
ডান্ডিবার্তা রিপোর্ট কোটি কোটি টাকার জমি। চলাফেরা করেন ৩২ লাখ টাকা মূল্যের গাড়িতে। ব্যাংক একাউন্টেও ছিল বিপুল পরিমানে টাকা; ডকইয়ার্ড আছে তার স্ত্রী নামে। অথচ তিনি ছিলেন নিতান্তই এক ‘টোল কালেক্টর’। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) আওতাধীন নারায়ণগঞ্জ নদীবন্দরের তৃতীয় শ্রেণির সাবেক এই সেয়ানা কর্মচারীর নাম রফিকুল ইসলাম। আয়বহির্ভূত ১ কোটি ৭৪ লাখ টাকার সম্পদ অর্জন এবং সম্পদ বিবরণীতে তথ্য গোপনের অভিযোগে এই কর্মচারী ও তার স্ত্রীর বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। দুদক নারায়ণগঞ্জের সহকারী পরিচালক সাঈদ মোহাম্মদ ইমরান হোসেন বাদি হয়ে গতকাল বুধবার সকাল ১০টায় দুর্নীতি দমন কমিশন আইনে নিজ কার্যালয়ে দুটি মামলাটি করেন। মামলা নং-১ ও ২। মামলা দু’টিতে আসামি করা হয়-বিআইডব্লিউটিএ‘র নারায়ণগঞ্জ নদী বন্দরের অবসরপ্রাপ্ত এক শুল্ক আদায়কারী রফিকুল ইসলাম ও তার স্ত্রী শাহিদা বেগমকে। তাঁরা দু’জনই ফরিদপুরের ভাঙ্গা উপজেলার চন্ডীদাসদী গ্রামের স্থানীয় বাসিন্দা। তবে, বর্তমানে নারায়ণগঞ্জ সদর উপজেলার আমলাপাড়ায় নারায়ণগঞ্জ গার্লস স্কুল এন্ড কলেজের পাশে শাহনাজ গার্ডেনের দ্বিতীয় তলায় থাকেন। দুদক সূত্র জানায়, মামলায় বলা হয়েছে, ২০২০ সালের ২৪ জুন দুদকে পৃথক সম্পদ বিবরণী দাখিল করেন রফিকুল ইসলাম ও তাঁর স্ত্রী শাহিদা বেগম। সম্পদবিবরণীতে রফিকুল ইসলামের ১ কোটি ১৯ লাখ ৬১ হাজার ৫৪৩ টাকা অর্জনের তথ্য অসৎ উদ্দেশ্যে গোপন করেন। আর রফিকুল ইসলামের স্ত্রী শাহিদা বেগমের দুদকে দাখিল করা সম্পদবিবরণীতে ৫৮ লাখ ৭৮ হাজার ৯০০ টাকা মূল্যের সম্পদ অর্জনের তথ্য অসৎ উদ্দেশ্যে গোপন করেন। এ ছাড়া তিনি ১ কোটি ৩৫ লাখ ৭৪ হাজার ৭৫১ টাকা মূল্যের সম্পদ তাঁর জ্ঞাত আয়ের সঙ্গে অসংগতিপূর্ণভাবে অর্জন করেন। মামলাটি বর্তমানে দুদক তদন্ত করছে। দুদকের নারায়ণগঞ্জের উপ-পরিচালক মঈনুল হাসান রওশনী বলেন, প্রাথমিক তদন্তে সম্পদবিবরণীতে সম্পদের তথ্য গোপন করা এবং অজ্ঞাত উৎস থেকে অবৈধভাবে অর্জিত বিপুল পরিমাণ অর্থ ভোগদখল করার প্রমাণ মেলায় মামলা হয়েছে। তদন্ত করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
হাবিবুর রহমান বাদল ষোল বছরের স্বৈরশাসনে দেশকে পঙ্গু করে শত দমন পীড়ন আর নির্বিচারে গুলি বর্ষন করে দেড় হাজারের বেশী ছাত্র-জনতাকে হত্যার পরও শেষ পর্যন্ত শেখ হাসিনা তার গতি রক্ষা করতে পারেনি। গত বছরের ৫ আগষ্ট ছাত্র-জনতার রোষানল থেকে বাঁচার জন্য ছোট বোন রেহানাসহ স্বৈরাচার শেখ হাসিনা ভারতে পালিয়ে যান। শেখ হাসিনার রাজনৈতিক আত্মসমর্পণ এতটাই […]
হাবিবুর রহমান বাদল নারায়ণগঞ্জসহ সারা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটায় বিভিন্ন সামাজিক মাধ্যমে নগরবাসীর আতঙ্কিত হওয়ার ঘটনা প্রতিদিন প্রকাশ পাচ্ছে। এনিয়ে সাধারণ নাগরিকরা সরব হয়ে উঠেছেন। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে স্বরাষ্ট্র উপদেষ্টার বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগ এনে বিভিন্ন মহল থেকে তার পদত্যাগ দাবি করা হচ্ছে। এর পরিপ্রেক্ষিতে গতকাল সোমবার বিকালে এক সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্র উপদেষ্টা […]
ডান্ডিবার্তা রিপোর্ট: আড়াইহাজার থানায় দায়ের করা উপজেলার দুপ্তারা ইউনিয়ন বিএনপির সহসভাপতি বাবুল মিয়া হত্যা মামলা নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত ৩ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে বাবুল মিয়ার মৃত্যু হলেও দুই মাস পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি নিহত হয়েছেন উল্লেখ করে ২২ আগস্ট হত্যা মামলা করেছেন দুপ্তারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন। এই […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯