আজ বৃহস্পতিবার | ১৪ আগস্ট ২০২৫ | ৩০ শ্রাবণ ১৪৩২ | ১৯ সফর ১৪৪৭ | সন্ধ্যা ৭:৪০

চাওয়া পাওয়ার রাজনীতি ছাড়েন: শামীম ওসমান

ডান্ডিবার্তা | ১২ সেপ্টেম্বর, ২০২৩ | ১১:১৬ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট স্বাধীনতা বিরোধী দেশি বিদেশী অপশক্তির বিরুদ্ধে দেশ বাঁচাও স্লোগানে দেশপ্রেমীদের ঐক্যবদ্ধ হওয়ার আহবানে আগামী ১৬ সেপ্টেম্বর নারায়ণগঞ্জে অনুষ্ঠেয় জনসভাকে সফল করার লক্ষ্যে সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে গতকাল সোমবার বিকেলে উপজেলার মোগরাপাড়া ইউনিয়নে প্রয়াত আবুল হাসনাতের বাসভবনে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সামসুল ইসলাম ভূঁইয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল কায়সারের সার্বিক তত্ত্বাবধানে প্রধান অতিথির বক্তব্যে নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য একেএম শামীম ওসমান বলেন, ‘নারায়ণগঞ্জের রাজপথে দাঁড়িয়ে বঙ্গবন্ধু আর প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে অকথ্য ভাষায় গালাগাল করবে, আমরা এগুলো সহ্য করবো না। আমরা যারা ৭৫ এর পরে রাজনীতিতে এসেছি তারা শেখ হাসিনাকে মায়ের দৃষ্টিতে দেখি। ওরা আমাদের মাকে নিয়ে অশ্লীল ভাষায় গালাগাল করবে, এটাতো আমরা মেনে নিব না। তাই মনে হয়েছে এবার ঘণ্টা বাজানোর সময় এসেছে। কারণ দেশের সবগুলো আন্দোলন শুরু হয়েছে এ নারায়ণগঞ্জ থেকে। তাই নারায়ণগঞ্জেই আমাদের ঘণ্টা বাজাতে হবে’। তিনি আরো বলেন, ‘চাওয়া পাওয়ার রাজনীতি ছাড়েন, দেয়ার রাজনীতি করেন। রাজনীতিতে কিছু হিসাব নিকাশের বিষয় আছে। আমি যে সব জানি তা না। তবে খোঁজ খবর রাখি। ওরা ষড়যন্ত্রের খেলায় মেতে উঠেছে। ওরা তারাই যারা স্বাধীনতার সময় ত্রিশ লাখ মানুষের জীবন নিয়েছিল। দুই লাখ মা-বোনের ইজ্জত নিয়েছিল। এই শহীদদের রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীন বাংলাদেশকে রক্ষা করতে আমাদেরকে এক হতে হবে’। এসময় আরো বক্তব্য রাখেন, সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও পিরোজপুর ইউপি চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম এবং নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক ডাঃ আবু জাফর চৌধুরী বিরু। এসময় উপজেলা যুবলীগের সভাপতি রফিকুল ইসলাম নান্নু, সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী হায়দার, মোগরাপাড়া ইউপি চেয়ারম্যান আরিফ মাসুদ বাবু, সনমান্দী ইউপি চেয়ারম্যান জাহিদ হাসান জিন্নাহ, কাঁচপুর ইউপি চেয়ারম্যান মোশাররফ হোসেন, বারদী ইউপি চেয়ারম্যান লায়ন বাবুল, জামপুর ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা হুমায়ুন কবির ভূঁইয়া, বৈদ্যেরবাজার ইউপি চেয়ারম্যান আল আমিন সরকার সহ আওয়ামী লীগ ও সহযোগি সংগঠনের অসংখ্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা