আজ বৃহস্পতিবার | ১৪ আগস্ট ২০২৫ | ৩০ শ্রাবণ ১৪৩২ | ১৯ সফর ১৪৪৭ | সন্ধ্যা ৭:২৫

আ’লীগ প্রার্থী নিয়ে জল্পনা-কল্পনা

ডান্ডিবার্তা | ২৩ সেপ্টেম্বর, ২০২৩ | ১১:৩৩ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জের দুটি আসনে প্রার্থী বদল হতে পারে বলে সংবাদ প্রকাশ করেছে একটি পত্রিকা। গতকাল শুক্রবার ‘মন্ত্রীসহ ১২৮ এমপির কপাল পুড়তে পারে’ শিরোনামে প্রকাশিত এক সংবাদে এই তথ্য প্রকাশ করা হয়। এই রিপোর্টে বর্তমান সংসদের কয়েকজন মন্ত্রীসহ শতাধিক এমপির এবার কপাল পুড়তে পারে উল্লেখ করা হয়। যেখানে ঢাকা বিভাগের নারায়ণগঞ্জের দুটি আসনের প্রার্থী বদল হতে পারে উল্লেখ করা হয়। রিপোর্টে উল্লেখ করা হয়, ‘ঢাকা বিভাগের বেশ কয়েকটি আসনে শক্তিশালী তারকা এমপির পতনের শঙ্কা রয়েছে। ডাকসাইটে এই এমপিদের বিরুদ্ধে গৃহদাহ সৃষ্টির পাশাপাশি ক্ষমতা অপব্যবহারের অভিযোগ আছে। ঢাকা বিভাগের ১২ জেলার ৬২ আসনের মধ্যে অন্তত ২৫টি আসনে নতুন মুখ আসতে পারে। নারায়ণগঞ্জের দুটি আসনের প্রার্থী বদল হতে পারে।’ এদিকে এই সংবাদ প্রকাশের পর তোলপাড় শুরু হয়েছে নারায়ণগঞ্জের রাজনৈতিক অঙ্গনে। সবার প্রশ্ন আওয়ামী লীগের মনোনয়নবঞ্চিত হতে পারেন নারায়ণগঞ্জের কোন ২ এমপি। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জের ৫টি সংসদীয় আসন থেকে আওয়ামী লীগের মনোনয়নে ৩ জন সংসদ সদস্য নির্বাচিত হন, বাকি ২টি আসন ছেড়ে দেয়া হয় মহাজোটের জাতীয় পার্টিকে। আওয়ামী লীগের মনোনয়নে নির্বাচিত হন রুপগঞ্জ আসন থেকে গোলাম দস্তগীর গাজী, আড়াইহাজার থেকে নজরুল ইসলাম বাবু ও ফতুল্লা-সিদ্ধিরগঞ্জ থেকে একেএম শামীম ওসমান। এরমধ্যে গোলাম দস্তগীর গাজী সরকারের বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী। জাতীয় পার্টি থেকে সংসদ সদস্য হয়েছেন সোনারগাঁ থেকে লিয়াকত হোসেন খোকা, সদর-বন্দর আসন থেকে একেএম সেলিম ওসমান। মহাজোটের দুই এমপিকে বাদ দিলে নারায়ণগঞ্জে আওয়ামী লীগের এমপি ৩ জন। যারা সবাই আওয়ামী লীগের প্রভাবশালী এমপি হিসেবে পরিচিত। প্রকাশিত সংবাদ অনুযায়ী এই ৩ জনের মধ্যে ২ জন মনোনয়নবঞ্চিত হতে পারেন বলে উল্লেখ করা হয়েছে। এখন দেখার পালা কপাল পুড়ছে? আর এনিয়ে নারায়ণগঞ্জে ব্যাপক আলোচনা চলছে। আওয়ামীলীগ নেতারা মনে করছেন যেহেতু আওয়ামীলীগ শামীম ওসমান ও নজরুল ইসলাম বাবুর নাম তালিকায় রেখেছে তাই তারা বাদ পড়বে না। হয়তো শরীক দলকে নারায়ণগঞ্জ থেকে কোন আসন দেয়া হবে না। অন্য কোন জেলা আসন বিন্যাস করা হবে। এনিয়ে চলছে জল্পনা কল্পনা।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা