
ডান্ডিবার্তা রিপোর্ট সোনারগাঁয়ে মেঘনা নদীতে আল মোস্তফা গ্রæপের নির্মানাধীন চার তলা ভবনসহ পনেরোটি অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে বিআইআইডবিøউটিএ’র মেঘনাঘাট নদীবন্দর কতৃপক্ষ। গতকাল বৃহস্পতিবার নিয়ে টানা দুইদিনের অভিযানে উচ্ছেদ করা হলো পঞ্চাশটি অবৈধ স্থাপনা। দুইদিন ব্যাপি অভিযানের শেষ দিন নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোছাম্মৎ তাসলিমা আকতারের নেতৃত্বে উপজেলার মেঘনা লঞ্চঘাট থেকে বৈদ্যেরবাজার লঞ্চঘাট পর্যন্ত অভিযান পরিচালিত হয়। এসময় নদীর দুই তীরে প্রায় তিন কিলোমিটার এলাকাব্যাপি অভিযানে আল মোস্তফা গ্রæপের নির্মানাধীন একটি চারতলা ভবন, বেশ কয়েকটি অবৈধ ড্রেজার ও বাঁশের জেটিসহ মোট পনেরোটি অবৈধ স্থাপনা এক্সকেভেটর দিয়ে গুঁড়িয়ে দেয়া হয়। আইনশৃংখলা বাহিনীর সহায়তায় বেলা এগারোটা থেকে বিকেল।চারটা পর্যন্ত পরিচালিত এই উচ্ছেদ অভিযানে বিআইডবিøউটিএ’র মেঘনাঘাট নদীবন্দরের ভারপ্রাপ্ত উপপরিচালক মো. শরিফুল ইসলামসহ উর্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। উচ্ছেদ অভিযান শেষে বিআইডবিøউটিএ’র নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোছাম্মৎ তাসলিমা আকতার বলেন, গত পাঁচ বছর আগে বৈদ্যেরবাজার লঞ্চঘাটে মেঘনা নদী দখল করে চার তলা ভবন নির্মান শুরু করে আল মোস্তফা গ্রæপ। ইতিপূর্বে কয়েকবার অভিযান চালিয়ে ভবনটির কিছু অংশ ভেঙ্গে দিয়ে বাকি অংশ নিজ থেকে ভেঙ্গে ফেলার নির্দেশ দিয়ে নোটিশ দেয়া হয়। তবে কতৃপক্ষ ভ্রাম্যমান আদালতের নির্দেশ অমান্য করে পুনরায় ভবনটির নির্মান কাজ শুরু করলে এবার স্থায়ীভেবে ভেঙ্গে দেয়া হয়েছে।
হাবিবুর রহমান বাদল বাংলাদেশের গনমাধ্যম এখন স্বাধীন হলেও জুলাই বিপ্লবের পর অনেক মিডিয়া হাউজের মালিকরা নিজেদের স্বার্থরক্ষায় পেশাদার সাংবাদিকদের নানা কায়দায় যন্ত্রনা দিয়ে চলেছে। নিজেদের স্বার্থ রক্ষায় মিডিয়া হাউজগুলির মালিকরা দলীয় পরিচয়ে নিয়োগ দিচ্ছেন। বিভিন্ন অজুহাতে পেশাদার সাংবাদিকদের চাকুরিচ্যুত আবার কাউকে কাউকে অবসরে যেতে বাধ্য করছে। অতীতে যেসক পেশাদার সাংবাদিক পেশাদারিত্ব বজায় রেখে বছরের পর […]
হাবিবুর রহমান বাদল ডাকসু-জাকসু নির্বাচনের পর বিএনপির হাইকমান্ডের টনক নড়েছে। বিএনপির হাইকমান্ড এখন সাড়া দেশের নেতাকর্মীদের মনিটরিং শুরু করেছে। দলীয় নেতা কর্মীদের যারা গত বছরের জুলাই বিপ্লবের পর হঠাৎ করে আগুল ফুলে কলাগাছ বনে গেছে তাদের তালিকা ইতিমধ্যে তৈরী করা হয়েছে। গুরুতর অভিযোগ ছাড়া একবছরে দলীয়ভাবে কারো বিরুদ্ধে ব্যবস্থা না নেয়ায় অনেকেই বেপরোয়া হয়ে উঠেছে। […]
ডান্ডিবার্তা রিপোর্ট: আড়াইহাজার থানায় দায়ের করা উপজেলার দুপ্তারা ইউনিয়ন বিএনপির সহসভাপতি বাবুল মিয়া হত্যা মামলা নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত ৩ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে বাবুল মিয়ার মৃত্যু হলেও দুই মাস পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি নিহত হয়েছেন উল্লেখ করে ২২ আগস্ট হত্যা মামলা করেছেন দুপ্তারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন। এই […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯