আজ বৃহস্পতিবার | ১৪ আগস্ট ২০২৫ | ৩০ শ্রাবণ ১৪৩২ | ১৯ সফর ১৪৪৭ | বিকাল ৫:৪৫

চেয়ারম্যান স্বপন না ফেরার দেশে

ডান্ডিবার্তা | ২৪ সেপ্টেম্বর, ২০২৩ | ১০:৫৫ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট ফতুল্লা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ফতুল্লা থানা আওয়ামী লীগের সহ সভাপতি খন্দকার লুৎফর রহমান স্বপন আর নেই। গতকাল শনিবার বিকেল পৌনে ৩টার দিকে নিজ বাড়িতে অসুস্থ হয়ে পড়লে তাকে প্রথমে শহরের চাষাঢ়া বালুরমাঠস্থ ইসলাম হার্ট সেন্টার ও পরবর্তীতে শহরের খানপুরস্থ ৩০০ শয্যাবিশিষ্ট হাসপাতালের জরুরী বিভাগে নেয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। ইন্নালিল্লাহে ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৬ বছর। তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। প্রয়াত স্বপন চেয়ারম্যানের শ্যালক মিঠু জানান, রাত ১০টায় ফতুল্লা বাজার জামে মসজিদে মরহুমের জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। এরপর ফতুল্লাস্থ চৌধুরীবাড়ি পারিবারিক কবরস্থানে মরহুমের মরদেহ দাফন করা হবে। প্রসঙ্গত: ২০১১ সালের ১৬মে ফতুল্লা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নির্বাচিত হন খন্দকার লুৎফর রহমান স্বপন। দীর্ঘ ৩০ বছর পর ২০২১ সালের ২৬ ডিসেম্বর অনুষ্ঠিত ফতুল্লা ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী খন্দকার লুৎফর রহমান স্বপন চেয়ারম্যান পদে বিজয়ী হন।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা