
ডান্ডিবার্তা রিপোর্ট বন্দর থানাধীন নাসিক ২৭নং ওয়ার্ডের মুরাদপুরে হাজী মিলন মিয়ার বাড়িতে পরিবারের সদস্যদেরকে ধারালো অস্ত্রের মুখে জিম্মি করে দুর্র্ধষ ডাকাতির ঘটনা সংঘটিত হয়েছে বলে খবর পাওয়া গেছে। এদিকে উক্ত ডাকাতির সাথে সম্পৃক্ত থাকতে পারে এমন সন্দেহবশত জিজ্ঞাসাবাদের জন্য গতকাল বৃহস্পতিবার দুপুরে বন্দরের ইস্ট টাউন এলাকা থেকে জাহিদ ও ফুলহর থেকে রাশেদকে আটক করেছে ধামগড় পুলিশ ফাঁড়ি। মিলন মিয়ার সাথে কথা বলে জানা যায়, গত বুধবার দিবাগত রাত আনুমানিক আড়াইটায় বাড়ির পূর্ব দিকে রান্না ঘরের জানালার গ্রীল কেটে মুখোশ পড়া অবস্থায় ৭-৮ সদস্যের একটি ডাকাত দল ভবনে প্রবেশ করে মিলন মিয়াসহ বাসায় অবস্থান করা পরিবারের সদস্যদেরকে ধারালো অস্ত্রের মুখে জিম্মি করে ফেলে। ডাকাতদের সাথে বাড়ির মালিক মিলন মিয়ার ধস্তাধস্তি হলেও ডাকাতরা তার মুখে, মাথায় ও কোমরে জোরে আঘাত করলে তিনি অজ্ঞান হয়ে যান। পরে মূল কক্ষের ২টি আলমারীর লক ভেঙ্গে সেখানে থাকা ২৫ ভরি স্বর্ণালংকার ও নগদ ১ লক্ষ ৯০ হাজার টাকা লুট করে নিয়ে গেছে ডাকাতদল। এসময় ডাকাত দল বাড়ির প্রতিটি কক্ষের আসবাবপত্র খুলে সেখানে থাকা ব্যবহৃত মালামাল তছনছ করে মেঝেতে ফেলে রাখে। ডাকাতির সংবাদ পেয়ে বন্দর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শণ করেছেন। এদিকে বন্দরের মালিবাগের রৌশন আনোয়ার প্যালেস ও লালখারবাগের মিলন হাসানের বাড়িতে যেভাবে ডাকাতির ঘটনা ঘটেছে, মুরাদপুরের ঘটনাটি উল্লেখিত ডাকাতির পুনরাবৃত্তি বলে মনে করেন সচেতন মহল। বন্দর থানার বিভিন্ন এলাকায় একের পর এক ডাকাতির ঘটনায় জনসাধারণ উদ্বেগ ও উৎকন্ঠা প্রকাশ করেছেন। ডাকাতদলকে ধরতে প্রশাসনের দৃশ্যমান পদক্ষেপ দেখতে চান স্থানীয়রা এবং পুলিশের টহল জোরদার করার দাবী জানিয়েছেন সচেতন মহল। এ বিষয়ে বন্দর থানাধীন ধামগড় পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর হাফিজ মানিক বলেন, ‘বিষয়টি আমরা খতিয়ে দেখছি। জিজ্ঞাসাবাদের জন্য ২জনকে আটক করা হয়েছে’।
হাবিবুর রহমান বাদল ষোল বছরের স্বৈরশাসনে দেশকে পঙ্গু করে শত দমন পীড়ন আর নির্বিচারে গুলি বর্ষন করে দেড় হাজারের বেশী ছাত্র-জনতাকে হত্যার পরও শেষ পর্যন্ত শেখ হাসিনা তার গতি রক্ষা করতে পারেনি। গত বছরের ৫ আগষ্ট ছাত্র-জনতার রোষানল থেকে বাঁচার জন্য ছোট বোন রেহানাসহ স্বৈরাচার শেখ হাসিনা ভারতে পালিয়ে যান। শেখ হাসিনার রাজনৈতিক আত্মসমর্পণ এতটাই […]
হাবিবুর রহমান বাদল নারায়ণগঞ্জসহ সারা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটায় বিভিন্ন সামাজিক মাধ্যমে নগরবাসীর আতঙ্কিত হওয়ার ঘটনা প্রতিদিন প্রকাশ পাচ্ছে। এনিয়ে সাধারণ নাগরিকরা সরব হয়ে উঠেছেন। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে স্বরাষ্ট্র উপদেষ্টার বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগ এনে বিভিন্ন মহল থেকে তার পদত্যাগ দাবি করা হচ্ছে। এর পরিপ্রেক্ষিতে গতকাল সোমবার বিকালে এক সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্র উপদেষ্টা […]
ডান্ডিবার্তা রিপোর্ট: আড়াইহাজার থানায় দায়ের করা উপজেলার দুপ্তারা ইউনিয়ন বিএনপির সহসভাপতি বাবুল মিয়া হত্যা মামলা নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত ৩ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে বাবুল মিয়ার মৃত্যু হলেও দুই মাস পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি নিহত হয়েছেন উল্লেখ করে ২২ আগস্ট হত্যা মামলা করেছেন দুপ্তারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন। এই […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯