আজ বুধবার | ১৩ আগস্ট ২০২৫ | ২৯ শ্রাবণ ১৪৩২ | ১৮ সফর ১৪৪৭ | সকাল ১১:৫৪

প্রধানমন্ত্রীকে হত্যার ষড়যন্ত্র হচ্ছে : শামীম ওসমান

ডান্ডিবার্তা | ২৭ অক্টোবর, ২০২৩ | ১২:০৬ অপরাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট নারায়ণগঞ্জের প্রভাবশালী আওয়ামীলীগ নেতা ও ফতুল্লা-সিদ্ধিরগঞ্জ আসনের এমপি শামীম ওসমান বলেছেন, আমি যখন এখানে বক্তব্য দিচ্ছি তখন দেশের কোন না কোন স্থানে বসে প্রধানমন্ত্রীকে হত্যার ষড়যন্ত্র চলছে। তিনি আরো বলেন, জনগণ চাইলে সদর-বন্দর আসনের এমপি সেলিম ওসমানকে আবারো নির্বাচিত করবেন। তিনি বলেন, পরিবারগত আমরা সকলে সেলিম ভাইয়ের শারীরিক অবস্থার জন্য চিন্তা করি। এখানে আপনারা যারা আছেন তারা আমাদের পরিবারের চেয়েও দামী মানুষ। তার আরো অনেক স্বপ্ন আছে যা তিনি বাস্তবায়ন করতে চান। আপানার যদি আল্লাহকে হাজির রেখে বিশ্বাস রেখে সৃষ্টিকর্তার উপর বিশ্বাস রেখে আল্লাহকে সাক্ষী রেখে আপানার যদি দুই হাত তুলে বলেন তাহলে আমরা বলবো তোমার এলাকার মানুষ তোমাকে চায় তুমি এগিয়ে যাও। শামীম ওসমানের ওই বক্তব্যের পর সকলেই হাত উঁচিয়ে তাঁর পক্ষে সায় দেন। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় বন্দরে সেলিম ওসমান সাপোর্টার্স ফোরামের আয়োজনে এই গণসংবর্ধনায় বন্দর উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এম এ রশিদের সভাপতিত্বে আয়োজিত গণসংবর্ধনায় প্রধান অতিথির ভাষনে তিনি একথা বলেন। শামীম ওসমান বলেন, কিছু মানুষ এ দেশকে আবারো ক্ষতবিক্ষত করার চেষ্টা করছে। কোথাও না কোথাও সভা করে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা চলছে। তারা আজকে ফের জেগে উঠেছে। কিন্তু আমরা লড়াই করবো। শেষতক আমরাই জিতবো। আবারো শেখ হাসিনা ক্ষমতায় আসবে। গতকাল বৃহস্পতিবার বিকেলে বন্দরে জেলার বিভিন্ন খাতে উন্নয়নমূলক কাজে অবদান রাখায় সদর-বন্দর আসনের সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা একেএম সেলিম ওসমানের গণসংবর্ধনা অনুষ্ঠানে শামীম ওসমান এসব কথা বলেন। তিনি বলেন, এদেশের দুই ধরনের রাজনীতিবিদ আসে। একজন দিতে আসে আরেকজন খেতে আসে। আমার মনে হয় সেলিম ওসমান দিতে এসেছেন। আজকাল অনেক আছেন এত খায় যে বাংলাদেশটা খেয়ে ফেলতে চায়। কিন্তু সেলিম ওসমান নিজের উপার্জিত টাকায় মানুষের জন্য কাজ করে চলেছেন। একজন এমপি হিসেবে সেলিম ওসমান সফল নাকি সফল না এ বিচারের দায় জনগণের। আমাকে সিদ্ধিরগঞ্জের মানুষজন বলেন যেন আমার সঙ্গে সেলিম ওসমানের পাল্টাপাল্টি করা যায়। তাহলে সিদ্ধিরগঞ্জের মানুষ উপকার পাবে। তখন আমি বলি দুইটা সিটই তাকে দিয়ে দেই। শামীম ওসমান বলেন, আমরা দোষেগুণে মানুষ। আমি বলি না আমি পারফেক্ট। রাজনীতি একটি এবাদত। ২০০১ সালের নির্বাচনে আমাকে পরাজিত করা হলো। আড়াই লাখ টাকা নিয়ে চলে গেলাম দেশের বাইরে। এমন কোন কাজ নাই যে করি নাই। এখন আমি আর কিছু না পারলেও একটা বিষয় পারি সেটা হলো মন্ত্রীর টেবিলে থাপড় দিয়ে হাজার কোটি টাকার কাজ পাশ করিয়ে নিতে পারি। পরে আবার মিলে যাই। তিনি বলেন, আমাদের অভিভাবক হলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি সিদ্ধান্ত নিবেন কে নির্বাচন করবে কে করবে না। আমি তো সংসদে বলে দিছি নির্বাচন করবো না। আমি কখনো নমিনেশন পেপার কিনি নাই। দল কিনেছে। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান চন্দন শীল, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী, জাতীয় পার্টির নারায়ণগঞ্জ জেলা সভাপতি সানাউল্লাহ সানু, বন্দর থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজিম উদ্দিন প্রধান, বিকেএমইএ’র নির্বাহী সভাপতি মোহাম্মদ হাতেম, বাংলাদেশ ক্লথ মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি প্রবীর কুমার সাহা, নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্টির সিনিয়র সহ-সভাপতি মোরশেদ সারোয়ার সোহেল, বাংলাদেশ ইয়ার্ণ মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি লিটন সাহা, বাংলাদেশ হোসিয়ারী সমিতির সভাপতি নাজমুল আলম সজল, বাংলাদেশ নিটিং ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি সেলিম সারোয়ার, জেলা আইনজীবী সমিতির সভাপতি হাসান ফেরদৌস জুয়েল প্রমুখ।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা