আজ বৃহস্পতিবার | ১৪ আগস্ট ২০২৫ | ৩০ শ্রাবণ ১৪৩২ | ১৯ সফর ১৪৪৭ | সন্ধ্যা ৭:২৫

আ’লীগ-বিএনপির জন্য চ্যালেঞ্জ!

ডান্ডিবার্তা | ২৩ সেপ্টেম্বর, ২০২৩ | ১১:৩১ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট আগামী জাতীয় দ্বাদশ সংসদ নির্বাচনের আগমুহুর্তে আওয়ামী লীগ বিএনপির আন্দোলনের মাঝে নতুনভাবে আলোচনা তৈরী হয়েছে তৃণমুল বিএনপি নিয়ে। রাজনীতি জোরালো ভাবে আলোচনা বিএনপির অনেক ত্যাগীরা তৃণমুল বিএনপিতে চলে যাচ্ছে। আওয়ামী লীগের প্রভাবশালী এমপি শামীম ওসমান মন্তব্য করেছেন বিএনপির আম্মা গ্রুপ ও ভাইয়া গ্রুপের বহিঃপ্রকাশ তৃনমূল বিএনপি। এছাড়া তৃণমূল বিএনপি নিয়ে মুল বিএনপি অনেকটা বেকায়দায় পড়তে যাচ্ছে বলে মনে করেন রাজনৈতিক বোদ্ধামহল। এদিকে আগামী জানুয়ারির প্রথম সপ্তাহে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার করে পারে। নির্বাচন হবে কি হবে না-এ নিয়ে রাজনীতিতে চলছে টানাপোড়েন। এর মধ্যেও আওয়ামী লীগ অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন করার ব্যাপারে অঙ্গীকারবদ্ধ বলে জানান দিচ্ছে। যে কোনো মূল্যে সাংবিধানিক ধারাবাহিকতা অক্ষুন্ন রেখে নির্বাচন করতে চায় টানা পনেরো বছর ক্ষমতায় থাকা দলটি। কিন্তু আওয়ামী লীগের এই যাত্রাপথে কিছু আপদ তৈরী হয়েছে। যাদের কারণে আওয়ামী লীগ তার লক্ষ্য অর্জনের পথে বাধাগ্রস্থ হচ্ছে, আওয়ামী লীগের যাত্রাপথ দুর্গম হচ্ছে বলে মনে করেন রাজনৈতিক বিশ্লেষকরা। অপরদিকে নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে একদফা আন্দোলন করছে বিএনপি। গত ১৯ সেপ্টেম্বর থেকে টানা ১২ দিনে কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। যা চলমান রয়েছে। এই কর্মসূচির অংশ হিসেবে গতকাল সিলেট মহাসড়কে রোডমার্চ করেছে দলটি। কিন্তু এক দফা আন্দোলনের যে গতি থাকা উচিত, একদফা আন্দোলনে যে জাগরণ হওয়া উচিত সেটি এখন পর্যন্ত বিএনপি অর্জন করতে পারেনি। কেননা টানা কর্মসূচির পরও আন্দোলনটা শুধুমাত্র কর্মী সমাবেশের মধ্যে সীমাবদ্ধ থাকছে। এই সমস্ত কর্মসূচি সাধারণ জনগণের জীবনযাপনেও কোন প্রভাব ফেলছে না। আর এ কারণেই শেষ পর্যন্ত এই আন্দোলন কতটুকু সফল হবে তা নিয়ে বিএনপিতে শঙ্কা রয়েছে। তবে আন্দোলনের সাফল্য ব্যর্থতার সংখ্যার চেয়েও, এই আন্দোলন এগিয়ে নেওয়ার ক্ষেত্রে পাঁচটি বড় বাধার মুখোমুখি হচ্ছে বিএনপি। আর এই সমস্ত বাধাগুলো পেরিয়ে একদফা আন্দোলনকে নির্বাচন পর্যন্ত কিভাবে এগিয়ে নিয়ে যাওয়া যাবে, সেটি বিএনপির জন্য এখন প্রধান চ্যালেঞ্জ। দলীয় সুত্রমতে, নারায়ণগঞ্জের রাজনীতিতেও এখন বিএনপি আওয়ামী লীগ পাল্টাপাল্টি কথার লড়াই জমে উঠেছে। জেলা বিএনপির সাবেক আহ্বায়ক বিএনপির বহিস্কৃত তৈমূর আলম খন্দকার তৃণমূল বিএনপির মহা সচিব হওয়ায় জেলা পেরিয়ে সারাদেশে আলোচনা তৈরী হচ্ছে। বিশেষ করে নারায়ণগঞ্জ আওয়ামী লীগ বিএনপি সহ অন্যান্য দলে এখন তাকে নিয়ে ব্যাপক আলোচনা তৈরী হচ্ছে। তার মাঝে বিএনপির আন্দোলনকে ঠেকিয়ে নির্বাচন পার করতে চায় আওয়ামী লীগ। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, বিএনপি আন্দোলন নিয়ে পাঁচ শঙ্কায় রয়েছে। তাদের বিপরীতে আওয়ামী লীগে নির্বাচনের আগে পাঁচ আপদ তৈরী হয়ে রয়েছে। রাজনৈতিক বিশ্লেষকদরে মতে, বিএনপির পাঁচ শঙ্কা হলো, বিএনপির অধিকাংশ নেতাকর্মী মামলা ভারে ভরাক্রান্ত। একেকজন নেতাকর্মীর বিরুদ্ধে একশো থেকে সাড়ে চারশো পর্যন্ত মামলা রয়েছে। এই মামলাগুলো মোকাবিলা করার জন্য তাদের প্রতিদিনই কোর্ট কাছারিতে যেতে হচ্ছে। বিএনপির আন্দোলনের ক্ষেত্রে সবচেয়ে বড় শঙ্কার বিষয় হচ্ছে, জনগণ এই আন্দোলনের সঙ্গে এখন পর্যন্ত সম্পৃক্ত হতে পারছেন না। বিএনপির শীর্ষ পর্যায়ের নেতাদের প্রলোভন দেয়া হচ্ছে বলে গুঞ্জন উঠেছে। তারেকের দুর্ব্যবহার: বিএনপির জন্য এখন সবচেয়ে বড় মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে তারেক জিয়া। তারেক জিয়া প্রতিদিনই দলের সিনিয়র নেতাদের সাথে দুর্ব্যবহার করেন। অকথ্য ভাষায় গালাগালি করেন এবং নূন্যতম সম্মান কাউকে করেন না বলে অভিযোগ রয়েছে। যা সাংসদ শামীম ওসমানের কথায় ফুটে উঠেছে। অপরদিকে ক্ষমতাসীন দলের পাচঁ সমস্য হলো, হাইব্রিড নেতারাই বিভিন্ন বিষয় নিয়ে টেলিভিশন টকশোতে এবং বিভিন্ন দূতাবাসে কথা বলে বেড়াচ্ছেন। এই সমস্ত হঠাৎ বনে যাওয়া নেতারা আওয়ামী লীগের জন্য একটা বড় আপদের বিষয় হয়ে দাঁড়িয়েছেন। তৃণমূলে আওয়ামী লীগের অনুপ্রবেশকারীদের দাপট এখন বেড়েছে। তৃণমূলের এই সমস্ত অনুপ্রবেশকারীরা নির্বাচনের আগে নানা রকম মতলবি কর্মকা-ে দলকে বিতর্কিত করছে। টেন্ডারবাজি, চাঁদাবাজিসহ বিভিন্ন অনিয়ম করে তারা এমন একটা পরিস্থিতি তৈরি করছে, যাতে সাধারণ মানুষের মধ্যে দল সম্পর্কে নেতিবাচক ধারণা তৈরি হচ্ছে। কিছু কিছু ব্যবসায়ী আওয়ামী লীগের নীতিনির্ধারক বনে গেছেন। দলে এবং সরকারে তাঁরা প্রভাব বিস্তার করছেন, দাপট দেখাচ্ছেন। আর এই দাপটের কারণে সাধারণ মানুষের মধ্যে নেতিবাচক ধারণা তৈরি হচ্ছে। এছাড়া প্রশাসনের কিছু অতি উৎসাহ ব্যক্তিদের কথন। সব কিছু মিলিয়ে রাজনৈতিক বোদ্ধমহলের মতে, বিএনপিতে আন্দোলন নিয়ে পাচঁ শঙ্কা এবং আওয়ামী লীগ দীর্ঘ দিন ক্ষমতা থেকেও তাদের দলে পাঁচ আপদ নিয়ে দলকে ভাবতে হচ্ছে।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা