
ডান্ডিবার্তা রিপোর্ট আড়াইহাজারে প্রায় প্রতি রাতেই ডাকাতির আতঙ্ক নিয়ে ঘুমাতে যাচ্ছেন বাসিন্দারা। ৯ অক্টোবর থেকে ১৭ অক্টোবর পর্যন্ত ৯ দিনের ব্যবধানে ৮ বাড়িতে ডাকাতদল হানা দিয়ে লুটে নিয়েছে নগদ টাকা, স্বর্ণালংকারসহ মূল্যবান জিনিসপত্র। এসব ঘটনায় দুজনকে আটক করেছে এবং বিক্ষুব্ধ জনতা চার ডাকাতকে গণপিটুনি দিয়ে পুলিশের হাতে তুলে দিয়েছে। উপজেলার সর্বত্র ডাকাত আতঙ্ক বিরাজ করছে। বেশ কিছু গ্রামে পাহারা বসিয়েছেন স্থানীয় লোকজন। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, গত মঙ্গলবার রাত ২টার দিকে ১৫/২০ জনের সশস্ত্র ডাকাতদল পাচঁগাও মোল্লাপাড়া খোকন মুন্সির বাড়িতে হানা দেয়। ডাকতরা প্রধান ফটকের তালা কেটে রুমের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে পরিবারের সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে নগদ ৭ হাজার টাকা ও ১৫ ভরি ওজনের স্বর্ণালঙ্কার লুটে নেয়। ওই রাতেই প্রভাকরদী এলাকার ইকবাল হোসেনের বাড়িতে একই কায়দায় হানা দিয়ে ডাকাতদল নগদ ৪ লাখ টাকা ও সাড়ে ৩ ভরি স্বর্ণালংকার লুট করে। গত ১২ অক্টোবর রাত আড়াইটার দিকে ডাকাতদলের মুখোশ পরিহিত ১০/১৫ জন সদস্য সালমদী নয়াপাড়া গ্রামের বেসরকারি চাকরিজীবী রিপনের বাড়িতে দরজা ভেঙে ভেতরে ঢুকে তার মা সেতেরা বেগমের গলায় ছুরি ধরে নগদ ৩ লাখ টাকা ও ৭ ভরি স্বর্ণালংকার লুটে নয়। সেই রাতে ১০/১২ জনের অপর একটি ডাকাতদল ব্রাহ্মন্দী ইউনিয়নের নরিংদী গ্রামে নুর আলম সিকদারের বাড়িতে হানা দিয়ে তার স্বজন হোসনাকে পিটিয়ে নগদ ১০ হাজার টাকা ও ১ ভরি স্বর্ণ ছিনিয়ে নেয়। পরে ডাকাতদল মনোহরদী বাজার সংলগ্ন অটোচালক মাসকুরের বাড়িতে হানা দিয়ে নগদ ৩০ হাজার টাকা ও ১ ভরি স্বর্ণ লুট করে। এর আগে গত ৯ অক্টোবর রাত পৌনে একটার দিকে ব্রাহ্মন্দী ডহর মারুয়াদী গ্রামের ব্যবসায়ী শাহজাহান মিয়ার বাড়িতে ৮/১০ জনের মুখোশধারী সশস্ত্র ডাকাতদল হানা দেয়। তার টিনশেড বিল্ডিংয়ের জানালার গ্রিল কেটে ঘরে প্রবেশ করে পরিবারের সদস্যদের দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে নগদ ১৫ হাজার টাকা ও তিনটি মোবাইল ফোন লুটে নেয়। একই রাতের দেড়টার দিকে পার্শ্ববর্তী দিঘলদী গ্রামের ব্যবসায়ী রিয়াজ হোসেনের বাড়িতে ১০/১২ জনের একটি সশস্ত্র ডাকাদল হানা দেয়। ডাকাতদল বাড়ির কেচি গেটের তালা ভেঙে ভেতর প্রবেশ করে অস্ত্রের মুখে জিম্মি করে রিয়াজ হোসেনসহ পরিবারের অন্যান্য সদস্যদের হাত পা বেঁধে নগদ দেড় লাখ টাকা ও ৫ ভরি স্বর্ণালংকার, তিনটি মোবাইল সেটসহ মূল্যবান আসবাবপত্র লুটে নেয়। একই দিন রাত ৩টার দিকে বড় মনোহরদী গ্রামের ব্যবসায়ী আবুল হোসেনের বাড়িতে একই কায়দায় ১০/১২ জনের সশস্ত্র ডাকাতদল রুমের ভেতর প্রবেশ করে নগদ ৩ লাখ ১০ হাজার টাকা এবং দুই ভরি ওজনের বিভিন্ন স্বর্ণালংকার লুটে নেয়। আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান উল্লাহ জানান, এসব ঘটনায় একটি ডাকাতি ও একটি ডাকাতির প্রস্তুতির মামলা হয়েছে। ৬ জনকে আটক করা হয়েছে। বাকি ডাকাতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
হাবিবুর রহমান বাদল ষোল বছরের স্বৈরশাসনে দেশকে পঙ্গু করে শত দমন পীড়ন আর নির্বিচারে গুলি বর্ষন করে দেড় হাজারের বেশী ছাত্র-জনতাকে হত্যার পরও শেষ পর্যন্ত শেখ হাসিনা তার গতি রক্ষা করতে পারেনি। গত বছরের ৫ আগষ্ট ছাত্র-জনতার রোষানল থেকে বাঁচার জন্য ছোট বোন রেহানাসহ স্বৈরাচার শেখ হাসিনা ভারতে পালিয়ে যান। শেখ হাসিনার রাজনৈতিক আত্মসমর্পণ এতটাই […]
হাবিবুর রহমান বাদল নারায়ণগঞ্জসহ সারা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটায় বিভিন্ন সামাজিক মাধ্যমে নগরবাসীর আতঙ্কিত হওয়ার ঘটনা প্রতিদিন প্রকাশ পাচ্ছে। এনিয়ে সাধারণ নাগরিকরা সরব হয়ে উঠেছেন। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে স্বরাষ্ট্র উপদেষ্টার বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগ এনে বিভিন্ন মহল থেকে তার পদত্যাগ দাবি করা হচ্ছে। এর পরিপ্রেক্ষিতে গতকাল সোমবার বিকালে এক সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্র উপদেষ্টা […]
ডান্ডিবার্তা রিপোর্ট: আড়াইহাজার থানায় দায়ের করা উপজেলার দুপ্তারা ইউনিয়ন বিএনপির সহসভাপতি বাবুল মিয়া হত্যা মামলা নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত ৩ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে বাবুল মিয়ার মৃত্যু হলেও দুই মাস পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি নিহত হয়েছেন উল্লেখ করে ২২ আগস্ট হত্যা মামলা করেছেন দুপ্তারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন। এই […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯