
ডান্ডিবার্তা রিপোর্ট আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন যতোই ঘনিয়ে আসছে ততোই বিএনপির আন্দোলন-কর্মসূচি তীব্র তীব্রতর হচ্ছে। শত বাধা উপেক্ষা করে বিএনপির নেতাকর্মীরা দিনদিন রাজপথমুখী হচ্ছেন। এর ফলে বিভিন্ন সময় তাদের মামলা, গ্রেফতারের শিকার হতে হয়। এ আন্দোলন কর্মসূচিকে ঘিরে নারায়ণগঞ্জ জেলা বিএনপিতে আবারও মামলা আতঙ্ক সৃষ্টি হয়েছে। এর ফলে গ্রেফতার এড়াতে অধিকাংশ নেতাকর্মীরা বাড়িছাড়া রয়েছেন। সম্প্রতি ফতুল্লা থানায় নাশকতা মামলা দায়ের করা নিয়ে এই শঙ্কা তৈরি হয়েছে। বিএনপির নেতাকর্মীদের দাবি, সরকারের শেষ সময় চলে এসেছে তাই তারা এখন বাড়াবাড়ি করছে। সামনে আরও বাড়াবাড়ি করবে। মূলত সরকার রাজনৈতিকভাবে বিএনপিকে মোকাবেলা করতে না পেরে এবং তাদের আন্দোলনকে ভয় পেয়ে এইসব গায়েবী মামলা দিচ্ছে বলে অভিযোগ জেলা বিএনপির নেতৃবৃন্দের। অন্যদিকে খুব শিগগিরই ঘোষণা হতে পারে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল। তাই এই সময়ে বিএনপির আন্দোলন আরও কঠোর হবে। তারা এখন শুধু কেন্দ্রের নির্দেশনার অপেক্ষায় রয়েছেন। তাদের আশা এবারের নির্বাচন গত দুবারের মতো হওয়ার সম্ভাবনা নেই। তাই এইসব মামলা এখন তারা গায়ে মাখাচ্ছেন না। বরং তারা রাজপথে আগের তুলনায় আরও বেশি সক্রিয় এবং শক্তিশালী ভূমিকা পালন করবেন। জানা যায়, নাশকতার অভিযোগে গত ১ অক্টোবর দুপরে ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক সৈয়দ আজিজুল হক বাদী হয়ে বিএনপির ৩৯ নেতাকর্মীর বিরুদ্ধে একটি মামলাটি দায়ের করেন। ওই মামলায় উল্লেখ করা হয়, গত শনিবার রাত সাড়ে ৭টার দিকে ঢাকা- নারায়ণগঞ্জ লিংক রোডের রঘনাথপুরস্থ আজিমুনসান মাদরাসাগামী সিদ্ধিরগঞ্জে যাওয়ার প্রবেশ পথে উল্লিখিত বিএনপির নেতাকর্মীরা সশস্ত্র অবস্থায় হাতে মশাল, লোহার রড, হকিস্টিক, চাপাতি, ককটেলসহ দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে রাস্তা অবরোধ করে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার স্থায়ী মুক্তি এবং বিদেশে চিকিৎসার দাবীতে রাস্তায় টায়ারের আগুন ধরিয়ে মশাল মিছিল করে এবং ককটেল বিস্ফোরণ ঘটায়। এসময় বেশ কয়েকটি যানবাহন ভাংচুর করেন। সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে বিএনপির নেতাকর্মীরা ঘটনাস্থল ত্যাগ করে চলে যায়। মামলায় যাদের আসামি করা হয়েছে ফতুল্লা থানা বিএনপির সাধারণ সম্পাদক বারী ভূইয়া, কুতুবপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আনোয়ার মিয়া, শাহাদাৎ হোসেন, নাজমুল ইসলাম, জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনি, জেলা স্বেছাসেবকদলের সাংগঠনিক সম্পাদক কাজী মাজেদুল, কুতুবপুর ইউনিয়ন বিএনপি নেতা মিঠু সরদার, মজিবুর শিকদার, ফতুল্লা থানা বিএনপির প্রচার সম্পাদক পিয়াস খন্দকার, সিরাজ, মো. শামীম, আতাই রাব্বি, জিদনী, রাফি, তানহা, মাহফুজ, ইউনুস, মো. রাজু, মো. অভি, তুষার আহমেদ মিঠু, নজরুল ইসলাম, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক জাহিদ হোসেন রোজেল, মো. মকবুল হোসেন বাবলু, মো. হাসান, লিটন সর্দার, তারা মিয়া, ছাত্রদল নেতা মেহেদী হাসান দোলন, হাসান মাহমুদ পলাশ, সেলিম চৌধুরী, মো. মাসুম, এনি, গিয়াসউদ্দিন লাভলু, মোসলেম উদ্দিন মোসা, রুহুল আমিন মুন্সী, শামীম, মো. আলমগীর হোসেন, হাজী শহিদুল্লাহ এবং নাসিক ২নং ওয়ার্ড কাউন্সিলর ইকবাল কমিশনার। এ বিষয়ে ফতুল্লা থানা বিএনপির সভাপতি শহিদুল ইসলাম টিটু জানায়, ফতুল্লা থানা বিএনপির নেতাকর্মীরা এমন কোন কর্মসূচি পালন করেনি, হলে অবশ্যই আমি জানতাম। আমাদের নেতাকর্মীদের হয়রানি করার জনই মূলত এই মামলা দায়ের হয়েছে। ইতোপূর্বেও আমাদের বিরুদ্ধে এমন গায়েবী মামলা দায়ের হয়েছে। জেলা বিএনপির সাধারণ সম্পাদক গোলাম ফারুক খোকন জানান, আগামীতে আমরা আরও মামলার আশঙ্কা করছি। শেষ পর্যায়ে এসে তারা অতিরিক্ত করার চেষ্টা করবে। শেষবেলায় তারা বাড়াবাড়ি করবে। এটা নিয়ে চিন্তা করার কোনো কারণ নাই। আমাদের লক্ষ্য বাস্তবায়নের জন্য তা কোনো বাধা হয়ে দাঁড়াবে না। অনেক আগে থেকেই বিএনপির নেতাকর্মীরা এগুলো মোকাবেলা করতে প্রস্তুত রয়েছেন। এগুলো করে আমাদের দমানো যাবে না। চূড়ান্ত আন্দোলনের বিষয়ে আমাদের যে কেন্দ্রীয় নেতৃবৃন্দ রয়েছেন তারাই এ বিষয়ে সিদ্ধান্ত নিবেন। আমরা মাঠে কর্মী হিসেবে কাজ করি। কেন্দ্র যে সিদ্ধান্ত নিবে আমরা জেলা বিএনপির নেতৃবৃন্দ তা অনুযায়ী দায়িত্ব পালন করবো। আর এই সরকার গত দুইবারের মতো এবারও নিশীরাতের নির্বাচন করার জন্য চেষ্টা করবে। কিন্তু এবার সফল হবে না। জাতি এটা রুখে দিবে। কারণ তরুণেরা ভোট দিতে পারছে না। এখন তবুও একটা পরিবেশ হয়েছে। মানুষ বিশ্বাস করতে শুরু করেছেন এবার একটি পরিবর্তন আসবে। সামনে পরিবর্তনের একটা আভাস আছে। জেলা বিএনপির সভাপতি ও ফতুল্লা-সিদ্ধিরগঞ্জ আসনের সাবেক সংসদ সদস্য মুহাম্মদ গিয়াসউদ্দিন জানান, গত ১০ বছর ধরেই রাজনৈতিকভাবে আমাদের মোকাবেলা করতে না পেরে আমাদের দমন করার জন্য এইসব গায়েবী হামলা, মামলা চালিয়ে যাচ্ছে সরকার। এটা তো শুধু দেশের মানুষই জানে না, বিশ^বাসীই জানে। রাষ্ট্রের সম্পদ লুটপাট করার মাধ্যমে তাদের জনপ্রিয়তা একেবারে নেই। এখন জনগণকে ভয় পেয়ে তারা এইসব মিথ্যা মামলার পথ বেছে নিয়েছে। এখানে অবাক হওয়ার কিছু নেই। আমরা যতোই এর নিন্দা জানাই, প্রতিবাদ করি কোনো লাভ নাই। আমরা এখন তাদের এইসব মামলা প্রত্যাহার করতেও বলি না। কারণ এগুলো বলা এখন নিরর্থক। সরকার টের পেয়েছে পায়ের তলায় তাদের মাটি নেই। সামনে আরও হয়তো মামলা দিবে। তারা এখন নির্যাতন, নিপীড়নের পথ বেছে নিয়েছে। সময় ঘনিয়ে আসছে এই সরকার যা করছে এর উপযুক্ত জবাব তারা ভবিষ্যতে পাবে। যারা প্রশাসনের দায়িত্বে আছেন তারা সত্য প্রতিষ্ঠা করবেন সেখানে এই সরকার প্রশাসনকে মিথ্যা মামলা দিয়ে যেভাবে ধবংস করে দিচ্ছে। আমরা যে আন্দোলন করছি তা গণতান্ত্রিক আন্দোলন। এই সরকার ক্ষমতায় এসে দেশের যে ক্ষতি করছে এই ক্ষতি থেকে সাধারণ মানুষ রক্ষা পেতে চায়। সময় যতো ঘনিয়ে আসছে এই আন্দোলন আরও বেগবান হবে। এতে করে আশা করছি সরকার আমাদের দাবি মেনে নিতে বাধ্য থাকবে। আর যদি তারা দাবি না মানে তাহলে অবস্থা বুঝে একটা সম্মানজনকভাবে দেশকে ধ্বংস করে অপমানজনকভাবে নিজেদের বিদায় নেওয়া। এখন এটা তাদের চয়েস। তবে আমরা আশা করি তাদের শুভবুদ্ধির উদয় হবে। তবে আমরা ক্ষমতায় যাওয়ার জন্য কোনো আন্দোলন করছি না, আমরা মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে দেশে গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য আন্দোলন করছি।
হাবিবুর রহমান বাদল ষোল বছরের স্বৈরশাসনে দেশকে পঙ্গু করে শত দমন পীড়ন আর নির্বিচারে গুলি বর্ষন করে দেড় হাজারের বেশী ছাত্র-জনতাকে হত্যার পরও শেষ পর্যন্ত শেখ হাসিনা তার গতি রক্ষা করতে পারেনি। গত বছরের ৫ আগষ্ট ছাত্র-জনতার রোষানল থেকে বাঁচার জন্য ছোট বোন রেহানাসহ স্বৈরাচার শেখ হাসিনা ভারতে পালিয়ে যান। শেখ হাসিনার রাজনৈতিক আত্মসমর্পণ এতটাই […]
হাবিবুর রহমান বাদল নারায়ণগঞ্জসহ সারা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটায় বিভিন্ন সামাজিক মাধ্যমে নগরবাসীর আতঙ্কিত হওয়ার ঘটনা প্রতিদিন প্রকাশ পাচ্ছে। এনিয়ে সাধারণ নাগরিকরা সরব হয়ে উঠেছেন। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে স্বরাষ্ট্র উপদেষ্টার বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগ এনে বিভিন্ন মহল থেকে তার পদত্যাগ দাবি করা হচ্ছে। এর পরিপ্রেক্ষিতে গতকাল সোমবার বিকালে এক সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্র উপদেষ্টা […]
ডান্ডিবার্তা রিপোর্ট: আড়াইহাজার থানায় দায়ের করা উপজেলার দুপ্তারা ইউনিয়ন বিএনপির সহসভাপতি বাবুল মিয়া হত্যা মামলা নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত ৩ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে বাবুল মিয়ার মৃত্যু হলেও দুই মাস পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি নিহত হয়েছেন উল্লেখ করে ২২ আগস্ট হত্যা মামলা করেছেন দুপ্তারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন। এই […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯