আজ বুধবার | ১৩ আগস্ট ২০২৫ | ২৯ শ্রাবণ ১৪৩২ | ১৮ সফর ১৪৪৭ | রাত ১১:৩৩

বন্দরে চলছে নিষিদ্ধ ঔষধের রমরমা ব্যবসা

ডান্ডিবার্তা | ২১ অক্টোবর, ২০২৩ | ৯:২৭ পূর্বাহ্ণ

বন্দর প্রতিনিধি    বন্দর উপজেলার অধিকাংশ ঔষধের দোকান গুলোতে চলছে  নিষিদ্ধ  ঔষধের রমরমা ব্যবসা। এমন অভিযোগ তুলেছে বন্দরের সচেতন মহল। তারা ক্ষোভ প্রকাশ করে জানিয়েছে, বন্দর উপজেলার মদনপুর বাজার, ধামগড় বাজার, লক্ষনখোলা, সোমবাড়ীয়া বাজার, নবীগঞ্জ বাজার, বন্দর বাজার, বন্দর রেললাইন, পুরান বন্দর চৌধূরীবাড়ী, সোনাকান্দা, দড়িসোনাকান্দা, ফরাজিকান্দা, মদনগঞ্জ, আলীনগর, ঘারমোড়া, চুনাভূরা, কলাগাছিয়া, সাবদী ও আদমপুরসহ তার আশেপাশের এলাকার ঔষধের দোকান গুলোতে দেদারসে বিক্রি হ”েছ  নিষিদ্ধ করা ঔষধ। বিভিন্ন ভাবে খোজ নিয়ে জানা গেছে, বন্দরে উল্ল্যেখিত এলাকার ঔষধের দোকান গুলোতে ভ্রাম্যমান আদালতের অভিযান না থাকায় অসাধু ঔষধ ব্যবসায়ীরা র্নিবিঘেœ নিষিদ্ধ ঔষধ অবাধে বিক্রি করে চলছে। এ সব নিসিদ্ধ ঔষধ সেবন করে অনেকে অসু¯’্য হয়ে পেরেছে। এ ছাড়াও বন্দরে বিভিন্ন  এলাকার অধিকাংশ ঔষধের দোকানের কোন সরকারি লাইন্সেস নেই। প্রতারক ঔষধ ব্যবসায়ীরা অর্ধ শিক্ষিত হয়েও গ্রামগঞ্জে ঔষধের দোকানে গড়ে তুলে সেখানে সরকারি নিষিদ্ধ ঔষধ, নেশা জাতীয় ঔষধসহ এমনকি মেয়াদ র্উত্তীন ঔষধ বিক্রি করছে। রোগ থেকে নিরাময় পেতে ভূক্তভোগীরা না জেনে ঐ সকল ঔষধের দোকান গুলোতে ভীড় জমা”েছ। মেয়াদ র্উত্তীন ঔষধ সেবন করে অনেকে নানা রোগে আক্রান্ত হয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছে। এ ব্যাপারে নাম প্রকাশ না করার শর্তে এক মাদক সেবী এ প্রতিনিধিকে জানিয়েছে, মদ,গাঁজা, হেরোইন, ফেন্সিডিল ও ইয়াবা সেবনকারিরা উল্লেখিত মাদক না পেয়ে তার প্রতিদিন ভীড় করছে বিভিন্ন ঔষধের দোকান গুলোতে।  মাদক সেবীরা মোটা অংকের টাকা দিয়ে ঔসব দোকান গুলো থেকে বিনা প্রেসক্রিপশনে ইউনেক টিন, সিডিল, নকটিন, ওরাডেকসন, ফিসিয়াম, সিডেক্সিন, হিসনাল, ফেনারগন, ডেসপ্রটিন, ডাইডিলসহ নানা প্রকার ঔষধ ক্রয় করে সেবন করছে। এ অব¯’া থেকে রেহাই পাওয়ার জন্য সচেতন মহল বন্দর উপজেলা নির্বাহী কর্মকর্তার জরুরি হস্তক্ষেপ কামনা করেছে বন্দরের সচেতন মহল।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা