আজ বুধবার | ১৩ আগস্ট ২০২৫ | ২৯ শ্রাবণ ১৪৩২ | ১৮ সফর ১৪৪৭ | রাত ১০:৫৫

মহানগর আ’লীগে ব্যর্থতার বোঝা

ডান্ডিবার্তা | ০৭ অক্টোবর, ২০২৩ | ১১:৪১ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট টানা বিশ বছর ধরে নারায়ণগঞ্জ মহানগর এবং সাবেক পৌর আওয়ামী লীগের সভাপতি এবং সাধারণ সম্পাদক হলেন আলহাজ্ব আনোয়ার হোসেন এবং এডভোকেট খোকন সাহা। এই দুই নেতার মাঝে আলহাজ্ব আনোয়ার হোসেন ওসমান পরিবার বিরোধী এবং এডভোকেট খোকন সাহা ওসমান পন্থী হিসাবে পরিচিত। মহানগর আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা জানিয়েছেন ২০০৩ সাল থেকে এই দুইজনের হাতেই রয়েছে নারায়ণগঞ্জ মহানগরের নেতৃত্ব। তারা প্রথমে পৌর আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক ছিলেন এবং নারায়ণগঞ্জ সিটি করপোরেশন ঘোষণা হওয়ার পর থেকে তারাই মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক রয়েছেন। এরই মাঝে তাদের নেতৃত্বে কেটে গেছে টানা বিশটি বছর। কিন্তু দুই বলয়ের এই দুই নেতা আজও মহানগর আওয়ামী লীগের একটি ওয়ার্ড কমিটিও গঠন করতে পারেননি। যার ফলে নারায়ণগঞ্জ শহরে সাংগঠনিক ভাবে একেবারেই দূর্বল হয়ে পরেছে আওয়ামী লীগ। অবস্থা এখন এমন দাঁড়িয়েছেযে, কোনো কারণে আওয়ামী লীগ যদি রাষ্ট্র ক্ষমতা থেকে চলে যায় তাহলে নারায়ণগঞ্জ মহানগরে আওয়ামী লীগের অস্তিত্ব খুঁজে পাওয়া মুশকিল হবে বলে মনে করেন দলটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। এ বিষয়ে নাম প্রকাশে অনিচ্ছুক একজন নেতা বলেন মূলত জেলা আওয়ামী লীগের চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ হলো নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগ। কেননা যেকোনো ধরণের আন্দোলন সংগ্রাম হয়ে থাকে শহর কেন্দ্রীক। আর ঐতিহ্যগত ভাবে নারায়ণগঞ্জ শহর আওয়ামী লীগের জন্য খুবই গুরুত্বপূর্ণ। অথচ এই শহরেই মূলত সভাপতি আনোয়ার আর সাধারণ সম্পাদক খোকন সাহা ছাড়া আর কোনো নেতার কোনো নাম নেই। কেনো না বিশ বছরে কোনো ওয়ার্ড কমিটি করতে না পারায় তৃনমূল পর্যায়ে এখন আওয়ামী লীগ নেই বলেই মনে করেন দলটির এই নেতা। এদিকে নারায়ণগঞ্জ মহানগরে সিটি করপোরেশনের মেয়র ডাক্তার সেলিনা হায়াৎ আইভী এবং সংসদ সদস্য একেএম শামীম ওসমান সারা দেশে পরিচিত আওয়ামী লীগের দুই নেতা। কিন্তু তারা কোনো ভাইটাল পদে নেই। তাদের নিজস্ব কিছু কর্মী বাহিনী রয়েছে। বিশেষ করে শামীম ওসমান মাঝে মাঝে শহরে শোডাউন করে তার কর্মী বাহিনী থাকার প্রমাণ দেওয়ার চেষ্টা করেন। কিন্তু পর্যবেক্ষক মহলের মতে শামীম ওসমানেরও আগের সেই কর্মী বাহিনী এখন আর নেই। তার সমাবেশে যারা আসেন তাদের অধিকাংশই ভাড়া করা লোক। আর মেয়র আইভী তো মাঠের রাজনীতিতে তেমন অভ্যস্ত নন। তিনি সিটি করপোরেশনের উন্নয়ন নিয়ে ব্যস্ত থাকেন। তাই সাংগঠনিক ভাবে আওয়ামী লীগ দাঁড়াতে না পারায় দিনে দিনে ক্ষমতাসীন এই দলটির সার্বিক পরিস্থিতি আরো খারাপ হচ্ছে বলেই মনে করেন অনেকে। তাই আনোয়ার হোসেন আর খোকন সাহা টানা বিশ বছর দল গঠনে সম্পূর্ণরুপে ব্যর্থ হওয়ায় এই শহরে আওয়ামী লীগ সাংগঠনিক ভাবে বেশ দূর্বল হয়ে পরেছে।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা