
ডান্ডিবার্তা রিপোর্ট বন্দরের হিজড়া সাগর ওরফে সুনম কাপুর (৩২) কে ২ লাখ টাকা মুক্তিপনের জন্য অমানবিক নির্যাতনের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভারতের নয়া দিল্লিতে তাকে আটক রেখে মুক্তিপনের টাকার জন্য অন্যান্য হিজড়ারা সিকল দিয়ে বেধে পিটাচ্ছে। হিজড়া সাগরের বাড়ি বন্দরের নাসিক ২৬নং ওয়ার্ড রামনগর এলাকায়। তার পিতার নাম রুহুল আমিন। তিনি বহু বছর ধরে নিখোঁজ। তার মা রিনা বেগম প্যারালাইসিস হয়ে বাড়িতে পঙ্গু। বাড়ির অবস্থা একেবারেই নাজুক। ঘর ভাঙ্গা। গতকাল শনিবার বিকালে হিজড়া সাগেরের বাড়িতে গিয়ে এমন চিত্র দেখা যায়। হিজড়া সাগরের মামা আব্দুর রহিম ভেন্ডার জানান, তার ভাগিনা সাগর গত ৭দিন পূর্বে বাড়ি থেকে বের হয়ে গেছে। প্রায় সময় সে ১০/১২ দিন বাড়ির বাইরে থাকে। কিন্তু গত বুধবার হঠাৎ তার মোবাইলে +৯১৮৮২৬৩৭৩১৩৪ নাম্বার থেকে একটি ফোন আসে। ফোনে তার ভাগিনাকে বাঁচাতে ২ লাখ টাকা মুক্তিপন দাবি করা হয় এবং সাগরকে মারধরের ভিডিও পাঠায়। তাদের ঠিকানা দেয়া হয় ভারতের নয়া দিল্লি সারে কাল্লেখ্যা, মেট্রো-৩, থানা-নিজামউদ্দিন। মুসকানের বাড়ি। এ সংবাদ পেয়ে মামা আব্দুর রহিম দিশেহারা হয়ে দেশের বিভিন্ন হিজড়াদের সাথে যোগাযোগ শুরু করে। যেহেতু বিষয়টি দেশের বাইরে তাই তারা কোন সহায়তা করতে পারবে না বলে জানান দেশে থাকা হিজড়ারা। এদিকে হিজড়া সাগর কিভাবে ভারতে গেছে এ খবর পরিবারের কেহ বলতে পারছে না। তাদের ধারনা কোন দালাল হিজড়ার মাধ্যমে সে বেশী টাকা কামানোর লোভে ভারতে অবৈধ ভাবে চলে গেছেন। অবশেষে সাগরের মামা নিরুপায় হয়ে গতকাল শনিবার সাগরকে মারধরের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে আপলোড করে দেয়। এ বিষয়টি বন্দর থানা পুলিশকে জানালে বন্দর থানার দারোগা আহাদ সাগরের বাড়িতে এসে বিস্তারিত জেনে যান। এ বিষয় নিয়ে হিজড়া সাগরের পরিবার থেকে জানানো হয়। ভারত থেকে হিজড়া সাগর ওরফে সুনম কাপুরকে আটককারী হিজড়া শিল্পা, দিপিকা, সূতি,কমলা, সাম্মী বলে তাদের কাছে পরিচয় দেয়। দ্রুত ২ লাখ টাকা না পাঠালে তাকে হত্যা করা হবে বলে হুমকি দেয়। হিজড়া সাগরের পরিবারের অনুরোধ সরকারের কাছে যাতে তাকে উদ্ধার করে দেশে পাঠানোর ব্যবস্থা করেন।
হাবিবুর রহমান বাদল ষোল বছরের স্বৈরশাসনে দেশকে পঙ্গু করে শত দমন পীড়ন আর নির্বিচারে গুলি বর্ষন করে দেড় হাজারের বেশী ছাত্র-জনতাকে হত্যার পরও শেষ পর্যন্ত শেখ হাসিনা তার গতি রক্ষা করতে পারেনি। গত বছরের ৫ আগষ্ট ছাত্র-জনতার রোষানল থেকে বাঁচার জন্য ছোট বোন রেহানাসহ স্বৈরাচার শেখ হাসিনা ভারতে পালিয়ে যান। শেখ হাসিনার রাজনৈতিক আত্মসমর্পণ এতটাই […]
হাবিবুর রহমান বাদল নারায়ণগঞ্জসহ সারা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটায় বিভিন্ন সামাজিক মাধ্যমে নগরবাসীর আতঙ্কিত হওয়ার ঘটনা প্রতিদিন প্রকাশ পাচ্ছে। এনিয়ে সাধারণ নাগরিকরা সরব হয়ে উঠেছেন। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে স্বরাষ্ট্র উপদেষ্টার বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগ এনে বিভিন্ন মহল থেকে তার পদত্যাগ দাবি করা হচ্ছে। এর পরিপ্রেক্ষিতে গতকাল সোমবার বিকালে এক সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্র উপদেষ্টা […]
ডান্ডিবার্তা রিপোর্ট: আড়াইহাজার থানায় দায়ের করা উপজেলার দুপ্তারা ইউনিয়ন বিএনপির সহসভাপতি বাবুল মিয়া হত্যা মামলা নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত ৩ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে বাবুল মিয়ার মৃত্যু হলেও দুই মাস পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি নিহত হয়েছেন উল্লেখ করে ২২ আগস্ট হত্যা মামলা করেছেন দুপ্তারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন। এই […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯