আজ বৃহস্পতিবার | ১৪ আগস্ট ২০২৫ | ৩০ শ্রাবণ ১৪৩২ | ১৯ সফর ১৪৪৭ | সন্ধ্যা ৭:২৬

বিএনপির সমাবেশ নিয়ে সতর্ক আ’লীগ

ডান্ডিবার্তা | ২২ সেপ্টেম্বর, ২০২৩ | ১২:৪৯ অপরাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট শামিম ওসমানের সমাবেশের রেশ কাটেনি এখনো। আগষ্টের পর সেপ্টেম্বরও অনেকটাই নিয়ন্ত্রণে ছিলো আ’লীগের। সেক্ষেত্রে অনেকটাই পিছিয়ে ছিলো বিএনপি। তবে আবারো রাজপথে জোড়ালো ভাবে ফিরতে মরিয়া বিএনপি। আগামী ২৭ সেপ্টেম্বর নারায়ণগঞ্জের সাইনবোর্ড পাসপোর্ট অফিস সংলগ্ন মাঠে জনসমাবেশের ঘোষণা দিয়েছে বাংলাদেশ জাতিয়তাবাদী দলটি। এ সমাবেশকে কেন্দ্র করে ইতিমধ্যো প্রস্তুতি শুরু করে দিয়েছে বিএনপি। তবে এ সমাবেশকে ঘিরে নৈরাজ্য ও বিশৃঙ্খলার আশঙ্কা করছেন আ’লীগ নেতারা। তাদের সম্মিলিত মতামত হলো বিএনপি পূর্বে কোনো কর্মসূচী শান্তিপূর্ন ভাবে করতে পারেনি। তারা সাধারন জনগনের অসুবিধার কারন হয়েছেন এবং জালাও পোড়াও করে জানমালের ব্যাপক ক্ষতি সাধন করেছেন। এ নিয়ে সতর্ক অবস্থানের কথা জানিয়েছেন তারা। এ বিষয়ে নারায়নগঞ্জ জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আবু হাসানাত শহিদ বাদল বলেন, বিএনপি বরাবরই সমাবেশের নামে নৈরাজ্য সৃষ্টি করে। তবে তাদের সমাবেশে এমন নৈরাজ্যের ঘটনা ঘটলে তা প্রহিহত করতে আমরা প্রস্তুত আছি। তবে ঐদিন আওয়ামীলীগের কোনো কর্মসূচী আছে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন এ বিষয়ে কেন্দ্রে আলোচনা হচ্ছে। এ বিষয়ে ফতুল্লা থানা আওয়ামীলীগের সাধারন সম্পাদক শওকত আলী বলেন, আর কোনো নৈরাজ্য হতে দেওয়া যাবেনা। শান্তিপূর্ন সমাবেশ যে কেউ করতে পারে তবে কোনো নৈরাজ্য হলে তা কঠোর হস্তে দমন করা হবে। এ নিয়ে ফতুল্লা থানা আ’লীগের ১নং সদস্য হাজী আবু মো. শরিফুল হক বলেন, আমার মনে হয়না বিএনপির খর্ব শক্তির এই দল নিয়ে কোনো নৈরাজ্য সৃষ্টি করতে পারবে। তাদের কোনো অর্জন নেই। তারা মুলত হতাশ। এখন যে কর্মসুচী দিচ্ছে সেগুলো মুলত আইওয়াশ। কর্মীদের চাঙ্গা রাখ্রা চেষ্টা করছে। তবুও জদি কোনো নৈরাজ্যের চেষ্টা করা হয়। তবে আমরা তা প্রতিহত করতে সবসময় প্রস্তুত আছি। কারন ফতুল্লা সবসময় শান্তিপূর্ন জনপদ। এখানে কোনো বিশৃঙ্খলা মেনে নেওয়া হবেনা। তবে সচেতন মহলের দাবি শান্তিপূর্ন রাজনৈতিক কর্মসূচী হউক। কোনো নৈরাজ্য কিংবা বিশৃঙ্খলার মতো ঘটনা না ঘটুক।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা