
ডান্ডিবার্তা রিপোর্ট নারায়ণগঞ্জ জেলা বিএনপির সভাপতি গিয়াসউদ্দিনকে নিয়ে জ্বালাময়ি বক্তব্য দিয়ে যাচ্ছেন ফতুল্লা-সিদ্ধিরগঞ্জ আসনের এমপি শামীম ওসমান। মাঝে কিছুদিন বিরতি রাখলেও নতুন করে আবারও সরব হয়েছেন তিনি। অশালীন মন্তব্য থেকে শুরু করে প্রকাশ্যে, ইঙ্গিতে গিয়াসকে কটাক্ষ করে যাচ্ছেন তিনি। জেলা বিএনপির শীর্ষ নেতার উপর একের পর এক আক্রমনাত্মক বক্তব্য দিয়ে গেলেও এনিয়ে নীরব ভূমিকায় অবতীর্ন হয়েছে নারায়ণগঞ্জ বিএনপি ও অঙ্গ সংগঠনগুলো। গত দুদিনে শামীম ওসমান একাধিকবার তারই আসনের সাবেক এমপি গিয়াস উদ্দিনকে উদ্দেশ্য করে বক্তব্য দিয়েছেন। তাকে সম্বোধন করতে কখনও ব্যবহার করেছেন পলিটিক্যাল প্রস্টিটিউট, কখনও মামু। এভাবেই নানাভাবে তাকে ডেকে রীতিমত অপমান অপদস্ত করেছেন প্রকাশ্যে। চ্যালেঞ্জ ছুড়ে দিতেও ভুলেননি। ধারাবাহিক জেলা বিএনপির সভাপতিকে অপদস্ত করলেও এখন পর্যন্ত এর নিন্দা, প্রতিবাদ কিংবা বিবৃতি জানায়নি বিএনপির কোন সংগঠন। যা নিয়ে বিষ্ময় প্রকাশ করেছে খোদ শামীম ওসমানের সমালোচকরা। নারায়ণগঞ্জে বিএনপির একমাত্র নেতা গিয়াস উদ্দিন যাকে নিয়ে বার বার শামীম ওসমান বক্তব্য দিয়েই যান। এর পূর্বে শামীম ওসমান বক্তব্য দিতে উঠলেই খালেদা জিয়া, জিয়াউর রহমান কিংবা তারেক রহমানকে নিয়ে মন্তব্য করতেন। নারায়ণগঞ্জ বিএনপির কোন নেতার নাম মুখেই আনতেন না। অথচ এখন শামীম ওসমান প্রতিটি সভা সমাবেশেই ইশারা ইঙ্গিতে গিয়াস উদ্দিনকে উদ্দেশ্য করে বক্তব্য রাখেন। অবস্থা এমন দাঁড়িয়েছে যে, সমালোচকরা বলছেন ‘আইভীকে ভুলে গিয়ে এখন গিয়াসকে নিয়েই ব্যস্ত হয়ে পড়েছেন শামীম ওসমান।’ গত ১২ সেপ্টেম্বর ফতুল্লার দেলপাড়ায় শামীম ওসমান বক্তব্য প্রদানকালে গিয়াসের উদ্দেশ্যে বলেন, ‘বিএনপির গিয়াসউদ্দিন এক সময়ে একেক দল করে। তাকে বলা হয় রাজনৈতিক প্রস্টিটিউট মানে বেশ্যা। কয়েকমাস আগে দুবাই গিয়ে এক জঙ্গি নেতার সঙ্গে মিটিং করেছেন। জানি কিন্তু। জামায়াতের সঙ্গে আঁতাত করেছে। নারায়ণগঞ্জে অরাজকতা করবে। মামু বেশি বাড়াবাড়ি করবেন না। জনগণ যদি ক্ষেপে যায় তাহলে কিন্তু রক্ষা পাবেন না। রাজনীতি করতে এসেছেন রাজনীতি করেন কোন সমস্যা না। গত ৬ মাস ধরে নারায়ণগঞ্জে যেভাবে কথা বলছেন সবাই কিন্তু ক্ষেপে আছেন। বড় বড় নেতারা আছেন তারা কিন্তু চুপ।’ এর আগে সিদ্ধিরগঞ্জে একই ভাবে শামীম ওসমান বলেন, ‘মামু ঘণ্টার মধ্যে পইরেন না। আপনি তো আমাগো শফিক মফিকের লগেই পাইরা উঠেন না। যদি সৎ সাহস থাকেন তাহলে আসেন এক মঞ্চে বক্তব্য দেই। আপনি বলবেন কেন বিএনপিকে মানুষ ভোট দিবে। আমি বলবো কেন আওয়ামী লীগকে মানুষ ভোট দিবে। প্রয়োজনে নিজে না পারলে ঢাকা থেকে নেতাকর্মী ভাড়া কইরা নিয়া আসেন। রিস্ক নিয়েন না পাসপোর্ট অফিসের কোনায় কোনায়। মহিলারা কিন্তু ঝাড়ু নিয়ে বের হয়ে আসবে। মহিলারা যদি ঝাড়ু নিয়ে দৌড়ায় আর আপনিও দৌড় দেন তাহলে পুরুষ হিসেবে ইজ্জত থাকে না।’ এদিকে শামীম ওসমান একের পর এক মন্তব্য করে চললেও বিবৃতি আসেনি কোন সংগঠন থেকে। জেলা বিএনপির আওতাধীন জেলা যুবদল, জেলা স্বেচ্ছাসেবক দল, জেলা মহিলা দল, কৃষক দল কেউই মুখ খুলেননি। এমনকি ইউনিট পর্যায় থেকেও শীর্ষ নেতারা নিজেদের জেলার নেতাকে কটাক্ষ করার ঘটনায় নীরব। অন্যদিকে মহানগর বিএনপি, মহানগর যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল বিষয়গুলো চোখের সামনে দেখলেও তারাও নীরব হয়ে আছে। অভিযোগ রয়েছে মহানগর বিএনপির অধিকাংশ নেতাই শামীম ওসমানের সাথে সখ্যতা রেখে রাজনীতি করেন। অন্যদিকে যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দল শামীম ওসমানের বিরুদ্ধে বিবৃতি দেয়ার মত সাহস এখনও অর্জন করতে সক্ষম হননি। আর সেই কারনেই গিয়াসকে অব্যহত কটাক্ষ করলেও বিষয়গুলো নীরবে এড়িয়ে যাচ্ছেন তারা।
হাবিবুর রহমান বাদল ষোল বছরের স্বৈরশাসনে দেশকে পঙ্গু করে শত দমন পীড়ন আর নির্বিচারে গুলি বর্ষন করে দেড় হাজারের বেশী ছাত্র-জনতাকে হত্যার পরও শেষ পর্যন্ত শেখ হাসিনা তার গতি রক্ষা করতে পারেনি। গত বছরের ৫ আগষ্ট ছাত্র-জনতার রোষানল থেকে বাঁচার জন্য ছোট বোন রেহানাসহ স্বৈরাচার শেখ হাসিনা ভারতে পালিয়ে যান। শেখ হাসিনার রাজনৈতিক আত্মসমর্পণ এতটাই […]
হাবিবুর রহমান বাদল নারায়ণগঞ্জসহ সারা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটায় বিভিন্ন সামাজিক মাধ্যমে নগরবাসীর আতঙ্কিত হওয়ার ঘটনা প্রতিদিন প্রকাশ পাচ্ছে। এনিয়ে সাধারণ নাগরিকরা সরব হয়ে উঠেছেন। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে স্বরাষ্ট্র উপদেষ্টার বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগ এনে বিভিন্ন মহল থেকে তার পদত্যাগ দাবি করা হচ্ছে। এর পরিপ্রেক্ষিতে গতকাল সোমবার বিকালে এক সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্র উপদেষ্টা […]
ডান্ডিবার্তা রিপোর্ট: আড়াইহাজার থানায় দায়ের করা উপজেলার দুপ্তারা ইউনিয়ন বিএনপির সহসভাপতি বাবুল মিয়া হত্যা মামলা নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত ৩ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে বাবুল মিয়ার মৃত্যু হলেও দুই মাস পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি নিহত হয়েছেন উল্লেখ করে ২২ আগস্ট হত্যা মামলা করেছেন দুপ্তারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন। এই […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯