আজ বুধবার | ১৩ আগস্ট ২০২৫ | ২৯ শ্রাবণ ১৪৩২ | ১৮ সফর ১৪৪৭ | রাত ১০:৫৫

রূপগঞ্জে ভূমিদুস্যর কাছে জিম্মি এলাকাবাসী

ডান্ডিবার্তা | ১৬ অক্টোবর, ২০২৩ | ১০:৩০ পূর্বাহ্ণ

রূপগঞ্জ প্রতিনিধি রূপগঞ্জ উপজেলার পশি এলাকার বাসিন্দা ভূমিদস্যু ডা. আরমান মোল্লার অত্যাচারে অতিষ্ঠ এলাকাবাসী। গত কয়েক বছর ধরে উপজেলার জলসিঁড়ি ১০০ ফিট সড়কের পাশে পশি, বাগবেড় ও কেয়ারিয়া মৌজায় স্বপ্ন ভিলেজ নামে সাইনবোর্ড ব্যবহার করে আবাসন প্রতিষ্ঠানের নামে জবর দখল করে রেখেছে অনেকের জমি। পুলিশের সাথে সখ্যতা ও স্থাণীয় সন্ত্রাসীদের দিয়ে ভূমি জবর দখল করে লিপ্ত হলেও অধরা রয়ে গেছেন ডা. আরমান। সেনাবাহিনীর কর্মকর্তা সায়েম জানান, আমাদের পশি মৌজায় ক্রয়কৃত ৮৪০ দাগে ৫০ শতাংশ জমির মধ্যে ভূমিদস্যুরা রহমত উল্লাহ, সাইফুল, রিপন, মজিবরের নামে ভুয়া দাতা সাজিয়ে ব্যাপক ক্ষমতা সম্পন্ন দলিল সম্পাদন করেন। ভুয়া দলিল সম্পাদন করে আমাদের প্রতিনিয়ত ওই দস্যুরা হয়রানি করে আসছে। এ বিষয়ে রূপগঞ্জ থানায় মামলা করার প্রস্তুতি নেয়া হয়েছে। উপজেলার বাগবেড় এলাকার বাসিন্দা ও জমির মালিক নুরুল ইসলাম, সেরাজউদ্দিন ও হারুন অর রশিদ জানান, পশি মৌজায় ৮৪৬ দাগে এবং ঢাকার আরো কয়েকজনের নামে ১০০ শতাংশ জমি ভুয়া দাতা সাজিয়ে ডা. আরমান ও তারিকুল ইসলামের নামে দলিল সম্পাদন করে নেয়। এ ব্যাপারেও নারায়ণগঞ্জ আদালতে মামলা রয়েছে। বাগবেড় গ্রামের বাসিন্দা ও আরেক জমির মালিক ফারুক, হাশেম ও কাশেম জানান, কেরারিয়া মৌজায় আরএস ২ নং দাগে ৩০ শতাংশ জমি ভুয়া দাতা সাজিয়ে ডা. আরমানের নামে দলিল সম্পাদন করে। এসব ভুয়া দাতার মাধ্যমে জমি কিনে ডা. আরমান বালু ভরাট করে স্বপ্ন ভিলেজ নামে ভুয়া আবাসন কোম্পানি করেছে। এসব অনিয়ম ও দুর্ণীতির মাধ্যমে কোটি কোটি টাকার মালিক বনে গেছে। এসব অপকর্মের হোতা ডা. আরমানের কয়েকজন মিডিয়ার সহযোগি রয়েছে। এদিকে নিরীহ লোকজনের জমিতে জোরপূর্বক বালু ভরাট করে দখলের নেয়া ও বাউন্ডারী দেওয়াল নির্মাণের প্রতিবাদে এলাকাবাসী একাধিবার মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করে। ভুক্তভোগীরা জানান, ডা. আরমান ও তার সহযোগিরা প্রতিনিয়ত হামলা, মামলার ভয় দেখানোর ভয়ে আইনের আশ্রয় নিতে পারছি না। তাছাড়া আইনের আশ্রয় নিতে গেলে পুলিশও ভুমিদস্যুদের পক্ষ নিয়ে কথা বলেন। তারাও হুমকি দিয়ে থানা থেকে বের করে দেন। এ ব্যাপারে অভিযুক্ত ডা. আরমান জানান, কারো জমি জোরপূর্বক দখল করা হয়নি। জমির মালিকদের কাছ থেকেই জায়গা কিনে বালু ভরাট ও বাউন্ডারী নির্মাণ করেছি। এ ব্যাপারে রূপগঞ্জ থানার ওসি এএফএম সায়েদ জানান, ভুমিদস্যুদের বিরুদ্ধে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা