আজ বৃহস্পতিবার | ১৪ আগস্ট ২০২৫ | ৩০ শ্রাবণ ১৪৩২ | ১৯ সফর ১৪৪৭ | রাত ২:৪৫

কদমরসুল সেতু অনুমোদন পাওয়ায় মেয়র আইভীর দরগা জিয়ারত

ডান্ডিবার্তা | ১৬ সেপ্টেম্বর, ২০২৩ | ১১:০০ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রস্তাবিত ৭০০ কোটি টাকার কদমরসুল সেতু একনেকে অনুমোদন পাওয়ায় কদমরসুল দরগাহ ও হযরত হাজী ছালেহ বাবা ইয়েমেনী (রহঃ) এর মাজার শরীফ জিয়ারত করেছেন ডা. সেলিনা হায়াৎ আইভী। গতকাল শুক্রবার বিকেলে তিনি এই দুইটি দরগাহ জিয়ারত করেন। দরগাহে দোয়া ও মিলাদে অংশ নেন সিটি মেয়র আইভী। সেখানে তিনি আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করেন দোয়া কামনা করেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রকল্প অনুমোদন করায় আল্লাহর দরবারে তার জন্যও দোয়া কামনা করা হয়। এছাড়া নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের কদমরসুল অঞ্চলের ৯টি ওয়ার্ডের মসজিদে মসজিদে বাদ জুমা দোয়ার আয়োজন করা হয়। উল্লেখ্য গত ১২ সেপ্টেম্বর নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের (নাসিক) ৫ নম্বর খেয়াঘাট দিয়ে শীতলক্ষ্যা নদীর উপর বহুল আকাঙ্খিত কদমরসুল সেতু নির্মাণ ১ম সংশোধিত প্রকল্প অনুমোদন দেয় জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)। প্রধানমন্ত্রী এবং একনেকের চেয়ারপারসন শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত একনেক সভায় প্রায় ৭০০ কোটি টাকার এ প্রকল্পের অনুমোদন দেন। শীতলক্ষ্যা নদীর ওপর পাঁচ নম্বর ঘাট থেকে বন্দরের একরামপুর হয়ে ১৩৮৫ মিটার দীর্ঘ হবে এই সেতু। যার মূল ব্রীজ ৩০০ মিটার ও এপ্রোচ রোড হবে ৩.৫০ কিলোমিটার। কদমরসূল সেতুর বিশেষত্ব হবে এ সেতুর একটি স্প্যান থেকে আরেকটির দূরত্ব হবে ২০০ মিটার।নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ৫ নম্বর গুদারাঘাটের নিকট শীতলক্ষ্যা নদীর ওপর কদমরসুল ব্রিজ নির্মাণ প্রকল্প নানা জটিলতার কারণে কাজ শুরু করা যায়নি। একাধিক সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের আপত্তির কারণে বদলাতে হয়েছে নকশাও।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা