
বন্দর প্রতিনিধি বিয়েই যার নেশা। ২ সন্তানের জননী হয়েও বিভিন্ন ছেলেদের প্রেমের ফাঁদে ফেলে বিয়ে নাটকের মাধ্যমে হাতিয়ে নেয় লাখ লাখ টাকা এমন অভিযোগ ইতিমধ্যে জেলা প্রশাসক, বন্দর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ইসলামী ফাউন্ডেশনের উপ পরিচালক বরাবর দায়ের করা হয়েছে। বন্দরের কুড়িপাড়া লালখাঁরবাগ এলাকার মোক্তার হোসেনের মেয়ে মমতাজের কয়েক বছর বিয়ে হয় কুড়িপাড়া এলাকার হাজী আরব আলীর ছেলে জামালের সাথে। সে ২ সন্তানের জননী। জামাল প্রবাসে রয়েছে। মমতাজ মোবাইলে ঢাকার এক ছেলের সাথে ফেসবুকে পরিচয় ঘটিয়ে প্রেমের ফাঁদে ফেলে তাকে বিয়ে করে। যেহেতু সে ২ সন্তানের জননী ও বিবাহীত তাই সে গত বছরের ১৬ নভেম্বর ঢাকা নূরজাহার রোডের কাজী অফিসে গিয়ে কাজী মাওলানা আবুল হোসেনের মাধ্যমে স্বামী জামালকে তালাক দেয়। পরে গত ২৮ ফেব্রুয়ারি ঢাকার সেই ছেলেকে প্রেমের ফাঁদে ফেলে আত্মহত্যার ভয় দেখিয়ে বিয়ে করে। কিন্তু ২য় বিয়ে করেও সে তালাক দেয়া প্রথম স্বামীর সাথে সংসার অব্যাহত রেখেছে। মাঝে মধ্যে ব্যক্তিগত কাজের কথা বলে ঢাকায় গিয়ে সেই প্রেমিক স্বামীর সাথে কিছু সময় অবস্থান করে বিভিন্ন অজুহাতে টাকা হাতিয়ে নিয়ে আসে। ইতিমধ্যে সে সেই ছেলের কাছ থেকে প্রায় লক্ষাধিক কাটা হাতিয়ে নেয়ার অভিযোগ পাওয়া গেছে। তালাকের নোটিশ স্তানীয় কাউন্সিলরের কাছে এসে পৌছলে বিষয়টি এলাকায় জানাজানি হয়। এলাকাবাসী জানান, এই মেয়ের চরিত্র নিয়ে আগেও বিচার সালিশ হয়েছে। তার বিষয়ে কিছু বলা মানে নিজেদের কাছে ঘুনা জন্ম নেয়। আমরা এ ধরনের নষ্টা মেয়ে সম্পর্কে কিছু বলতে চাই না। এ বিষয়ে নাসিক ২৭ নং ওয়ার্ড কাউন্সিলর জানান, লালখাঁরবাগ এলাকার মমতাজ নামের এক মেয়ের নোটিশ পেয়েছি যাতে সে তার স্বামী জামালকে তালাক দিয়েছে। তাই মমতাজের এ ইসলাম বিরোধী কাজ থেকে বিরত ও এলাকার সুনাম রক্ষায় এ বিষয়ে ডিস, ইউএনও ও ইসলামী ফাউন্ডেশনে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
হাবিবুর রহমান বাদল ষোল বছরের স্বৈরশাসনে দেশকে পঙ্গু করে শত দমন পীড়ন আর নির্বিচারে গুলি বর্ষন করে দেড় হাজারের বেশী ছাত্র-জনতাকে হত্যার পরও শেষ পর্যন্ত শেখ হাসিনা তার গতি রক্ষা করতে পারেনি। গত বছরের ৫ আগষ্ট ছাত্র-জনতার রোষানল থেকে বাঁচার জন্য ছোট বোন রেহানাসহ স্বৈরাচার শেখ হাসিনা ভারতে পালিয়ে যান। শেখ হাসিনার রাজনৈতিক আত্মসমর্পণ এতটাই […]
হাবিবুর রহমান বাদল নারায়ণগঞ্জসহ সারা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটায় বিভিন্ন সামাজিক মাধ্যমে নগরবাসীর আতঙ্কিত হওয়ার ঘটনা প্রতিদিন প্রকাশ পাচ্ছে। এনিয়ে সাধারণ নাগরিকরা সরব হয়ে উঠেছেন। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে স্বরাষ্ট্র উপদেষ্টার বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগ এনে বিভিন্ন মহল থেকে তার পদত্যাগ দাবি করা হচ্ছে। এর পরিপ্রেক্ষিতে গতকাল সোমবার বিকালে এক সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্র উপদেষ্টা […]
ডান্ডিবার্তা রিপোর্ট: আড়াইহাজার থানায় দায়ের করা উপজেলার দুপ্তারা ইউনিয়ন বিএনপির সহসভাপতি বাবুল মিয়া হত্যা মামলা নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত ৩ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে বাবুল মিয়ার মৃত্যু হলেও দুই মাস পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি নিহত হয়েছেন উল্লেখ করে ২২ আগস্ট হত্যা মামলা করেছেন দুপ্তারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন। এই […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯