আজ বৃহস্পতিবার | ১৪ আগস্ট ২০২৫ | ৩০ শ্রাবণ ১৪৩২ | ১৯ সফর ১৪৪৭ | সন্ধ্যা ৭:১২

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কাঁচপুরে চুরি-ছিনতাই-ডাকাতি বেড়েছে

ডান্ডিবার্তা | ১৫ সেপ্টেম্বর, ২০২৩ | ১১:৪৯ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কাঁচপুর বিসিকের ১নং গেইট থেকে দেওয়ানবাগ দরবার শরিফের গেইট পর্যন্ত এই সামান্য ১ কিলোমিটার রাস্তাজুড়ে বিভিন্ন গণপরিবহন যেমন বাস, সিএনজি ও অটোরিক্সা এবং ট্রাক ও পিকআপে হরহামেশাই চুরি, ডাকাতি ও ছিনতাইয়ের ঘটনা ঘটছে বলে অভিযোগ উঠেছে। প্রশাসনের নজরদারীর অভাবে ও কার্যকর ব্যবস্থা না থাকায় দিনের পর দিন ক্ষতিগ্রস্থ হচ্ছে যাত্রীসাধারণ ও পরিবহনের সাথে সম্পৃক্তরা। গোপন সূত্র মারফত জানা গেছে যে, আল আমিন ও আব্দুল্লাহ উভয় পিতাঃ মৃত ওমর মিয়া, রাজু পিতাঃ মজনু, বিদ্যুৎ পিতাঃ অজ্ঞাত, সুমন পিতাঃ স্বপন এবং মাদক ব্যবসায়ী তাসলিমা পিতাঃ মৃত ওমর মিয়া এই সংঘবদ্ধ চক্রটি স্থানীয় কোন গ্রামের বাসিন্দা না হলেও কাঁচপুর ও বিসিক এলাকায় রাস্তার পাশে সামান্য ঘর বানিয়ে আশ্রয় নিয়ে থাকে এবং রাত গভীর হবার সাথে সাথে এরা ভয়ংকর ডাকাতদলের রূপে আবির্ভূত হয়। এ কাজে তারা দেশীয় অস্ত্র শস্ত্র ব্যবহার করে থাকে এবং বিভিন্ন কৌশলে বিশেষ করে নারীদের প্রতি আকৃষ্ট করে বিভিন্ন পরিবহন চালকদের বিভ্রান্ত করে পরিবহন থামিয়ে সর্বস্ব লুট করে নিয়ে যায়। দিনের বেলা সাধারণ মানুষের রূপ ধারণ করে থাকলেও সন্ধ্যা গড়িয়ে রাত হলেই তারা মুখোশ পাল্টে ভয়ংকর রূপ ধারণ করে ছিনতাই ও ডাকাতির কাজে জড়িয়ে পড়ে। এই সংঘবদ্ধ চক্রের দৌরাত্ম ও অপরাধ প্রবণতা বেড়েই চলেছে দিনের পর দিন। ফলে কাঁচপুর বিসিকের ১নং গেইট থেকে দেওয়ানবাগ দরবার শরিফের গেইট পর্যন্ত বসবাসরত স্থানীয় বাসিন্দারাও চরম নিরাপত্তাহীনতায় দিন কাটাচ্ছে এবং চরম উৎকন্ঠা ও উদ্বেগের মধ্যে আছে। কাঁচপুর বিসিক সহ আশেপাশের লোকজন দ্রুত এ অবস্থার অবসান চান। তা না হলে স্থানীয়রা এই ছিনতাইকারী ও ডাকাতদলের বিরুদ্ধে মানববন্ধন, বিক্ষোভ ও মহাসড়ক অবরোধের মতো কর্মসূচি দিতে বাধ্য হবেন বলে জানিয়েছেন। চুরি, ছিনতাই, ডাকাতি সহ সকল অপরাধমূলক কর্মকান্ড নিয়ন্ত্রণে আনতে উল্লিখিত এলাকায় পুলিশের টহল বাড়ানো এবং প্রশাসনের কার্যকর ও দৃশ্যমান অভিযানের দাবী জানিয়েছেন স্থানীয়রা।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা