আজ মঙ্গলবার | ৬ মে ২০২৫ | ২৩ বৈশাখ ১৪৩২ | ৭ জিলকদ ১৪৪৬ | সকাল ৮:১৭

শেয়ার বাজারে লেনদেন কমে ৫০০ কোটি টাকার নিচে নেমে এসেছে

ডান্ডিবার্তা | ২৭ সেপ্টেম্বর, ২০২৩ | ১২:১৫ অপরাহ্ণ

দেশের শেয়ার বাজারে লেনদেন কমে ৫০০ কোটি টাকার নিচে নেমে এসেছে। সপ্তাহের প্রথম কার্যদিবসে বড় পতনের পর গতকাল সোমবার দেশের প্রধান শেয়ার বাজর ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্যসূচক সামান্য বেড়েছে। তবে অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক কমেছে।

ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের ভিসা-নীতি প্রয়োগ নিয়ে নানা গুজব ও অপপ্রচারের কারণে গত রবিবার দেশের শেয়ার বাজারে বড় দরপতন হয়েছে। তবে গতকাল বিমা খাতের অধিকাংশ কোম্পনির শেয়ারদর বাড়ায় সূচক বেড়েছে ডিএসইতে।

বাজার বিশ্লেষণে দেখা যায়, ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স ১.৮৪ পয়েন্ট বেড়ে ৬২৮২.৭৭ পয়েন্টে অবস্থান করছে। এছাড়া ডিএসই শরিয়াহ্ সূচক ডিএসইএস আগের দিনের তুলনায় দশমিক ৬৪ পয়েন্ট বেড়ে ১৩৫৯ পয়েন্টে, ডিএসই-৩০ সূচক ১.৫৪ পয়েন্ট কমে ২১৩৫ পয়েন্টে অবস্থান করছে। এদিন এই বাজারে ৪৪১ কোটি ২৭ লাখ টাকা লেনদেন হয়েছে। আগের দিন লেনদেন হয়েছিল ৫০০ কোটি ৭৪ লাখ টাকা। সে হিসাবে লেনদেন কমেছে ৫৯ কোটি ৪৭ লাখ টাকা। গতকাল ডিএসইতে লেনদেনকৃত মোট ৩০০ কোম্পানির শেয়ার ও ইউনিটের মধ্যে দর বেড়েছে ৮২টির, কমেছে ৬২টির এবং অপরিবর্তিত রয়েছে ১৫৬টির দর। দর বাড়া কোম্পানির মধ্যে ৩০টি বিমা খাতের কোম্পানি।

দেশের প্রধান এই শেয়ার বাজারে গতকাল টাকার অঙ্কে লেনদেনের ভিত্তিতে শীর্ষে রয়েছে ইউনিয়ন ইন্স্যুরেন্স। কোম্পানিটির ২৮ কোটি ৬৬ টাকার শেয়ার লেনদেন হয়েছে। দ্বিতীয় স্থানে থাকা বিডিকম অনলাইনের ২০ কোটি ৪১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। ১৮ কোটি ১৪ লাখ টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে রয়েছে ফু- ওয়াং ফুড। ডিএসইতে লেনদেনের দিক থেকে শীর্ষ দশ কোম্পানির তালিকায় আরও রয়েছে খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজ, জেমিনি সি ফুড, ক্রিস্টাল ইন্স্যুরেন্স, কর্ণফুলী ইন্স্যুরেন্স, প্রভাতী ইন্স্যুরেন্স, সোনালী পেপার ও ইস্টার্ণ হাউজিং ।

অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্যসূচক সিএএসপিআই ১৫ পয়েন্ট কমে ১৮৫৮০ পয়েন্টে অবস্থান করছে। এছাড়া সিএসসিএক্স ৮ পয়েন্ট কমে ১১১০৮ পয়েন্টে এবং সিএসই৩০ সূচক ১৫ পয়েন্ট কমে ১৩৩৪৪ পয়েন্টে দাঁড়িয়েছে। এদিন সিএসইতে ১১ কোটি ৪৭ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। লেনদেনকৃত মোট ১৬৭টি কোম্পানির শেয়ার ও ইউনিটের মধ্যে দর বেড়েছে ৩৭টির, কমেছে ৬৭টির এবং অপরিবর্তিত রয়েছে ৬৩টির দর।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা