
বন্দর প্রতিনিধি নারায়নগঞ্জ জেলার বন্দরের আকিজ সিমেন্ট, আকিজ আটা, ময়দা, সুজি, চিনি, গরুর খাবার গমের মোটা ভুসি, চিকন ভুসিসহ তাদের অবৈধ ট্রাক ¯ট্যান্ডের কবলে জন জীবন হুমকির কবলে। দেখার যেন কেউ নেই। সর্ব সাধারন জনগন এর বিপক্ষে অবস্থান নিলেও কোন সুফল পাচ্ছে না। সাধারন জনগনসহ বিভিন্ন সামাজিক সংগঠন এর বিরুদ্ধে আন্দোলন করলে সুবিধা হয় সরকার দলীয় কতিপয় নেতা ও জনপ্রতিনিধিদের। নারায়নগঞ্জের ঐতিহ্যবাহী ওসমান পরিবারের রাজনীতির ব্যানারে এ ৪ রতœ শুধু আকিজ প্রতিষ্ঠান ও ট্রাক ¯ট্যান্ড নিয়ন্ত্রণ পূর্বক প্রতিমাসে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিচ্ছে। সাধারন জনগনের জীবন হুমকির কবলে ফেলে তারা প্রত্যেকে কোটিপতি বনে গেছে বলে ভুক্তভোগীদের অভিযোগ। সূত্র মতে, নাসিক ২৩নং ওর্য়াডের বন্দরের ইস্পাহানি এলাকায় আকিজ সিমেন্ট কারখানাটি অবস্থিত। সর্ব সাধারন আকিজ সিমেন্ট কারখানা হিসেবে চিনলেও এর অন্তরালে গড়ে উঠেছে আকিজ আটা, ময়দা, পলি ফাইভার, সুজি, চিনি, গরুর খাবার গমের মোটা ভুসি, চিকন ভুসি। এমনকি সরকারকে ধোকা দিয়ে সিমেন্টের উৎপাদন বর্তমানে দ্বিগুন হচ্ছে। সিমেন্ট কারখানার অন্তরালে এসব উৎপাদনের ফলে গাড়ীর পরিমান বেড়েছে কয়েকগুন। যার ফলে মদনগঞ্জ-মদনপুর সড়কের বাগবাড়িস্থ পুরাতন পুলের সামনে রেলওয়ের বিশাল পরিমান জায়গা দখল পূর্বক গড়ে তুলেছে অবৈধ ট্রাক ¯ট্যান্ড। যে ¯ট্যান্ডে প্রতিদিন ২/৩শ’ গাড়ী স্টক থাকে। আকিজ অফিস হতে কল আসলে ¯ট্যান্ড হতে গাড়ী যায় কোম্পানিতে। ¯ট্যান্ড হতে গাড়ীগুলো নবীগঞ্জ ¯ট্যান্ড হয়ে কোম্পানিতে গিয়ে লোডিং করে। যার কারনে প্রতিনিয়ত যেমন ঘটছে দূর্ঘটনা, তেমন হচ্ছে পরিবেশ দূষন। মহামারি করোনা কালেও তাদের অবস্থান ছিল একই। স্থানীয় জনগন এর প্রতিবাদ করলে তাৎক্ষনিকভাবে চলে আসতে দেখা গেছে ৪ খলিফার প্রতিনিধি / ক্যাডার বাহিনী। যার ফলে সচেতন মহল দুঃখ ও ক্ষোভের সাথে এ প্রতিনিধিকে মেসেজ দিয়ে জানায়, আকিজ হচ্ছে আমাদের পরম বন্ধু। যখন তখন মানুষের জীবন কেড়ে নেয়,আকিজ সিমেন্টের ফ্রাই আশে হার্টে ব্লক দেওয়া,২৪ ঘন্টা পরিবেশ কে নষ্ট করা। ২৪ ঘন্টা আবাসিক এলাকা দিয়ে ভারি যানবাহন চলাচল( ট্রাক) করলেও দেখার যেন কেউ নেই। বেপরোয়া গতিতে ট্রাক চলাচল, যেখানে সেখানে গাড়ি পার্কিং দেখে মনে হয় কামাল উদ্দিনের মোড় হতে আকিজ কোম্পানি পর্যন্ত সকল জায়গাই যেন কোম্পানির ক্রয়কৃত জায়গা। প্রায় ২৫ টিরও বেশি স্কুল, কলেজ, কিন্ডারগার্ডেন, মসজিদ, মাদ্রাসা রয়েছে। শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র ছাত্রী নাক মুখ দিয়ে প্রবেশ করছে সিমেন্টের আশ,সকল প্রকার বৃক্ষ ধংস হয়ে যাচ্ছে। অথচ পরবর্তি প্রজন্মে কে হুমকির মুখে ফেলে আবাসিক এলাকাকে শিল্প এলাকায় পরিনিত করছে। যা বন্দরের বলদ জনগন এর মুখে লাগাম ও কাল চশমা আর সপ্নের ঝুড়ি দিয়ে, মহা নেতারা ইট ভাটা, সিমেন্ট কোম্পানী,গ্যাস কোম্পানী,সহ বিভিন্ন প্রতিষ্ঠান ফয়দা লুটে নিচ্চে,যা দেখাশুনা করার জন্য ঘুটি কয়েক দালাল নেতাদের মাসিক ভাতায় ভিবেক বিক্রি করে দিচ্ছে। আর সেটা ভোগ করছে সাধারন জনগন। জরিপ সূত্রে বাংলাদেশের বন্দর থানায় চার পাশ ঘিরে সবচেয়ে বেশি সিমেন্ট কম্পানী। মানবাধিকার কমিশন ও নাগরিক কমিটি বন্দর নেতারা ক্ষোভ প্রকাশ করে বলে, নামের সিটি করপোরেশন সচেতন নাগরিকরা জানে না,আমাদের মাননীয় মেয়র, ও মাননীয় সংসদ এমপি মহদোয় এর একটা বিহিত করতে পারেন সেটা আমরা জনগন তাদের কে বলি না, এটা আমাদের ব্যার্থতা,ছুটকা নেতারা টাকার লুভি, তাই বলে সবাই না,জনগন সকল শক্তির উপরে,অবশ্যই মাননীয় মেয়র, ও মাননীয় এমপি মহদোয় এর একটা সমাধান করতে পারেন।যদি আমরা জোরালো ভাবে চাই। তা না হলে আমাদের আগামীর সন্তানরা জন্মের আগেই নানা রোগ বহন করেই পৃথিবীতে আসবে। আকিজ আমাদের কলিজার ভিতর বসে বসে শেষ করে দিচ্ছে। ভবিষ্যত প্রজন্মকে বাঁচাতে প্রতিবাদ চরম প্রতিবাদ প্রয়োজন। মাথার উপর কাঠাল ভেঙ্গে খাওয়া বন্দরের মানুষগুলো আজ বুঝছে না তবে একদিন বুঝবে পরাধীনতা যে কি! সচেতন নাগরিকরা আর সুশিল সমাজ আজ অন্ধের ভূমিকায় নিচ্চুপ। সুবিধা নিচ্ছে সরকারদলীয় নেতা, জনপ্রতিনিধি। নারায়ণগঞ্জ বন্দরে আকিজ আমাদের পরম বন্ধু! দেখার কেউ নেই? সদর-বন্দর আসনের সাংসদ সেলিম ওসমান ও নাসিক মেয়র ডাঃ সেলিনা হায়াত আইভীর সু-দৃষ্টি কামনা সচেতন মহলের।
হাবিবুর রহমান বাদল ষোল বছরের স্বৈরশাসনে দেশকে পঙ্গু করে শত দমন পীড়ন আর নির্বিচারে গুলি বর্ষন করে দেড় হাজারের বেশী ছাত্র-জনতাকে হত্যার পরও শেষ পর্যন্ত শেখ হাসিনা তার গতি রক্ষা করতে পারেনি। গত বছরের ৫ আগষ্ট ছাত্র-জনতার রোষানল থেকে বাঁচার জন্য ছোট বোন রেহানাসহ স্বৈরাচার শেখ হাসিনা ভারতে পালিয়ে যান। শেখ হাসিনার রাজনৈতিক আত্মসমর্পণ এতটাই […]
হাবিবুর রহমান বাদল নারায়ণগঞ্জসহ সারা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটায় বিভিন্ন সামাজিক মাধ্যমে নগরবাসীর আতঙ্কিত হওয়ার ঘটনা প্রতিদিন প্রকাশ পাচ্ছে। এনিয়ে সাধারণ নাগরিকরা সরব হয়ে উঠেছেন। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে স্বরাষ্ট্র উপদেষ্টার বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগ এনে বিভিন্ন মহল থেকে তার পদত্যাগ দাবি করা হচ্ছে। এর পরিপ্রেক্ষিতে গতকাল সোমবার বিকালে এক সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্র উপদেষ্টা […]
ডান্ডিবার্তা রিপোর্ট: আড়াইহাজার থানায় দায়ের করা উপজেলার দুপ্তারা ইউনিয়ন বিএনপির সহসভাপতি বাবুল মিয়া হত্যা মামলা নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত ৩ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে বাবুল মিয়ার মৃত্যু হলেও দুই মাস পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি নিহত হয়েছেন উল্লেখ করে ২২ আগস্ট হত্যা মামলা করেছেন দুপ্তারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন। এই […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯