আজ মঙ্গলবার | ৬ মে ২০২৫ | ২৩ বৈশাখ ১৪৩২ | ৭ জিলকদ ১৪৪৬ | ভোর ৫:০৮

এভারগ্রীণ নারায়ণগঞ্জ ৫০+ এর আহবায়ক কমিটির সভা অনুষ্ঠিত

ডান্ডিবার্তা | ২০ অক্টোবর, ২০২৩ | ১২:১৫ অপরাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট//
পঞ্চাশউর্ধ বয়স্কদের সংগঠন এভারগ্রীন নারায়ণগঞ্জ ৫০+ এর আহবায়ক কমিটির সভা গতকাল বৃহস্পতিবার বিকালে শেখ রাসেল নগর পার্কে অনুষ্ঠিত হয়েছে। সংগঠনের আহবায়ক হাবিবুর রহমান বাদলের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন, যুগ্ম আহবায়ক সামসুজ্জামান ভাসানী, সদস্য সচিব মো: মোস্তফা কামাল, সদস্য মকবুল হোসেন, সেকান্দর আলী, শাহনেওয়াজ ওমর মিলন, শিরিনা আক্তার রীনা, নাসিমা খান সীমু ও সানজিদা সিদ্দিকী প্রমুখ। সভায় সর্বসম্মতিক্রমে এই মর্মে সিদ্ধিন্ত নেয়া হয়, এভারগ্রীন নারায়ণগঞ্জ ৫০+ এর সকল বন্ধুর পরিচয় সংরক্ষনের স্বার্থে সকলকে আবেদনপত্রের ফর্মে এনআইডি কার্ডের ফটোকপি ও ছবিসহ নির্ধারিত ফর্মে আবেদন করতে হবে। একমাত্র আহবায়ক কমিটির সুপারিশকৃত সদস্যরাই এভারগ্রীন নারায়ণগঞ্জ ৫০+ এর ম্যাসেঞ্জারে পোস্ট দিতে পারবেন। আগামী সভায় যে সকল বন্ধুরা ৩০ অক্টোবরের মধ্যে ফর্ম পুরন করে আবেদন করবে তাদের আবেদন বিবেচনায় এনে এভানগ্রীন নারায়ণগঞ্জ ৫০+ এর সদস্য করা হবে। সভায় এভারগ্রীন নারায়ণগঞ্জ ৫০+ এর পেইজের মডারেটরের দায়িত্ব শিরিনা আক্তার রীনাকে দেয়া হয়। সভায় সকলকে নিয়মনীতি মেনে বন্ধুত্বপূর্ন সম্পর্ক বজায় রাখতে এভারগ্রীন নারায়ণগঞ্জ ৫০+ এর সকল সদস্যকে অনরোধের পাশাপাশি অচিরেই সংগঠনটিকে গতিশীল করতে বিভিন্ন কার্যক্রম গ্রহণসহ সমাজ কল্যাণ দপ্তরের রেজিষ্ট্রেশন করার সিদ্ধান্ত নেয়া হয়। সভা শেষে সংগঠনের আহবায়ক হাবিবুর রহমান বাদল সকলকে ধন্যবাদ জানিয়ে সভা শেষ করেন।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা