আজ বৃহস্পতিবার | ১৪ আগস্ট ২০২৫ | ৩০ শ্রাবণ ১৪৩২ | ১৯ সফর ১৪৪৭ | রাত ২:৪৮

রূপগঞ্জে সন্ত্রাসীদের অস্ত্রের মহড়ায় এলাকায় আতঙ্ক

ডান্ডিবার্তা | ২৩ অক্টোবর, ২০২৩ | ১২:৫৩ অপরাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট রূপগঞ্জে ছাত্রলীগ কর্মী রাকিব হাসান (২২) হত্যা মামলার আসামিরা জামিনে এসে মামলা তুলে নিতে বাদীসহ বাদীর পরিবারের সদস্যদের হত্যা করা হবে বলে হুমকি দিচ্ছে। শুধু এমন অভিযোগই নয়, আসামিরা ধারালো অস্ত্রে শস্ত্রে সজ্জিত হয়ে বাদীর বাড়ির আশপাশে মহড়া দিয়ে এলাকায় আতঙ্কের সৃষ্টি করেছে। এ ঘটনার পর থেকে বাদীসহ বাদীর পরিবারের সদস্যরা চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। গত শনিবার রাতে এ ধরনের হুমকির পর জীবনের নিরাপত্তা চেয়ে রাকিব হাসান হত্যা মামলার বাদী আখি আক্তার রূপগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন। নিহত রাকিব হাসান উপজেলার গোলাকান্দাইল বিজয়নগড় এলাকার হারুন মিয়ার ছেলে। আখি আক্তার অভিযোগ করে জানান, তার ছোট ভাই রাকিব হাসান তাদের বিল্ডিং নির্মাণ কাজ দেখাশোনা করতো। ২০২২ সালের ২১ সেপ্টেম্বর রাতে দাবিকৃত চাঁদার টাকা না পেয়ে একই এলাকার আসমত আলীর ছেলে দেলোয়ার, জাকির হোসেনের ছেলে সজিব, মৃত আব্দুর রহিমের ছেলে মিল্লাতসহ তাদের সহযোগীরা ধারালো অস্ত্র দিয়ে নির্মম ভাবে কুপিয়ে হত্যা করে রাকিব হাসানকে। এ ঘটনায় নিহত রাকিব হাসানের বোন আখি আক্তার বাদী হয়ে ৬ জনকে নামীয় ও অজ্ঞাত আরো ১০ থেকে ১২ জনকে আসামি করে রূপগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। পরে পুলিশ মামলার আসামি দেলোয়ার হোসেন ও মিল্লাত হোসেনকে গ্রেপ্তার করে জেল হাজতে প্রেরণ করেন। এছাড়া বাকি আসামিরা এখনও অধরা রয়ে গেছে। গত কয়েক দিন আগে আসামি দেলোয়ার হোসেন ও মিল্লাত হোসেন জামিনে বেরিয়ে এসেই এলাকায় বেপরোয়া হয়ে উঠে। মামলা তুলে নিতে বাদী আখি আক্তারসহ পরিবারের সদস্যদের চাপ প্রয়োগ করছেন। মামলা তুলে না নিলে বাদীসহ বাদীর পরিবারের সদস্যদের হত্যা করা হবে বলে হুমকি দিয়ে আসছেন। গত শনিবার রাতে আসামি দেলোয়ার হোসেন ও মিল্লাত হোসেনসহ তাদের অনুসারী হাটাবো এলাকার নাজমুল, নিশাতসহ একদল সন্ত্রাসী ধারালো অস্ত্রেশস্ত্রে সজ্জিত হয়ে বাদীর আশপাশে অস্ত্রের মহড়া দিয়ে এলাকায় আতঙ্কের সৃষ্টি করেছে। হুমকি ও মহড়ার পর থেকে বাদীসহ বাদীর পরিবারের সদস্যরা চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। এ বিষয়ে মামলার আসামি দেলোয়ার হোসেন ও মিল্লাত হোসেনের সঙ্গে যোগাযোগ করা হলে তারা হুমকির অভিযোগ মিথ্যা বলে দাবি করেছেন। এ ব্যপারে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএফএম সায়েদ বলেন, এ ঘটনায় রাকিব হত্যা মামলার আসামিরা জামিনে এসে হুমকির বিষয়ে আখি আক্তার বাদী হয়ে রূপগঞ্জ থানায় সাধারণ ডায়েরী করেছেন। বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা