আজ বৃহস্পতিবার | ১৪ আগস্ট ২০২৫ | ৩০ শ্রাবণ ১৪৩২ | ১৯ সফর ১৪৪৭ | বিকাল ৫:৫০

কদম রসূল দরগাহে সেলিম ওসমানের গরু-নগদ অর্থ প্রদান

ডান্ডিবার্তা | ২৬ সেপ্টেম্বর, ২০২৩ | ১২:৪২ অপরাহ্ণ

্রেডান্ডিবার্তা রিপোর্ট নারায়ণগঞ্জের ঐতিহ্যবাহী ওসমান পরিবারের সদস্য ও ব্যবসায়ী নেতা সেলিম ওসমান সদর-বন্দর আসনের সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর থেকেই ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের জন্য কাজ করে যাচ্ছেন। ধর্মীয় সকল অনুষ্ঠানেই তিনি তার ব্যক্তিগত তহবিল থেকে সহযোগিতা করে থাকেন। আর তার এই সহযোগিতা পেয়ে ধর্মীয় অনুষ্ঠানগুলো পূর্ণতা পেয়ে থাকে। তারই অংশ হিসেবে প্রতিবছরই ঈদে মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষে বন্দরের ঐতিহাসিক কদম রসূল দরগাহে অনুদান হিসেবে গরু, মহিষ ও নগদ অর্থ প্রদান করে থাকেন। কিন্তু এবার ঈদে মিলাদুন্নবী (সাঃ) সময়ে সেলিম ওসমান তার শারীরিক অবস্থার চেকআপের জন্য দেশের বাইরে তথা থাইল্যান্ডের হাসপাতালে রয়েছেন। আর এমতাবস্থায় থেকেও তিনি তার প্রতি বছরের ধারাবাহিকতার কথা ভুলে যাননি। বিদেশের মাটিতে হাসপাতালের বেডে শুয়ে থেকেই প্রতি বছরের ধারাবাহিকতায় এবারও পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষে বন্দরের ঐতিহাসিক কদম রসূল দরগাহে অনুদান হিসেবে গরু ও নগদ টাকা প্রদান করেছেন সদর-বন্দর আসনের সংসদ সদস্য সেলিম ওসমান। গতকাল সোমবার দুপুরে সেলিম ওসমানের পক্ষ থেকে এই অনুদান পৌঁছে দেয়া হয়। এসময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর জাতীয় পার্টির সাধারণ সম্পাদক ও ২৪নং ওয়ার্ড কাউন্সিলর আফজাল হোসেন, জেলা জাতীয় পার্টির সহ সভাপতি ও বন্দর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এহসান উদ্দিন আহমেদ, ১৮নং ওয়ার্ড কাউন্সিলর কামরুল হাসান মুন্না, ২৩নং ওয়ার্ড কাউন্সিলর আবুল কাউসার আশা, বন্দর প্রেসক্লাবের সভাপতি কমল খান ও দরগাহের খাদেম নজরুল ইসলামসহ বিভিন্ন পর্যায়ের ব্যক্তিরা। এ বিষয়ে এহসান উদ্দিন আহমেদ বলেন, প্রতি বছরের ধারাবাহিকতায় এবারও সদর-বন্দর আসনের সংসদ সদস্য সেলিম ওসমান প্রায় তিন লাখ টাকা মূল্যের দুইটি গরু ও নগদ দুই লাখ টাকা প্রদান করেছেন। বর্তমানে তিনি দেশের বাইরে চিকিৎসাধীন আছেন। এই চিকিৎসাধীন অবস্থায় থেকেও এই বিষয়টির প্রতি খেয়াল রেখেছেন তিনি। সেই সাথে বিদেশে থেকেই অনুদান হিসেবে গরু ও নগদ অর্থ প্রদানের ব্যবস্থা করেছেন। প্রসঙ্গত, সাম্প্রতিক সময়ে সদর-বন্দর আসনের সংসদ সদস্য সেলিম ওসমানকে থাইল্যান্ডের একটি হাসপাতালে গুরুত্বপূর্ণ তিনটি অস্ত্রোপচার করতে হয়েছে।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা