
ডান্ডিবার্তা রিপোর্ট রূপগঞ্জে বিএনপির অঙ্গ সংগঠন স্বেচ্ছাসেবক দলের এক নেতার বাড়িতে হামলা চালিয়ে ব্যাপক ভাংচুর ও লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। গত বুধবার দিবাগত রাতে উপজেলার বরপা ৬নং ওয়ার্ড শান্তিনগর এলাকার তামজীদ ভুঁইয়ার বাড়িতে এ হামলা চালানো হয় বলে অভিযোগ করেন তিনি। এ সময় তার বাড়ি থেকে ৫৫ হাজার টাকা, একটি মোবাইল ফোন ও বাড়িতে পালন করা ৭টি মুরগি লুটপাট করে নিয়ে যায় হামলাকারীরা। তামজীদ ভুঁইয়া তারাব পৌর স্বেচ্ছাসেবক দল নেতা ও ৬নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক। হামলাকারীরা উপজেলা ছাত্রলীগের রাজনীতির সাথে সম্পৃক্ত বলে তামজীদ ভুঁইয়া দাবি করেন। স্থানীয়রা জানান, রাত এগারোটার দিকে ২৫ থেকে ৩০ জনের একদল সশস্ত্র হামলাকারী লোহার রড, লাঠিসোটা, হকিস্টিক, রামদা ও চাপাতিসহ বিভিন্ন ধরণের দেশীয় অস্ত্র হাতে সরকারি দলের নানা ধরণের শ্লোগান দিয়ে তামজীদের বাড়িতে হামলা চালায়। এসময় বাড়ির ভেতরে ও বাইরে ব্যাপক ভাংচুর চালানো হয়। বাড়িতে তামজীদ না থাকায় তার নাম নিয়ে নানা ধরনের হুমকি দেয় হামলাকারিরা। এসময় বাড়ি থেকে মুরগিসহ বিভিন্ন জিনিস নিয়ে যেতে দেখা যায়। হামলার ঘটনার ভুক্তভোগি তামজীদ ভুঁইয়া জানান, হামলাকারীরা বাড়িতে তাকে না পেয়ে ব্যাপক ভাংচুর চালায়। কুপিয়ে বাড়ির অধিকাংশ জিনিস ভেঙ্গে ফেলে। পুরো বাড়ি লন্ডভন্ড করে। তামজীদ বলেন, হামলাকারিরা বাড়িতে প্রবেশ করেই আমাকে খোঁজাখুঁজি করে। আমি বাড়িতে নেই জানতে পেরে তারা আমার বাবা, মা, স্ত্রী ও সন্তানদের ভয় দেখায়। এরপর আমাদের বাড়ি থেকে নগদ ৫৫ হাজার টাকা, একটি মোবাইল ফোন, বাড়িতে পালন করা ৭টি মুরগি লুটপাট করে নিয়ে যায়। যাবার সময় স্থানীয় বাজারে গিয়ে সাধারণ মানুষদের দুটি দোকানেও হামলা এবং লুটপাট চালায় তারা। তামজীদের দাবি, শুধুমাত্র রাজনৈতিক প্রতিহিংসার কারণেই তার বাড়িতে এ হামলা হয়েছে। এছাড়া অন্য কোন কারণ নেই। এ ব্যাপারে রূপগঞ্জ থানার ওসি এ এফ এম সায়েদ জানান, এমন ঘটনার ব্যাপারে এখন পর্যন্ত কেউ থানায় কোন অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।
হাবিবুর রহমান বাদল ষোল বছরের স্বৈরশাসনে দেশকে পঙ্গু করে শত দমন পীড়ন আর নির্বিচারে গুলি বর্ষন করে দেড় হাজারের বেশী ছাত্র-জনতাকে হত্যার পরও শেষ পর্যন্ত শেখ হাসিনা তার গতি রক্ষা করতে পারেনি। গত বছরের ৫ আগষ্ট ছাত্র-জনতার রোষানল থেকে বাঁচার জন্য ছোট বোন রেহানাসহ স্বৈরাচার শেখ হাসিনা ভারতে পালিয়ে যান। শেখ হাসিনার রাজনৈতিক আত্মসমর্পণ এতটাই […]
হাবিবুর রহমান বাদল নারায়ণগঞ্জসহ সারা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটায় বিভিন্ন সামাজিক মাধ্যমে নগরবাসীর আতঙ্কিত হওয়ার ঘটনা প্রতিদিন প্রকাশ পাচ্ছে। এনিয়ে সাধারণ নাগরিকরা সরব হয়ে উঠেছেন। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে স্বরাষ্ট্র উপদেষ্টার বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগ এনে বিভিন্ন মহল থেকে তার পদত্যাগ দাবি করা হচ্ছে। এর পরিপ্রেক্ষিতে গতকাল সোমবার বিকালে এক সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্র উপদেষ্টা […]
ডান্ডিবার্তা রিপোর্ট: আড়াইহাজার থানায় দায়ের করা উপজেলার দুপ্তারা ইউনিয়ন বিএনপির সহসভাপতি বাবুল মিয়া হত্যা মামলা নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত ৩ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে বাবুল মিয়ার মৃত্যু হলেও দুই মাস পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি নিহত হয়েছেন উল্লেখ করে ২২ আগস্ট হত্যা মামলা করেছেন দুপ্তারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন। এই […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯