন দেখার বিষয়। প্রবীণ রাজনীতিবীদদের মতে, বর্তমানে আনোয়ার হোসেন ও খোকন সাহা বলয়ে বিভক্ত মহানগর আওয়ামীলীগ অত্যন্ত ভঙ্গুর অবস্থায় রয়েছে। তাদের প্রোগ্রামগুলোতে কমিটির আওতাধীণ ৫/৭জন নেতাকে দেখা গেলেও পদ-পদবীধারী অধিকাংশ নেতাদেরই দেখা যায়। আর তাই, নির্বাচনকে সামনে রেখে তরুণ ও যোগ্য নেতাকর্মীদের নিয়ে একটি শক্তিশালী কমিটি গঠন এখন সময়ের দাবি। খোঁজ নিয়ে জানা গেছে, মহানগর আওয়ামীলীগের ৭১ সদস্য বিশিষ্ট কমিটি থাকলেও দলীয় কর্মসূচীতে তাদের অনেককেই দেখা যায় না। কমিটির অনেকেই চলে গেছেন না ফেরার দেশে, অনেকে বয়সের ভার ন্যুজ¦, কেউ কেউ ব্যস্ত ব্যবসা-বাণিজ্য নিয়ে, কেউবা ব্যস্ত বড় ভাইয়ের ঘোষিত কর্মসূচী পালনে। এদের মধ্যে মহানগর আওয়ামীলীগের সহ-সভাপতি রোকন উদ্দিন আহমেদ, কমান্ডার গোপীনাথ, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মীর আনোয়ার হোসেন চলে গেছেন না ফেরার দেশে। জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধা শেখ হায়দার আলী পুতুল বয়সের ভারে ন্যুজ¦, খুব একটা চলাফেরা করেন না বলেই দাবি তার ঘনিষ্ঠদের। মাসুদুর রহমান খসরু ব্যস্ত নিজ ব্যবসা নিয়ে, যুগ্ম সম্পাদক শাহ নিজাম, সাংগঠনিক সম্পাদক জাকিরুল আলম হেলালসহ বেশ কয়েকজন ব্যস্ত বড় ভাইয়ের নির্দেশ পালনে। অনেকে আবার অঙ্গসংগঠন, স্থানীয় রাজনীতিতে জড়িত থাকায় এবং জনপ্রতিনিধি হওয়ায় খুব একটা সময় দিতে পারেননা মহানগর আওয়ামীলীগের দলীয় প্রোগ্রামগুলোতে। এদের মধ্যে মহানগর আওয়ামীলীগের সদস্য মজিবুর রহমান একইসাথে জেলা পরিষদের সদস্য ও সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামীলীগের সভাপতি পদে এবং হাজী ইয়াসিন আলী ও সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন। ফলে তারা থানা আওয়ামীলীগের কর্মসূচীতেই বেশী ব্যস্ত থাকেন। মহানগর আওয়ামীলীগের আরেক সদস্য কামরুল হাসান মুন্না বর্তমানে ১৮নং ওয়ার্ড কাউন্সিলর হওয়ার পাশাপাশি ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি পদেও দায়িত্ব পালন করছেন। এদের প্রত্যেকেই নিজ নিজ অবস্থানে ব্যস্ত থাকার কারণে মহানগর আওয়ামীলীগের কর্মসূচী গুলোতে সরাসরি অংশ নিতে পারছেন না। এতে করে গুটি কয়েকজন নেতাকে নিয়ে দলীয় কর্মসূচী পালন করতে হচ্ছে আনোয়ার হোসেন ও খোকন সাহাকে। এই গুটি কয়েকজন আবার আনোয়ার-খোকন বলয়ে বিভক্ত হয়ে আলাদা আলাদা ভাবে কর্মসূচী পালন করছেন। এতে করে অতীতের যে কোনো সময়ের তুলনায় বর্তমানে বেশ বিপর্যয়ের মধ্যে রয়েছে মহানগর আওয়ামীলীগ এমন দাবি খোদ মহানগর আওয়ামীলীগের একাধিক নেতাকর্মীর। এসকল কারণে, আগামী নির্বাচনকে সামনে রেখে ভঙ্গুর এই কমিটি ভেঙ্গে দিয়ে অতি শীঘ্রই নতুন কমিটি গঠনের দাবি জানান তৃণমূল নেতাকর্মীরা। একইসাথে তারা আরও দাবি করেন, নতুন কমিটি ঘোষণা করা হলে সেখানে বর্ষিয়ানদের পাশাপাশি তরুণ ও মেধাবীদেরও প্রাধান্য দেয়া উচিত। তবে বিতর্কিত ও বিভিন্ন অভিযোগ অভিযুক্তদেরকে নতুন কমিটি না রাখার পরামর্শ তাদের। এদিকে, পদপ্রত্যাশীদের অনেকে বলছেন, ৮ বছর ধরে একই কমিটি থাকায় অনেক নেতা-কর্মীরা কাজে উৎসাহ হারাচ্ছেন। মেধাবী, উদ্যোমী ও পরিশ্রমীদের নিয়ে নতুন কমিটি ঘোষণা করা হলে কাজে আরও বেশি উৎসাহ পাব। অপরদিকে, নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের নতুন কমিটি গঠন নিয়ে এখন প্রকাশ্যে কোনো তৎপরতা না থাকলেও ভেতরে ভেতরে এ নিয়ে ব্যাপক তৎপরতা চলছে বলে জানা গেছে। উল্লেখ্য, ২০১৫ সালের ২৬ নভেম্বর নারায়ণগঞ্জ মহানগর আওয়ামীলীগের ৭১ সদস্য বিশিষ্ট পূর্নাঙ্গ কমিটি ঘোষণা করেছিলেন বাংলাদেশ আওয়ামীলীগের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর আগে, ২০১৩ সালের ১১ সেপ্টেম্বর প্রধানমন্ত্রীর বাসভবনে নারায়ণগঞ্জ মহানগর আওয়ামীলীগের সভাপতি ঘোষণা করা হয়েছিল আনোয়ার হোসেনকে ও সাধারণ সম্পাদক করা হয় অ্যাডভোকেট খোকন সাহাকে।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা