আজ রবিবার | ২৪ আগস্ট ২০২৫ | ৯ ভাদ্র ১৪৩২ | ২৯ সফর ১৪৪৭ | সকাল ৭:০০

মহানগর আ’লীগে দুরবস্থা!

ডান্ডিবার্তা | ২৩ ফেব্রুয়ারি, ২০২৪ | ১০:৩০ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট নারায়ণগঞ্জে আওয়ামীলীগের মধ্যে ফের উত্তেজনা শুরু হয়েছে। মহানগর আওয়ামলিীগের ওয়ার্ড কমিটি নিয়ে ইতিমধ্যে চরম সমালোচনার ঝড় বইছে। সম্প্রতি ঘোষিত কমিটির বিপক্ষে ইতিমধ্যে তৃনমূল থেকে কেন্দ্রে অভিযোগ দেয়া হয়েছে। তাদের আনোয়ার ও খোকন সাহার স্বেচ্ছাচারিতার কথা উল্রেখ করে যে সকল অদক্ষদের দিয়ে কমিটি গঠন ও ত্যাগীদের বাদ দেয়া হয়েছে তার বিস্তারিত বিরণ দেয়া হয়েছে। নারায়ণগঞ্জ আওয়ামী লীগ দুই বলয়ের রাজনৈতিক গুরু বলা হয় নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেনকে। তবে উত্তর বলয়-দক্ষিণ বলয়ের নেতারা গুরু হিসেবে মান্য করলেও তার একের পর স্বার্থলোভী কান্ডে শিষ্যদের তোপের মুখ পড়তে হচ্ছে প্রতিনিয়ত। যার কারণে প্রতিনিয়ত সমালোচনা মুখে পড়তে হচ্ছে তাকে। তার এ ধরনের কর্মকান্ডে নাখোশ তৃনমূল নেতাকর্মীরা। স¤প্রতি ১৭টি ওয়ার্ডে কমিটি গঠনে স্বেচ্ছাচারিতার অভিযোগ করেন তৃনমূল নেতারা। যার কারণে নারায়ণগঞ্জ সিটি কপোরেশনের মেয়র সেলিনা হায়াৎ আইভীও তার তীব্র সমালোচনা করে অবাঞ্ছিত ঘোষণা করেন। এর ফলে নারায়ণগঞ্জ আওয়ামীলীগের প্রাচীনতম দুই বলয়ই হারিয়ে রাজনীতিতে কোন ঠাসা আনোয়ার হোসেন। সূত্র বলছে, নারায়ণগঞ্জ মহানগর আওয়ামীলীগের সভাপতি আনোয়ার হোসেনের এখন দলীয় এই পদটি ছাড়া জনপ্রতিনিধিত্বও নেই। কারণ ২০২২ সালেই জেলা পরিষদের মনোনয়ন বঞ্চিত হয়ে রাজনৈতিক ভাবে ধুমড়ে মুচড়ে যান। এরপর মহানগরের অর্ন্তভুক্ত ওয়ার্ড কমিটিগুলো নিয়ে সম্মেলনে মনযোগী হয়েও সম্মেলন শেষ করে কমিটিগুলো গঠনে ব্যস্ত না হয়ে ব্যস্ত হয়ে পড়েন দ্বাদশ সংসদ নির্বাচনে সদর-বন্দর আসনে আওয়ামীলীগের প্রার্থী হওয়ার লক্ষ্যে দৌড়ঝাপ করা শুরু করে দেন নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন। কিন্তু দ্বাদশ সংসদ নির্বাচনে সদর-বন্দর আসনে আওয়ামীলীগের কোন প্রার্থীই দেয়া হয়নি। যার কারণে পূণরায় হোচট খান আনোয়ার হোসেন। কিন্তুগত ১০ ফেব্রæয়ারি আওয়ামীলীগের বর্ধিত সভা থেকে ফিরে ১২ ফেব্রæয়ারি বহুল কাঙ্খিত ১৭টি ওয়ার্ড কমিটি প্রকাশ করেন নারায়ণগঞ্জ মহানগর আওয়ামীলীগ। কমিটি প্রকাশের পর থেকেই ১৭টি ওয়ার্ড কমিটি নিয়ে সমালোচনা শুরু হয়ে যায়। আর এই ১৭টি ওয়ার্ডে কমিটি নিয়ে প্রথমেই ক্ষোভ প্রকাশ করেন নারায়ণগঞ্জ সিটি মেয়র সেলিনা হায়াৎ আইভী। সেসময় তিনি আনোয়ার হোসেনের উপর ক্ষিপ্ত হয়ে তাকে অবাঞ্ছিত ঘোষণা করেন। পাশাপাশি ১৭টি ওয়ার্ডে পাল্টা কমিটি করার হুক্কার দেন। এছাড়া মহানগরের দক্ষিণ বলয়ের নেতারা যারা আনোয়ার হোসেনের রাজনৈতিক পথ চলার শক্তি ছিলেন তার আনোয়ার হোসেনের বিরোধীতা করে তার বিপক্ষে সমালোচনা করতে থাকেন। এছাড়া তারা ক্ষিপ্ত হয়ে নারায়ণগঞ্জ মহানগর আওয়ামীলীগের পার্টি অফিসে তালা লাগিয়ে দেন। এর কিছুদিন পরই ১৭টি ওয়ার্ড আওয়ামীলীগ কমিটি গঠনে আনোয়ার হোসেনের স্বেচ্ছাচারিতার ঘটনা আলোচনা করতে গিয়ে ক্ষোভ প্রকাশ করেন সংসদ সদস্য শামীম ওসমান। ১৮ ফেব্রæয়ারী রাইল ক্লাবে মতবিনিময় সভায় শামীম ওসমান বলেন, মহানগর আওয়ামী লীগের সভাপতি আমার সম্পর্কে বলেছেন যে কথায় আমি খুব কষ্ট পেয়েছি। লাখো মানুষের উপস্থিতিতে সমাবেশ করেছি। চন্দনশীল জেলা পরিষদ কনফার্ম ছিল কিন্তু আনোয়ার ভাইকে সাপোর্ট করেছি। আমাকে ধমক ও থাপ্পর দেওয়ার অধিকার তার আছে যেহেতু তিনি বড় ভাই। আমি ২০১৪ সালের ৩০ এপ্রিল নাসিম ওসমানের মৃত্যু পর আনোয়ার ভাইয়ের বাসায় গিয়েছিলাম। বলেছিলাম আপনি নির্বাচনে সেলিম ভাইয়ের পক্ষে নামতে পারবেন না। নির্বাচনের পর যদি সেলিম ভাই জিতে তাহলে যেন আপনি আমার বড় ভাইয়ের (প্রয়াত নাসিম ওসমান) এর জায়গাটি পূরণ করে দেন। তাঁকে আমি সম্মান দিয়েছিলাম। বড় ভাই হিসেবে চেয়েছিলাম। কিছুদিন আগে তিনি বলেছেন ওসমান পরিবার সন্ত্রাসী পরিবার। উনি আমাকে সন্ত্রাসী বলতে পারতেন কিন্তু তিনি পুরো ওসমান পরিবার নিয়ে কথা বলেছেন। আমার কলিজাটা ছিড়ে গেছে। নারায়ণগঞ্জ মহানগর আওয়ামীলীগের সভাপতি স্বেচ্ছাচারিতার মাধ্যমে ওয়ার্ডে নেতৃত্বে বেশকয়েকজন প্রতিষ্ঠা করা নেতা ছাড়া কেউ নেই তার পাশে অর্থাৎ রাজনীতিতে কোনঠাসা হয়ে পড়েছেন আনোয়ার হোসেন। এদিকে আওয়ামী লীগ অফিসে তালা দেয়া সেই সাব্বির আহম্মদ সাগরকে মহানগর কমিটি থেকে অব্যহতি দিয়েছে। একইভাবে, কেন সদস্য পদ বাতিল করা হইবে না, সেজন্য ১৫ দিনের মধ্যে কারণ দর্শানোর নির্দেশ দেয়া হয়েছে। কিন্তু এসব বিষয়ে ব্যক্তিগতভাবে কোন চিঠি না পাওয়ার কথা জানিয়েছেন আওয়ামী লীগের এই নেতা। তিনি জানান,  মেয়র আইভী মহানগর আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেনকে অবাঞ্চিত ঘোষণা করেছে। সে আবার কিভাবে অন্যকে কমিটি থেকে অব্যহতি দেয়। প্রসঙ্গত, গত ১৬ ফেব্রæয়ারি ১৬ নং ওয়ার্ড আওয়ামী লীগের কার্যালয়ে এক মতবিনিময় সভায়, নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেনকে নিয়ে বিভিন্ন মন্তব্য করেন মহানগর ও ওয়ার্ড আওয়ামী লীগের নেতাকর্মীরা। এ সময় মতবিনিময়র সভার পরপরই নারায়ণগঞ্জ শহরের ২ নং রেলগেট এলাকার মহানগর আওয়ামী লীগের কার্যালয়ে তালা লাগিয়ে দেন, ১৬ নং ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য সাব্বির আহমেদ সাগরের নেতৃত্বে ওই ওয়ার্ডের পদবঞ্চিতরা। ওই সভায় মেয়র সেলিনা হায়াৎ আইভী নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেনকে অবাঞ্ছিত ঘোষণা করেন। মহানগর কমিটি থেকে অব্যহতি দেয়ার বিষয়ে নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন বলেন, আমরা মঙ্গলবার বিকাল সাড়ে ৫ টায় বাংলাদেশ আওয়ামী লীগ নারায়ণগঞ্জ মহানগর শাখার কার্য্যকরী কমিটির জরুরী সভা করেছি। বাংলাদেশ আওয়ামী লীগের গঠনতন্ত্রের ৪৭ (এ) ধারায় বাংলাদেশ আওয়ামী লীগের গঠনতন্ত্রের ৪৭ (এ) ধারায় সাব্বির আহম্মদ সাগরকে, কার্য্যকরী কমিটির সদস্যপদ থেকে অব্যহতি প্রদান করা হয়েছে। এছাড়া তাকে প্রাথমিক সদস্য পদ কেন বাতিল করা হবে না সেজন্য১৫ দিনের মধ্যে কারণ দর্শানোর নির্দেশ দেয়া হয়েছে। এ বিষয়ে যোগাযোগ করা হয় সাব্বির আহম্মদ সাগরের সাথে। তিনি বলেন, আমি এ বিষয়ে ব্যক্তিগতভাবে কোন চিঠি পাইনি। আমার যতটুকু জানা আছে, গত ২০ ফেব্রæয়ারি প্রয়াত রাজনীতিবিদ সামসুজ্জোহা সাহেবের মৃত্যুবার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়ার আয়োজন করা হয়েছে। কিন্তু এতে আবার জরুরী মিটিং কখন হলো? আমাকে সেই ব্যাপারে কিছু জানানো হয়নি। মেয়র আইভী মহানগর আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেনকে অবাঞ্চিত ঘোষণা করেছে। সে আবার কিভাবে অন্যকে কমিটি থেকে অব্যহতি দেয়।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা