আজ বৃহস্পতিবার | ১৪ আগস্ট ২০২৫ | ৩০ শ্রাবণ ১৪৩২ | ১৯ সফর ১৪৪৭ | বিকাল ৫:৪৬

জেলার শ্রেষ্ঠ উপজেলা প্রকৌশলীর পুরস্কার পেলেন আরিফুর রহমান

ডান্ডিবার্তা | ২৬ সেপ্টেম্বর, ২০২৩ | ১২:৪৪ অপরাহ্ণ

আড়াইহাজার প্রতিনিধি আডাইহাজার উপজেলাকে স্মার্ট এবং জনবান্ধব উপযোগী উপজেলায় পরিণত করায় জনগুরুত্বপূর্ণ উন্নয়নমূলক প্রকল্প গ্রহণ, মাঠ পর্যায়ে সফলভাবে বাস্তবায়ন ও জিওবি মেনটেনেন্সে প্রথম স্থান অধিকার করায় কর্মদক্ষতার স্বীকৃতি স্বরূপ নারায়ণগঞ্জ জেলার শ্রেষ্ঠ উপজেলা প্রকৌশলী হিসেবে পুরুষ্কৃত হয়েছেন মোহাম্মদ আরিফুর রহমান। এই উপলক্ষে আয়োজিত গতকাল সোমবার এক সংবর্ধনা সভায় প্রকৌশলী আরিফুর রহমান হাতে ক্রেষ্ট তুলে দেন নারায়ণগঞ্জ অঞ্চলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. আব্দুল বাছেদ, নারায়ণগঞ্জ জেলার নির্বাহী প্রকৌশলী মো. শেখ তাজুল ইসলাম তুহিন, নির্বাহী প্রকৌশলী কার্যালয়ে অন্যান্য কর্মকর্তা ও নারায়ণগঞ্জ জেলার বিভিন্ন উপজেলার প্রকৌশলী কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। পুরুষ্কার প্রদানের বিষয়ে আডাইহাজার উপজেলা প্রকৌশলী মোহাম্মদ আরিফুর রহমান বলেন, বিগত অর্থ বছরে আডাইহাজার উপজেলার জনবান্ধবমুখী নতুন নতুন গুরুত্বপূর্ণ সডক এবং ভারী যানবাহন চলাচলের উপযোগী করে প্রশস্তকরণ, মেরামত, গুরুত্বপূর্ণ সড়কে ব্রিজ/কালভার্ট নির্মাণ,বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয় নির্মাণ/পূর্ননির্মাণ ও মেরামত, উপজেলা কমপেক্সভবন নির্মাণ ও সম্প্রসারণ, ইউনিয়ন ভূমি অফিস, মুক্তিযোদ্ধা কমপেক্সভবন, অস্বচ্ছল মুক্তিযোদ্ধাদের জন্য বীর নিবাসসহ বিভিন্ন ধরনের অবকাঠামো নির্মাণ, মালামাল ও পণ্য ক্রয় বিক্রয়ের সুবিধার জন্য বিভিন্ন হাট বাজার/ঘাটলা নির্মাণ ও মসজিদ/মন্দিরসহ বিভিন্ন উপাসনালয় নির্মাণের মাধ্যমে একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবেলায় টেকসই যোগাযোগ, নেটওয়ার্ক এবং সমৃদ্ধশালী অবকাঠামো গড়ে তোলার চেষ্টা করে যাচ্ছি। তিনি আরও বলেন, উন্নয়নের রূপকার, বিচক্ষণ ও দূরদর্শী মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব নজরুল ইসলাম বাবু সার্বক্ষণিক দিক নির্দেশনা ও সহযোগীতা করে যাচ্ছেন। সার্বক্ষণিক ভূমিকা রাখায় আড়াইহাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা ইশতিয়াক আহমেদের কাছে আমি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা