আজ বৃহস্পতিবার | ১৪ আগস্ট ২০২৫ | ৩০ শ্রাবণ ১৪৩২ | ১৯ সফর ১৪৪৭ | বিকাল ৫:৪৩

ডেঙ্গু আতঙ্কে হিরাঝিল এলাকাবাসী

ডান্ডিবার্তা | ২৫ সেপ্টেম্বর, ২০২৩ | ১১:৩৮ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ১নং ওয়ার্ড হিরাঝিল আবাসিক এলাকার যত্রতত্র ময়লা আবর্জনা ছড়িয়ে পড়েছে। হিরাঝিল সমাজ কল্যাণ সমিতির নিয়োজিত পরিচ্ছন্ন কর্মীদের অবহেলার কারণে প্রধান সড়কসহ বাড়ির পাশে পরিত্যক্ত জায়গায়, বারান্দায়, রাস্তার অলিগলিতে, ফুটপাতে সর্বত্র ময়লা আবর্জনা ফেলা হচ্ছে। ময়লার দুর্গন্ধে চরম ভোগান্তিতে রয়েছে হিরাঝিলবাসী। এলাকার বাড়িওয়ালারা জানান তারা প্রতিমাসে ১২০ টাকা করে ময়লার জন্য চাঁদা দিচ্ছে। কিন্তু হিরাঝিল সমাজকল্যাণ সমিতির নিয়োজিত পরিচ্ছন্ন কর্মীরা সময়মতো ময়লা আবর্জনা সরিয়ে নিয়ে যাচ্ছে না। ফলে বাড়িতে বাড়িতে ময়লার স্তুপ জমা হয়েছে। অনেকে ১০তলা ভবনের ছাদ থেকে রাস্তায় ময়লা ফেলছে, অনেকে বেলকনি দিয়ে ময়লা আবর্জনা ফেলছে। কেউ কেউ কিচেন রুমে বসেই রান্নার উচ্ছিটাংশ নিচে ফেলছে। ফলে হিরাঝিল আবাসিক এলাকার পরিবেশ দূষিত হচ্ছে। এলাকায় মশা, মাছি উপদ্রব বেড়ে গেছে। ডেঙ্গু রোগীদের সংখ্যা দিন দিন বেড়ে যাচ্ছে। পরিচ্ছন্নকর্মীদের সরদার হাসান এর নিকট এ বিষয়ে জানতে চাইলে তার মোবাইল বন্ধ পাওয়া যায়। সিদ্ধিরগঞ্জের সবচেয়ে ঘনবসতিপূর্ণ আধুনিক সুযোগ-সুবিধা সম্বলিত হিরাঝিল আবাসিক এলাকায় ২০ থেকে ৩০ হাজার লোক বসবাস করছে। এখানে বেশিরভাগ লোক ভাড়াটিয়া বাসায় বসবাস করেন। তারা ময়লা আবর্জনার কারণে অস্বাস্থ্যকর জীবন যাপন করছেন। হিরাঝিল সমাজকল্যাণ সমিতির গাফিলতি ও দায়িত্ব অবলার কারণে স্বাস্থ্য ঝুঁকিতে রয়েছে হিরাঝিল এলাকাবাসী। নিয়মিত ময়লা আবর্জনা সরানোর জন্য সিটি কর্পোরেশনের মেয়র ও ১নং ওয়ার্ড কাউন্সিলর আলহাজ্ব মোঃ আনোয়ার ইসলামের হস্তক্ষেপ কামনা করেন এলাকাবাসী।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা