আজ বৃহস্পতিবার | ১৪ আগস্ট ২০২৫ | ৩০ শ্রাবণ ১৪৩২ | ১৯ সফর ১৪৪৭ | সন্ধ্যা ৭:২০

রাজনীতির মাঠে অলস বিদ্রোহীরা!

ডান্ডিবার্তা | ২৭ সেপ্টেম্বর, ২০২৩ | ১২:৩০ অপরাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট নারায়ণগঞ্জ মহানগর বিএনপির বিদ্রোহীরা রাজপথের আন্দোলন থেকে দিন দিন পিছিয়ে যাচ্ছে। শুরুতে তারা সেভাবে সামনে এসেছিল এখন আর তাদের সেই জৌলুস নেই। তারা এখন অনেকাংশেই নিষ্ক্রিয়। কারণ কেন্দ্রীয় কর্মসূচিসহ দলের অধিকাংশ অনুষ্ঠানেই তাদের উপস্থিতি ধীরে ধীরে তলানিতে গিয়ে ঠেকছে। সর্বশেষ বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান ছাড়া এখন পর্যন্ত তাদের কোনো কর্মসূচিতে অংশগ্রহণ করতে দেখা যায়নি। এদিকে টিপু-সাখাওয়াতের নেতৃত্বাধীন মহানগর বিএনপি একের পর এক কর্মসূচি করেই যাচ্ছে। গত রবিবার বিকেলে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সু-চিকিৎসার দাবিতে জেলা ও মহানগর বিএনপির নেতাকর্মীরা সমাবেশ করেছে। কিন্তু বিদ্রোহীদের এই কর্মসূচিও পালন করতে দেখা যায়নি। এর আগে, আরও অন্তত ৪ থেকে ৫টি কেন্দ্রীয় কর্মসূচিতে দেখা যায়নি বিদ্রোহীদের। জানা গেছে, নেতৃত্ব আর্থিক সংকট, সমন্বয়হীনতাসহ নানা কারণে নিয়মিত দলীয় কর্মসূচিতে অংশগ্রহণ করতে পারছে না বিদ্রোহীরা। এরমধ্যে সম্প্রতি তৈমূর আলম খন্দকারের তৃণমূল বিএনপিতে যোগদানের বিষয়টিও তাদের অনেকটা দুর্বল করে দিয়েছে বলে জানা গেছে। গত বছর মহানগর বিএনপির আহবায়ক কমিটিতে অনিয়মের অভিযোগ এনে প্রথমে তৈমূর আলম খন্দকারের বাড়িতে গিয়ে তার কাছেই পদত্যাগপত্র জমা দেন সকলে। বিদ্রোহীদের ধারণা এটি নিয়ে কেন্দ্রীয় নেতাদের কাছে প্রতিপক্ষের লোকজন জলঘোলা করতে পারে, তাই তাদের মাঝে এনিয়ে ব্যাপক ভীতির সঞ্চার হয়েছে বলে জানা গেছে। তবে বিদ্রোহীদের সাথে থাকা তৃণমূলের নেতাকর্মীরা মনে করছেন, এখন বেশি বেশি রাজপথের আন্দোলনে সক্রিয় হয়ে সকলের নজরে আসাটা জরুরী। কিন্তু শীর্ষ নেতারা সক্রিয় না হাওয়ায় তারাও হতাশ। মনির হোসেন নামে ১৬নং ওয়ার্ড বিএনপির এক নেতা বলেন, ‘আমরা তো প্রথমে যেভাবে শুরু করছিলাম, এখন সেই অবস্থা নাই আমাদের। মিছিল মিটিং সমাবেশ সবকিছুতেই আমরা টিপু সাখাওয়াতদের থেকে এগিয়ে ছিলাম। আমাদের লোকবলও বেশি ছিল। এখনো বেশি কিন্তু নেতারা লড়েচড়ে না। তাই আমরাও কিছু করতে পারতাছি না। দেখি সামনে কি হয়। যদি এমনই হয় তাহলে তো বিকল্প কিছু ভাবতে হবে আমাদের।’ নাম প্রকাশে অনিচ্ছুক ১৪নং ওয়ার্ড বিএনপির এক নেতা বলেন, ‘মুকুল ভাই সেন্টু ভাইয়ের দিকে তাকিয়ে আমরা তাদের সাথে যোগ দিছি। তারা বলেছিল বিদ্রোহী হইলেও সব প্রোগাম করবো তারা। কিন্তু শুরুতে কিছুদিন দলীয় প্রোগ্রাম করলেও এখন আবার আমরা ব্যাকফুটে চলে যাচ্ছি। তাই দ্রুত নেতাদের সক্রিয় হইতে হবে।’ এ বিষয়ে জানতে চাইলে বিদ্রোহীদের শীর্ষ নেতা ও নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুস সবুর খান সেন্টু বলেন, ‘এ বিষয়ে এখন কিছু বলা যাবে না। তবে আমারা দ্রুতই মাঠে নামবো এবং আগের চেয়ে আরও শক্তিশালী হয়ে মাঠে নামবো।’




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা