আজ বৃহস্পতিবার | ১৪ আগস্ট ২০২৫ | ৩০ শ্রাবণ ১৪৩২ | ১৯ সফর ১৪৪৭ | রাত ৪:৪৩

অটোরিকশা চালক হত্যায় ৫জন গ্রেফতার

ডান্ডিবার্তা | ২০ সেপ্টেম্বর, ২০২৩ | ৯:৩১ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট আড়াইহাজার থানাধীন নৈকাহন এলাকায় সোমবারভোরে অভিযান পরিচালনা করে অটোরিকশা চালক বাপ্পী হত্যা মামলার মূলহোতাসহ ৫ আসামীকে গ্রেফতার করেছে র‌্যাব-১১ এর পৃথক একটি টিম। গতকাল মঙ্গলবার বিকেলে র‌্যাব-১১ সিনিয়র এএসপি ও মিডিয়া অফিসার মো. রিজওয়ান সাঈদ জিকু এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, গত ১৩ সেপ্টেম্বর নারায়ণগঞ্জ আড়াইহাজারে সাইদুল ইসলাম বাপ্পি (১৩) নামে এক অটোরিকশা চালকের নৃশংস মৃত্যুর ঘটনা ঘটে। নিহত সাইদুল ইসলাম বাপ্পি ১২ বছর বয়স থেকেই ব্যাটারি চালিত রিকশা চালিয়ে নিজের অস্বচ্ছল পরিবারের পাশে দাঁড়িয়ে ছিল। জানা যায়, নিহত সাইদুল ইসলাম বাপ্পি প্রতিদিনের ন্যায় গত ১৩ সেপ্টেম্বর সকালে গ্যারেজ হতে বের হলে গ্রেফতারকৃত প্রধান আসামী লিটন মিয়া (৩৫) শ্বশুর বাড়ি যাবে বলে ভিকটিমের অটোরিকশা ভাড়া করে এবং পূর্বপরিকল্পিতভাবে অজ্ঞাতনামা আসামীদের সহায়তায় ভিকটিম বাপ্পিকে হত্যা করে অটোরিকশা এবং ভিকটিমের সাথে থাকা গলার চেইন ও ব্রেসলেট ছিনিয়ে নেয়। পরবর্তীতে ভিকটিম বাড়িতে ফিরে না আসায় ভিকটিমের মা বিভিন্ন জায়গায় খোঁজ করে না পেয়ে লিটনকে জিজ্ঞেস করলে সে জানে না বলে জানায়। গত ১৪ সেপ্টেম্বর সন্ধ্যা ৬টার দিকে আড়াইহাজার থানাধীন নয়নাবাদ এলাকার জনৈক হান্নানের পতিত বাড়ির পেঁয়ারা গাছের নিচে ডোবার মধ্যে অটোরিকশা চালক সাইদুল ইসলাম বাপ্পির লাশ পাওয়া যায়। উক্ত ঘটনায় নিহত সাইদুল ইসলাম বাপ্পির মা বাদী হয়ে আড়াইহাজার থানায় গ্রেফতারকৃত আসামী লিটন মিয়াসহ অজ্ঞাতনামা ৪-৫ জনকে আসামী করে একটি হত্যা মামলা দায়ের করেন। উক্ত হত্যাকা-ের পর হতে গ্রেফতারকৃত আসামীরা কৌশলে আত্মগোপনে চলে যায়। এরই ধারাবাহিকতায় গোপন সূত্রে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে র‌্যাব-১১, সিপিএসসি, নারায়ণগঞ্জ এর একটি আভিযানিক দল গত ১৮ সেপ্টেম্বর ভোর রাতে নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার থানাধীন নৈকাহন এলাকা হতে এই চাঞ্চল্যকর হত্যা মামলায় জড়িত প্রধান আসামী আড়াইহাজারের উলুকান্দী পূর্বপাড়া এলাকার মৃত করম আলীর ছেলে লিটন মিয়া (২৫), নরসিংদীর মাধবদী থানাধীন নোয়াকান্দি এলাকার মৃত কেরামত আলীর ছেলে মো. হাফিজ (৫৮), আড়াইহাজার থানাধীন নৈকাহন এলাকার মৃত ফরিদুলের ছেলে তৌফিকুর রহমান শিপু (২৪), একই এলাকার মৃত মইজউদ্দিনের ছেলে মো. হযরত আলী (১৮) ও কায়িমপুর এলাকার মৃত জংশর আলীর ছেলে মো. বিল্লালকে (৫২) গ্রেফতার করে এবং ছিনতাইকৃত অটোরিকশাটির বিভিন্ন অংশ বিশেষ উদ্ধার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামীরা বর্ণিত হত্যাকা-ের সাথে জড়িত বলে স্বীকার করে। গ্রেফতারকৃত আসামীদেরকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য আড়াইহাজার থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র‌্যাব।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা