আজ বৃহস্পতিবার | ১৪ আগস্ট ২০২৫ | ৩০ শ্রাবণ ১৪৩২ | ১৯ সফর ১৪৪৭ | সন্ধ্যা ৬:১২

নির্বাচনী সমীকরনে নেতৃবৃন্দ!

ডান্ডিবার্তা | ২১ সেপ্টেম্বর, ২০২৩ | ৯:৩৭ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নারায়ণগঞ্জের রাজনীতিতে শুরু হয়েছে নানা নাটকীয়তা। নির্বাচনকে ঘিরে আলোচিত এ জেলায় মহাজোটের জোটভূক্ত দলগুলোকে বেশ শক্তিশালী অবস্থানে দেখা যাচ্ছে। অন্যদিকে ২০ দলীয় ঐক্য জোটের সমন্বয়ে গঠিত বড় ঐক্য মনে হলেও বাস্তব চিত্রে বিএনপি ছাড়া বাকি দলগুলোর অনেকটা পিছিয়ে রয়েছে। নারায়ণগঞ্জ জেলাতে বাকি জোট গুলোর তেমন কোন প্রভাব নেই বললেই চলে। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন দরজায় কড়া নাড়ছে। তাই নির্বাচনকে কেন্দ্র করে সবগুলো রাজনীতিক দলের ভেতরে নানা হিসেব কষা শুরু হয়েছে। আর সে হিসেবে সরকার দলীয় ও বিরোধী দলীয় হিসেবেকে মাথায় রেখে কোন দলের জোট দলগুলোর যোগ্যতা ও ক্ষমতা কতটুকু রয়েছে সেসব হিসেবও করা হচ্ছে। তবে এর চেয়ে বড় হিসেবের খাতায় ভোটারদের জনপ্রিয়তা কতটুকু তা নিয়েও কথা উঠছে। রাজপথে অবস্থানের মাধ্যমে আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে আওয়ামীলীগের ও জাতীয় পার্টি দলটি সহ মোট ১৪ দলীয় ঐক্য জোটের মধ্য দিয়ে মহাজোট গঠিত হয়। এর বিপরীতে বিএনপি দলটি ২০ দলীয় ঐক্য জোট গড়ে তুলে। তবে বিএনপির ঐক্যজোটের তুলনায় মহাজোটের ঐক্য জোটের সংখ্যা কম হলেও জোটগত ক্ষমতার দিক দিয়ে মহাজোট এগিয়ে আছে। কারণ মহাজোটের প্রধান আওয়ামীলীগ ও শরীক দল জাতীয় পার্টি এর আগেও একাধিকার দেশ পরিচালনা করেছে। এতে করে এই দুটো দল বেশ শক্তিশালী হওয়াটা স্বাভাবিক। তাই এই দুটো বড় দলের সমন্বয়ে ১৪ দলীয় মহাজোট গঠন হলেও তা বেশ শক্তিশালী তা বলার অপেক্ষা রাখেনা। আর নারায়ণগঞ্জে এই দুটি দলের মনোনয়ন প্রত্যাশী ও নেতাকর্মী রয়েছে। এছাড়া জোটগত দিক দিয়ে এগিয়ে থাকার ফলে বিএনপি নির্বাচনে অংশগ্রহণ না করলেও মহাজোট জাতীয় পার্টি দলটিকে বিরোধী দল বানিয়ে ফের ক্ষমতায় যাবে। তাই কৌশলগত দিক দিয়ে এই দলটি অনেকটা এগিয়ে রয়েছে। অন্যদিকে ২০ দলীয় ঐক্য জোটের বিএনপি দলটি ঐক্য জোটের দিক দিয়ে সংখ্যা বেশি হলেও জোট গত ক্ষমতার দিক দিয়ে পিছিয়ে রয়েছে। কারণ এই দলটিতে বিএনপি দলটি ছাড়া আর তেমন কোন ক্ষমতাধর জোট দল নেই। যদিও এর আগে জামাতে ইসলাম ছিল যারা বর্তমানে নিষিদ্ধ ঘোষিত হয়েছে। এতে করে এই দলটির চিন্তা আপাতত বাদ দিয়েই নির্বাচনের প্রস্তুতি নিতে হবে বিএনপিকে। যে কারণে জোট গত দিক দিয়ে বিএনপি দলটি ক্ষমতাসীন মহাজোটের তুলনায় পিছিয়ে রয়েছে। এদিকে নির্বাচন মানেই ভোটের সমীকরণ তো রয়েছেই। আর সেই ভোটের হিসেবে কোন দলের জনপ্রিয়তা বেশি তা নিয়ে অনেক প্রশ্ন রয়েছে। সম্প্রতি, নির্বাচন কেন্দ্রীক বিভিন্ন দাবি ধাওয়া নিয়ে রাজপথে অবস্থানের মাধ্যমে বিএনপি তাদের অস্তিতের জাগান দিয়েছে। এমনকি আন্দোলন সংগ্রামে বিএনপির মিছিল থেকে নাশকতার অভিযোগ এনে একাধিক মামলা দায়ের করা হয়েছে। তবে, নির্বাচনের আগ মুহুর্তে নারায়ণগঞ্জের রাজপথে শত বাধা বিপত্তির মধ্য দিয়েও দাবি আদায়ের সংগ্রাম চালিয়ে যাবে বলে নেতৃবৃন্দ জানিয়েছেন। অপরদিকে, দীর্ঘ সময় মাঠের বাহিরে থাকলেও বিএনপি ও জামায়াত শিবিরের নাশকতার বিরুদ্ধে মাঠে থাকার ঘোষনা দিয়েছেন জেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দ। সে মোতাবেক বিএনপির সভা সমাবেশকে কেন্দ্র করে শান্ত নারায়ণগঞ্জকে অশান্ত করার পিছনে পৃষ্টপোষক বিএনপি ও জামায়াত শিবিরের ক্যাডারদের দাত ভাঙ্গা জবাব দেওয়ার জন্য রাজপথে অবস্থান নিতে দেখা গেছে ক্ষমতাসীনদলের নেতৃবৃন্দকে। আগামি দ্বাদশ নির্বাচনের আগ মুহুর্ত পর্যন্ত জেলার বিভিন্ন স্থানে নেতাকর্মী অবস্থান নিবেন বলে জানিয়েছেন জেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দ। জানা গেছে, নারায়ণগঞ্জ জেলাতে মোট ২০ লাখ ভোটার রয়েছে যার মধ্যে ২ লাখ তরুণ ভোটার রয়েছে। তাই এই ছাত্র আন্দোলনের পুষে রাখা রাগের ফলে তরুণ ভোটারদের ২ লাখ ভোট সরকার বিরোধী দলগুলো অর্থাৎ বিএনপি কিংবা তাদের কোন জোট দল পাবে। এছাড় ছাত্র আন্দোলনে অভিভাবক সহ সাধারণ জনগণ নির্বিশেষে সমর্থন দিয়েছিলেন। সুতরাং বাকি ১৮ লাভ ভোটের মধ্য আরো প্রায় অর্ধেকের বেশি ভোট একই কারণে বিরোধী দলগুলোর ব্যালট বাক্সে জমা পড়বে। এদিকে বিগত সময়ের নির্বাচনের জরিপ অনুযায়ী যে দল ক্ষমতায় থাকা দলগুলো নির্বাচনের সময় ভোটের ক্ষেত্রে তুলনামূলক কম ভোট পায়। বিগত নির্বাচনগুলোর সমীকরণে সেই চিত্র প্রত্যেক ভোটের নির্বাচনে ফুঁটে উঠেছে। কারণে হিসেবে প্রত্যেকটি ক্ষমতাসীন সরকারে প্রতি বিষিয়ে তোলা মনোভাব এর জন্য দায়ী বলে অনেকে মত দিয়েছেন। তাছাড়া প্রত্যেক বারের শাসন শোষনের জনগণ অতিষ্ঠ হয়ে বিরোধী দলগুলোকে ক্ষমতায় আনার জন্য ভোট দেয়।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা