
ডান্ডিবার্তা রিপোর্ট সিদ্ধিরগঞ্জে বসত বাড়ির জমিতে প্রতিপক্ষ জোরপূর্বক খুটি ও টিনের বেড়া দিয়ে দখলের চেষ্টা চালালে তাতে বাধা দিলে সেখানে ধস্তাধস্তি ও বাক বিতন্ডার সৃষ্টি হয়েছে। এতে শামীম কবির নামে একজন আহত হয়েছেন। এক পর্যায়ে সংঘর্ষের রূপ নিলে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের উপস্থিতিতে পরিস্থিতি স্বাভাবিক হয়। ঘটনাটি ঘটে নাসিক ১০নং ওয়ার্ডের ২০৩/৪ আরামবাগ গোদনাইল এলাকার মো. হুমায়ুন কবির (৬৫) এর বসত বাড়িতে। এ ঘটনায় মো. হুমায়ুন কবির বাদি হয়ে ৬ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ৮ থেকে ১০০ জনের বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করেন। অভিযুক্ত হলো- মো. মনির হোসেন (৫৮), মো. আলমগীর হোসেন (আলম) (৪০), মো. মোস্তফা হোসেন (৪৫), মো. আমির হোসেন (৫৫), মো. মফিজুল ইসলাম (মফিজ) (৪২), ও মো. শহিদ (৬২)। ভুক্তভোগী মো. হুমায়ুন কবির জানান, ওই জমি নিয়ে আদালতে তিনটি (ফৌজদারী ও দেওয়ানী) মামলা চলমান রয়েছে। অভিযুক্তরা ওই মামলা উপেক্ষা করে জোর পূর্বক আমাদের জমিতে থাকা বিভিন্ন ফলজ গাছ কর্তন করে খুটি ও টিনের বেড়া দিয়ে দখলের চেষ্টা চালালে আমরা বাধা দেই। এসময় অভিযুক্তদের হামলায় আমার ছেলে শামীম আহত হয়। তিনি আরও জানান, ২০২১ সালের ২ ডিসেম্বর এ জমির সীমানা নির্ধারণ করার সময় অভিযুক্ত প্রতিপক্ষরা সার্ভেয়ার ও আমার ছেলেকে মারধর করে রক্তাক্ত জখম করে। এ ঘটনায় আদালতে একটি পিটিশন মামলা দায়ের করা হয়। এরপর ২০২২ সালের ১৩ ফেব্রুয়ারী সীমানা নির্ধারণের জন্য একটি দেওয়ানী মামলা দায়ের করেন। এ মামলা দায়েরের পর প্রতিপক্ষও সীমানা নির্ধারণের জন্য আরেকটি দেওয়ানী মামলা দায়ের করেন। ওই তিনটি মামলা চলমান থাকার পরও দীর্ঘদিন ধরে অভিযুক্তরা আমার বসত বাড়িতে জোর পূর্বক খুটি ও টিনের বেড়া দিয়ে দখলের চেষ্টার প্রচেষ্টা করছে। এরই ধারাবাহিকতায় চলতি মাসের ৮ তারিখে একজন আইনজীবির একটি নোটিশ দেখিয়ে জমির সীমানা নির্ধারণ করার চেষ্টা চালায়। ওই নোটিশের বিষয়ে আমরা অবগত নই বলে জানিয়ে বাধা দিলে তারা চলে যায়। এরপর আবার ১১ তারিখে জমি মাপঝোক করে সীমানা নির্ধারণ করার জন্য আরেকটি নোটিশ পাঠালে আমরা এর প্রতিত্তরে জানাই যেহেতু এ বিষয়ে আদালতে মামলা চলমান এবং সার্ভে কমিশন হয়েছে। বর্তমানে সার্ভেয়ারদের স্বাক্ষী পর্যায়ে রয়েছে। তাই এ মুহুর্তে আদালতের বাহিরে আমরা কোনো সিদ্ধান্ত দিতে পারবোনা। এটি জানানোর পরও গতকাল শনিবার সকাল থেকে প্রতিপক্ষ আমাদের জমির সীমানায় এসে জোর পূর্বক খুটি ও টিনের বেড়া দিয়ে দখলের চেষ্টা চারায়। এ সময় তারা জমিতে থাকা বিভিন্ন ফলজ গাছ কর্তন করে। এতে বাধা দিলে আমার ছেলেকে ধাক্কা দেয় মাটিতে ফেলে চাপা মারধর করে আহত করে। এদিকে স্থানীয়রা জানান, ওই জমির সীমানা নিয়ে একটি পক্ষ কিছুদিন পরপর ঝগড়া বিবেদ ও হামলা চালিয়ে আসছে। এনিয়ে আমরা প্রায় সময়ই আতংকে দিনাতিপাত করছি। এবিষয়ে প্রশাসনের দ্রুত নজরধারী ও হস্তক্ষেপ কামনা করছি। এদিকে ঘটনাস্থলে যাওয়া সিদ্ধিরগঞ্জ থানায় এএসআই জহিরুল ইসলাম জানান, উভয়পক্ষ একটি জমির মালিকানা দাবি করে এ নিয়ে আদালতে মামলা চলমান রয়েছে। আমি ঘটনাস্থলে গিয়ে এলাকার গন্যমান্য ব্যক্তিদের উপস্থিতি পাই। পুলিশের সামনে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। উভয়পক্ষকে শান্তিশৃংখলা বজায় রাখার জন্য নির্দেশ দেয়া হয়েছে।
হাবিবুর রহমান বাদল ষোল বছরের স্বৈরশাসনে দেশকে পঙ্গু করে শত দমন পীড়ন আর নির্বিচারে গুলি বর্ষন করে দেড় হাজারের বেশী ছাত্র-জনতাকে হত্যার পরও শেষ পর্যন্ত শেখ হাসিনা তার গতি রক্ষা করতে পারেনি। গত বছরের ৫ আগষ্ট ছাত্র-জনতার রোষানল থেকে বাঁচার জন্য ছোট বোন রেহানাসহ স্বৈরাচার শেখ হাসিনা ভারতে পালিয়ে যান। শেখ হাসিনার রাজনৈতিক আত্মসমর্পণ এতটাই […]
হাবিবুর রহমান বাদল নারায়ণগঞ্জসহ সারা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটায় বিভিন্ন সামাজিক মাধ্যমে নগরবাসীর আতঙ্কিত হওয়ার ঘটনা প্রতিদিন প্রকাশ পাচ্ছে। এনিয়ে সাধারণ নাগরিকরা সরব হয়ে উঠেছেন। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে স্বরাষ্ট্র উপদেষ্টার বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগ এনে বিভিন্ন মহল থেকে তার পদত্যাগ দাবি করা হচ্ছে। এর পরিপ্রেক্ষিতে গতকাল সোমবার বিকালে এক সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্র উপদেষ্টা […]
ডান্ডিবার্তা রিপোর্ট: আড়াইহাজার থানায় দায়ের করা উপজেলার দুপ্তারা ইউনিয়ন বিএনপির সহসভাপতি বাবুল মিয়া হত্যা মামলা নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত ৩ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে বাবুল মিয়ার মৃত্যু হলেও দুই মাস পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি নিহত হয়েছেন উল্লেখ করে ২২ আগস্ট হত্যা মামলা করেছেন দুপ্তারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন। এই […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯