আজ বৃহস্পতিবার | ১৪ আগস্ট ২০২৫ | ৩০ শ্রাবণ ১৪৩২ | ১৯ সফর ১৪৪৭ | সন্ধ্যা ৭:২৫

সমাবেশ নিয়ে শঙ্কায় বিএনপি

ডান্ডিবার্তা | ২২ সেপ্টেম্বর, ২০২৩ | ১২:৪৫ অপরাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট ফতুল্লায় আগামী ২৭ সেপ্টেম্বর জনসভার ডাক দিয়েছে বিএনপি। দলটির কেন্দ্রীয় পর্যায় থেকেই এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। সব ঠিক থাকলে কেন্দ্রীয় নেতাদের উপস্থিতিতে গণসমাবেশ করবে বিএনপি। স্থান হিসেবে নির্ধারণ করা হয়েছে ফতুল্লার ভূঁইগড় এলাকার পাসপোর্ট অফিস সংলগ্ন এলাকায়। ফতুল্লায় বৃহৎ সমাবেশে প্রস্তুতি এবারই প্রথম নয়। যুবদলের বিভাগীয় সমাবেশের জন্যেও চলতি বছরের ১৪ এপ্রিল ফতুল্লার পঞ্চবটিতে সমাবেশস্থল নির্ধারণ করা হয়। কিন্তু সমাবেশের দুদিন পূর্বে পুলিশ নিরাপত্তা ইস্যু দেখিয়ে সেই স্থলে সমাবেশ করতে নিষেধ করে। বাধ্য হয়ে যুবদলের নেতাকর্মীরা ঢাকায় গিয়ে সমাবেশ পালন করে। যদিও শুরুতে এখানে সমাবেশ করতে পুলিশ আপত্তি করেনি। কিন্তু শেষ মুহূর্তে আপত্তি করার কারণ হিসেবে যুবদলের নেতারা জানান ‘শামীম ওসমান পুলিশকে চাপ দিয়ে সেই সমাবেশ বন্ধ করতে বাধ্য করেন’। আর এভাবেই ফতুল্লায় যুবদলের নেতাকর্মীরা বিভাগীয় সমাবেশ থেকে বঞ্চিত হন। প্রায় পাঁচ মাস পর আবারও ফতুল্লায় গণসমাবেশ করার প্রস্তুতি নিচ্ছে বিএনপি। তবে এবার পঞ্চবটি থেকে সরে এসে ফতুল্লা ও সিদ্ধিরগঞ্জের সীমান্তবর্তী এলাকা ভূঁইগড়ে স্থান নির্ধারণ করেছেন তারা। যেটি ফতুল্লা থানাধীন এলাকায় অবস্থিত। আয়োজিত এই গণসমাবেশে সভাপতিত্ব করতে যাচ্ছেন শামীম ওসমানের প্রধান প্রতিপক্ষ হিসেবে পরিচিত গিয়াস উদ্দিন। এছাড়া অতিথি হিসেবে থাকছেন কেন্দ্রীয় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. মঈন খান এবং আমির খসরু মাহমুদ চৌধুরী। তবে এই সমাবেশকে ঘিরেও বিএনপি নেতাকর্মীদের মনে নতুন শঙ্কা তৈরি হয়েছে। কারণ মাত্র ১৬ সেপ্টেম্বর শামীম ওসমান স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়ে এসে সমাবেশ করেছেন নারায়ণগঞ্জে। সেই সমাবেশ থেকে বিএনপিকে উদ্দেশ্য করে বার্তা দিয়েছেন অনেক। তার ঠিক দশদিন পর বিএনপির সমাবেশ অনুষ্ঠিত হতে পারবে কিনা তা নিয়ে সন্দেহ তৈরি হয়েছে। দলের অনেকের মতে এই সমাবেশ আয়োজনের কেন্দ্রবিন্দুতে যেহেতু গিয়াস উদ্দিন থাকবেন, তাই নানান বাধা বিপত্তি আসতে পারে। সূত্র বলছে, গিয়াস উদ্দিনকে নিয়ে একের পর এক বক্তব্য দিয়েই যাচ্ছেন শামীম ওসমান। গিয়াস উদ্দিন যে পাসপোর্ট অফিসের পাশে সমাবেশ করেন সেটিও শামীম ওসমান ভালোভাবে নিতে পারেননি। তারই প্রমাণ মিলেছে সিদ্ধিরগঞ্জে আয়োজিত এক প্রস্তুতি সভায়। সেখানে শামীম ওসমান গিয়াস উদ্দিনকে মামা সম্বোধন করে বলেন, ‘মামু ঘণ্টার মধ্যে পইরেন না। আপনি তো আমাগো শফিক মফিকের লগেই পাইরা উঠেন না। যদি সৎ সাহস থাকেন তাহলে আসেন এক মঞ্চে বক্তব্য দেই। আপনি বলবেন কেন বিএনপিকে মানুষ ভোট দিবে। আমি বলবো কেন আওয়ামী লীগকে মানুষ ভোট দিবে। প্রয়োজনে নিজে না পারলে ঢাকা থেকে নেতাকর্মী ভাড়া কইরা নিয়া আসেন। রিস্ক নিয়েন না পাসপোর্ট অফিসের কোণায় কোণায়। মহিলারা কিন্তু ঝাড়ু নিয়ে বের হয়ে আসবে। মহিলারা যদি ঝাড়ু নিয়ে দৌড়ায় আর আপনিও দৌড় দেন তাহলে পুরুষ হিসেবে ইজ্জত থাকে না।’ বিএনপির কর্মীরা বলছেন, যুবদলের বিভাগীয় সমাবেশের মত পরিণতি হয় কিনা তা নিয়ে শঙ্কা থেকেই যায়। তবে গিয়াস উদ্দিন যদি এই সমাবেশ করে দেখাতে পারেন তাহলে তা বড় জয় হিসেবে গণ্য হবে। শামীম ওসমান ও গিয়াস লড়াইয়ে এগিয়ে যাবেন গিয়াস। অন্যদিকে কোন কারণে এই সমাবেশ করতে ব্যর্থ হলে বুঝতে হবে শামীম ওসমান গিয়াস ইস্যুতে অনেক বেশিই সিরিয়াস এবং তাকে চাপের মুখেই রাখবেন প্রতিক্ষণ। তবে সময়েই বলে দিবে কি হতে যাচ্ছে।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা