আজ বৃহস্পতিবার | ১৪ আগস্ট ২০২৫ | ৩০ শ্রাবণ ১৪৩২ | ১৯ সফর ১৪৪৭ | রাত ৮:০৫

সিদ্ধিরগঞ্জে জোরপূর্বক জমি দখল নিয়ে উত্তেজনা

ডান্ডিবার্তা | ২৪ সেপ্টেম্বর, ২০২৩ | ১০:৪৪ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট সিদ্ধিরগঞ্জে বসত বাড়ির জমিতে প্রতিপক্ষ জোরপূর্বক খুটি ও টিনের বেড়া দিয়ে দখলের চেষ্টা চালালে তাতে বাধা দিলে সেখানে ধস্তাধস্তি ও বাক বিতন্ডার সৃষ্টি হয়েছে। এতে শামীম কবির নামে একজন আহত হয়েছেন। এক পর্যায়ে সংঘর্ষের রূপ নিলে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের উপস্থিতিতে পরিস্থিতি স্বাভাবিক হয়। ঘটনাটি ঘটে নাসিক ১০নং ওয়ার্ডের ২০৩/৪ আরামবাগ গোদনাইল এলাকার মো. হুমায়ুন কবির (৬৫) এর বসত বাড়িতে। এ ঘটনায় মো. হুমায়ুন কবির বাদি হয়ে ৬ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ৮ থেকে ১০০ জনের বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করেন। অভিযুক্ত হলো- মো. মনির হোসেন (৫৮), মো. আলমগীর হোসেন (আলম) (৪০), মো. মোস্তফা হোসেন (৪৫), মো. আমির হোসেন (৫৫), মো. মফিজুল ইসলাম (মফিজ) (৪২), ও মো. শহিদ (৬২)। ভুক্তভোগী মো. হুমায়ুন কবির জানান, ওই জমি নিয়ে আদালতে তিনটি (ফৌজদারী ও দেওয়ানী) মামলা চলমান রয়েছে। অভিযুক্তরা ওই মামলা উপেক্ষা করে জোর পূর্বক আমাদের জমিতে থাকা বিভিন্ন ফলজ গাছ কর্তন করে খুটি ও টিনের বেড়া দিয়ে দখলের চেষ্টা চালালে আমরা বাধা দেই। এসময় অভিযুক্তদের হামলায় আমার ছেলে শামীম আহত হয়। তিনি আরও জানান, ২০২১ সালের ২ ডিসেম্বর এ জমির সীমানা নির্ধারণ করার সময় অভিযুক্ত প্রতিপক্ষরা সার্ভেয়ার ও আমার ছেলেকে মারধর করে রক্তাক্ত জখম করে। এ ঘটনায় আদালতে একটি পিটিশন মামলা দায়ের করা হয়। এরপর ২০২২ সালের ১৩ ফেব্রুয়ারী সীমানা নির্ধারণের জন্য একটি দেওয়ানী মামলা দায়ের করেন। এ মামলা দায়েরের পর প্রতিপক্ষও সীমানা নির্ধারণের জন্য আরেকটি দেওয়ানী মামলা দায়ের করেন। ওই তিনটি মামলা চলমান থাকার পরও দীর্ঘদিন ধরে অভিযুক্তরা আমার বসত বাড়িতে জোর পূর্বক খুটি ও টিনের বেড়া দিয়ে দখলের চেষ্টার প্রচেষ্টা করছে। এরই ধারাবাহিকতায় চলতি মাসের ৮ তারিখে একজন আইনজীবির একটি নোটিশ দেখিয়ে জমির সীমানা নির্ধারণ করার চেষ্টা চালায়। ওই নোটিশের বিষয়ে আমরা অবগত নই বলে জানিয়ে বাধা দিলে তারা চলে যায়। এরপর আবার ১১ তারিখে জমি মাপঝোক করে সীমানা নির্ধারণ করার জন্য আরেকটি নোটিশ পাঠালে আমরা এর প্রতিত্তরে জানাই যেহেতু এ বিষয়ে আদালতে মামলা চলমান এবং সার্ভে কমিশন হয়েছে। বর্তমানে সার্ভেয়ারদের স্বাক্ষী পর্যায়ে রয়েছে। তাই এ মুহুর্তে আদালতের বাহিরে আমরা কোনো সিদ্ধান্ত দিতে পারবোনা। এটি জানানোর পরও গতকাল শনিবার সকাল থেকে প্রতিপক্ষ আমাদের জমির সীমানায় এসে জোর পূর্বক খুটি ও টিনের বেড়া দিয়ে দখলের চেষ্টা চারায়। এ সময় তারা জমিতে থাকা বিভিন্ন ফলজ গাছ কর্তন করে। এতে বাধা দিলে আমার ছেলেকে ধাক্কা দেয় মাটিতে ফেলে চাপা মারধর করে আহত করে। এদিকে স্থানীয়রা জানান, ওই জমির সীমানা নিয়ে একটি পক্ষ কিছুদিন পরপর ঝগড়া বিবেদ ও হামলা চালিয়ে আসছে। এনিয়ে আমরা প্রায় সময়ই আতংকে দিনাতিপাত করছি। এবিষয়ে প্রশাসনের দ্রুত নজরধারী ও হস্তক্ষেপ কামনা করছি। এদিকে ঘটনাস্থলে যাওয়া সিদ্ধিরগঞ্জ থানায় এএসআই জহিরুল ইসলাম জানান, উভয়পক্ষ একটি জমির মালিকানা দাবি করে এ নিয়ে আদালতে মামলা চলমান রয়েছে। আমি ঘটনাস্থলে গিয়ে এলাকার গন্যমান্য ব্যক্তিদের উপস্থিতি পাই। পুলিশের সামনে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। উভয়পক্ষকে শান্তিশৃংখলা বজায় রাখার জন্য নির্দেশ দেয়া হয়েছে।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা