
ডান্ডিবার্তা রিপোর্ট দরজায় কড়া নাড়ছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক দলগুলো তাদের শেষ মুহুর্তের প্রস্তুতিতে ব্যস্ত। নারায়ণগঞ্জের সবচেয়ে গুরুত্বপূর্ন অসন হলো ফতুল্লা-সিদ্ধিরগঞ্জ। এ আসনে আওয়ামীলীগের প্রভাবশালী সাংসদ একেএম শামীম ওসমানের জন্যে চ্যালেঞ্জ হিসেবে দেখা দিয়েছেন জেলা বিএনপির সভাপতি ও এই আসনের সাবেক সাংসদ মো: গিয়াসউদ্দিন। গিয়াস উদ্দিনকে ঠেকাতে শামীম ওসমান রাজনীতির সকল কৌশলই অবলম্বন করছেন। এদিকে রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই আসনে ভোটে জিততে হলে প্রধাণ ফ্যাক্টর হিসেবে দেখা দিতে পারেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াত আইভী। কারন সিটি কর্পোরেশনের আওতাভুক্ত সিদ্ধিরগঞ্জে রয়েছে আইভীর বিশাল জনপ্রিয়তা। এখানকার ভোটব্যাংক অনেকটাই আইভীর নিয়ন্ত্রণে। তাছাড়া ফতুল্লায় শ্রমিক নেতা কাউসার আহমেদ পলাশের নিয়ন্ত্রণেও রয়েছে একটি বিশাল অংশ আর পলাশ এই আসনে আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী। যদি পলাশ মনোনয়ন না পান তবে পলাশ অনুসারীদের ভোট শামীম ওসমানের পক্ষে কতটা যাবে সে বিষয়েও প্রশ্নের অবকাশ থেকেই যায়। তাছাড়া পলাশের সাথে সিটি মেয়র আইভীরও রয়েছে ঘনিষ্ট সম্পর্ক। তাছাড়া তারা দুজনই শামীম বিরোধী হিসেবে পরিচিত রাজনৈতিক মহলে। বিগত দিনগুলোতে সাংসদ শামীম ওসমান ও মেয়র আইভীর মধ্যেকার বিরোধ নানাভাবে আলোচনায় এসেছে। ফুটপাতের হকার ইস্যুতেও মারামারি পর্যন্ত হয়েছে দুই পক্ষের মধ্যে। এছাড়াও বিভিন্ন বিষয় নিয়ে সারা বছরই দুজনের মাঝে কথার লড়াই চলমান রয়েছে। বিভিন্ন সভা সমাবেশে তারা একে অপরকে আক্রমন করে বক্তব্য দিচ্ছেন হরহামেশাই। শামীম-আইভী বিরোধ নিয়ে নারায়ণগঞ্জ আওয়ামীলীগ দুই ভাগে বিভক্ত হয়ে পরেছে। অপরদিকে নারায়ণগঞ্জ জেলা বিএনপির সভাপতি মো: গিয়াসউদ্দিন এবার ফতুল্লা-সিদ্ধিরগঞ্জ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী। যদি বিএনপি নির্বাচনে যায় তবে এই আসনে গিয়াস উদ্দিন ধানের শীষ নিয়ে লড়বেন এটা এক প্রকার নিশ্চিত। আর এখানেই বর্তমান সাংসদ একেএম শামীম ওসমানের যত মাথাব্যাথা। কারণ এই আসনে একমাত্র গিয়াস উদ্দিরই রয়েছে শামীম ওসমানকে পরাজিত করার অভিজ্ঞতা। তাছাড়া আওয়ামীলীগে যেমন দাপুটে নেতা শামীম ওসমান তেমনি বিএনপিতেও গিয়াসউদ্দিন হলেন সবচেয়ে জাঁদরেল রাজনীতিবীদ। সমানে সমানে লড়াইয়ের আভাসে ভোটব্যাংক তার কতটা সমৃদ্ধ আর কে কার পক্ষে আর কে পক্ষে না তা বিবেচনার বিষয় হিসেবে দেখা দিয়েছে। পরিস্থিতি বিবেচনায় শামীম ওসমানের চেয়ে গিয়াস উদ্দিনকেই এগিয়ে রাখছেন রাজনৈতিক বোদ্ধারা। কারণ বিএনপির প্রায় পুরো অংশটাই রয়েছে গিয়াস উদ্দিনের পাশে। তাছাড়া দীর্ঘদিন দল ক্ষমতার বাইরে থাকায় নিজেদের মধ্যকার সকল বিভেদ বিভক্তি ভুলে বিএনপির নেতাকর্মীরা চাইছে দলীয় লোককেই নির্বাচিত করতে। গিয়াস উদ্দিনের নেতৃত্বে তাই ফতুল্লা-সিদ্ধিরগঞ্জের বিএনপি ঐক্যবদ্ধ হয়েছে। কিন্তু শামীম ওসমানের বেলায় তার পুরো উল্টো চিত্র। শামীম ওসমানের নিজ বলয় ছাড়া বাকিদের সাথে তার বৈরি সম্পর্ক এখনো চলমান। বিশেষ করে সিটি মেয়র আইভী ও শ্রমিক নেতা পলাশের সাথে তার বিরোধ মিটমাট না হওয়ার সুযোগ পুরোপুরিভাবে কাজে লাগাতে মরিয়া গিয়াস উদ্দিন। তাছাড়া আইভী গিয়াস উদ্দিনের আত্মীয়। পারিবারিক সেই সম্পর্ক মাঝে মাঝে দলীয় সম্পর্কেরও উর্ধ্বে উঠে যায় বলে প্রমাণিত হয়েছে একাধিকবার। বিগত দিনগুলোতে নাসিক নির্বাচনে আইভীর পাশে ভোট প্রার্থনায় দেখা গেছে গিয়াস পুত্র সাদরিলকে। তাছাড়া আইভীর বিজয়ে তাকে মিষ্টিমুখও করিয়েছেন গিয়াস। তাই আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে শামীম ওসমানের যত ভয় মেয়র আইভীকে নিয়ে ততটাই ভরসা গিয়াসউদ্দিনের জন্য এমটাই মনে করছে এখানকার ভোটাররা। ভোটারদের সেই শংকা কতটা সত্যি হয় সেটাই এখন দেখার বিষয়।
হাবিবুর রহমান বাদল ষোল বছরের স্বৈরশাসনে দেশকে পঙ্গু করে শত দমন পীড়ন আর নির্বিচারে গুলি বর্ষন করে দেড় হাজারের বেশী ছাত্র-জনতাকে হত্যার পরও শেষ পর্যন্ত শেখ হাসিনা তার গতি রক্ষা করতে পারেনি। গত বছরের ৫ আগষ্ট ছাত্র-জনতার রোষানল থেকে বাঁচার জন্য ছোট বোন রেহানাসহ স্বৈরাচার শেখ হাসিনা ভারতে পালিয়ে যান। শেখ হাসিনার রাজনৈতিক আত্মসমর্পণ এতটাই […]
হাবিবুর রহমান বাদল নারায়ণগঞ্জসহ সারা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটায় বিভিন্ন সামাজিক মাধ্যমে নগরবাসীর আতঙ্কিত হওয়ার ঘটনা প্রতিদিন প্রকাশ পাচ্ছে। এনিয়ে সাধারণ নাগরিকরা সরব হয়ে উঠেছেন। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে স্বরাষ্ট্র উপদেষ্টার বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগ এনে বিভিন্ন মহল থেকে তার পদত্যাগ দাবি করা হচ্ছে। এর পরিপ্রেক্ষিতে গতকাল সোমবার বিকালে এক সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্র উপদেষ্টা […]
ডান্ডিবার্তা রিপোর্ট: আড়াইহাজার থানায় দায়ের করা উপজেলার দুপ্তারা ইউনিয়ন বিএনপির সহসভাপতি বাবুল মিয়া হত্যা মামলা নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত ৩ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে বাবুল মিয়ার মৃত্যু হলেও দুই মাস পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি নিহত হয়েছেন উল্লেখ করে ২২ আগস্ট হত্যা মামলা করেছেন দুপ্তারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন। এই […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯