
ডান্ডিবার্তা রিপোর্ট নারায়ণগঞ্জে বৃষ্টি উপেক্ষা করেই মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে অংশগ্রহণ করেছে হাজারো নেতাকর্মী। একদফা দাবি বাস্তবায়ন, বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সু-চিকিৎসা ও মুক্তির দাবিতে ওই সমাবেশের আয়োজন করা হয়। শহরের মিশনপাড়া হোসিয়ারি সমিতির সামনে গতকাল রোববার বিকেল ৪টায় আয়োজিত এই সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপির ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ। এর আগে, দুপুর ৩টা থেকেই নারায়ণগঞ্জ মহানগরের বিভিন্ন ওয়ার্ড ইউনিয়ন থেকে বিএনপি ও অঙ্গ-সংগঠনের নেতৃবৃন্দরা বৃষ্টি উপেক্ষা করে মিছিল নিয়ে সমাবেশ স্থলে আশা শুরু করে। এক পর্যায়ে স্থানটিতে জড়ো হয় হাজারো নেতাকর্মী। মহানগর বিএনপির আহ্বায়ক এড. সাখাওয়াত হোসেন খানের সভাপতিত্বে ও সদস্য সচিব এড. আবু আল ইউসুফ খান টিপুর সঞ্চালনায় সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বিএনপির ঢাকা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক বেনজির আহমেদ টিটু। প্রধান অথির বক্তব্যে আব্দুস সালাম আজাদ বলেন, বেগম খালেদা জিয়াকে মিথ্যা মামলা দিয়ে কারাগারে রাখা হয়েছে গণতন্ত্রকে ধ্বংস করার জন্য। আজ বেগম খালেদা জিয়া মৃত্যুর মুখে। এরপরেও তার মুক্তির জন্য আমাদের কথা বলতে হয়। আমাদের ঐক্যবদ্ধ হওয়ার সময় এসেছে। আজ বিএনপি নেতাকর্মীরা ঐক্যবদ্ধ। তিনি বলেন, আজ যদি জিয়াউর রহমানের শাসন বেগম খালেদা জিয়ার শাসন থাকত তাহলে এভাবে মায়ের বুক খালি হত না। আমাদের অনেক নেতাকর্মীকে তো খুঁজেও পাওয়া যায়নি। আজ তারেক রহমান দেশের বাইরে থেকে আমাদের নেতৃত্ব দিচ্ছেন। তার বিরুদ্ধেও মিথ্যা মামলা দেয়া হয়েছে। তিনি খালাস পেয়েছিলেন তাই সেই বিচারককে দেশ থেকে বিতাড়িত করা হয়েছিল। তিনি আরও বলেন, আজ দেশ অরাজকতার মুখোমুখি। আমাদের চেয়ারপারসন শপথ নিয়েছিলেন এরশাদের পতন ঘটিয়ে গণতন্ত্র কায়েম করবো কোন আপোষ করবো না। ১৯৯১ সালে এরশাদের পতন ঘটিয়ে বিএনপি সরকার গঠন করেছিল। তত্বাবধায়ক সরকারের অধীনে আমরা চারটি নির্বাচন করেছি। সেই নির্বাচনগুলো গ্রহনযোগ্য ছিল। সভাপতির বক্তব্যে এড. সাখাওয়াত হোসেন খান বলেন, সরকার জোড় করে আজ ক্ষমতায় বসে আছে। ওই আদালতের ঘারে বন্দুক রেখে বেগম খালেদা জিয়াকে সাজা দেয়া হয়েছে। আজ বেগম জিয়া যে অসুস্থ হয়েছে, এর কারণ হলো এই সরকার। তাদের এই অপকর্মের বিচার এই বাংলাদেশেই হবে। আজ দেশের ১৮ কোটি মানুষ চায়, বেগম খালেদা জিয়ার মুক্তি ও উন্নত চিকিৎসার জন্য তাকে বিদেশে প্রেরণ করা হোক। অবিলম্বে বেগম খালেদা জিয়াকে মুক্ত দেন, নয়তো নারায়ণগঞ্জের সকল নেতাকর্মীদের নিয়ে এই সরকারকে উৎখাত করবো। মহানগর বিএনপির সদস্য সচিব এড. আবু আল ইউসুফ খান টিপু বলেন, আপনারা যদি চান যে তারেক রহমান বীরের বেশে আবারো বাংলাদেশে ফিরে আসুক, তাহলে আপনারা প্রস্তুত থাকুন। যতদিন আমাদের একদফা দাবী আদায় না হবে এবং বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়াকে মুক্ত করে উন্নত চিকিৎসার জন্য বিদেশ প্রেরণ করা না হবে, ততদিন আমরা রাজপথ ছেড়ে যাবো না। এসময় আরও উপস্থিত ছিলেন- নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক এড. জাকির হোসেন, যুগ্ম আহ্বায়ক এড. সরকার হুমায়ূন কবির, সদর থানা বিএনপির সভাপতি মাসুদ রানা, সাধারণ সম্পাদক এড. এইচএম আনোয়ার প্রধান, মাকিদ মোস্তাকিম শিপলু, বন্দর থানা বিএনপি’র সভাপতি শাহেন শাহ্ আহমেদ, সাধারণ সম্পাদক নাজমুল হক রানা, মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মমিনুর রহমান বাবু, মহানগর শ্রমিকদলের আহ্বায়ক এস এম আসলাম, সদস্য সচিব ফারুক হোসেন, মহানগর ছাত্রদলের সভাপতি রাকিবুর রহমান সাগর, সাধারণ সম্পাদক রাহিদ ইসতিয়াক শিকদারসহ বিভিন্ন ওয়ার্ড ও ইউনিয়ন বিএনপির এবং অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
হাবিবুর রহমান বাদল ষোল বছরের স্বৈরশাসনে দেশকে পঙ্গু করে শত দমন পীড়ন আর নির্বিচারে গুলি বর্ষন করে দেড় হাজারের বেশী ছাত্র-জনতাকে হত্যার পরও শেষ পর্যন্ত শেখ হাসিনা তার গতি রক্ষা করতে পারেনি। গত বছরের ৫ আগষ্ট ছাত্র-জনতার রোষানল থেকে বাঁচার জন্য ছোট বোন রেহানাসহ স্বৈরাচার শেখ হাসিনা ভারতে পালিয়ে যান। শেখ হাসিনার রাজনৈতিক আত্মসমর্পণ এতটাই […]
হাবিবুর রহমান বাদল নারায়ণগঞ্জসহ সারা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটায় বিভিন্ন সামাজিক মাধ্যমে নগরবাসীর আতঙ্কিত হওয়ার ঘটনা প্রতিদিন প্রকাশ পাচ্ছে। এনিয়ে সাধারণ নাগরিকরা সরব হয়ে উঠেছেন। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে স্বরাষ্ট্র উপদেষ্টার বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগ এনে বিভিন্ন মহল থেকে তার পদত্যাগ দাবি করা হচ্ছে। এর পরিপ্রেক্ষিতে গতকাল সোমবার বিকালে এক সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্র উপদেষ্টা […]
ডান্ডিবার্তা রিপোর্ট: আড়াইহাজার থানায় দায়ের করা উপজেলার দুপ্তারা ইউনিয়ন বিএনপির সহসভাপতি বাবুল মিয়া হত্যা মামলা নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত ৩ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে বাবুল মিয়ার মৃত্যু হলেও দুই মাস পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি নিহত হয়েছেন উল্লেখ করে ২২ আগস্ট হত্যা মামলা করেছেন দুপ্তারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন। এই […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯