আতঙ্কের নগরী আদমজী-সিদ্ধিরগঞ্জে বেড়েছে খুন ডাকাতি ছিনতাই চাঁদাবাজি

ডান্ডিবার্তা | মে ১০, ২০২৪, ১১:৩৯ | Comments Off on আতঙ্কের নগরী আদমজী-সিদ্ধিরগঞ্জে বেড়েছে খুন ডাকাতি ছিনতাই চাঁদাবাজি

ডান্ডিবার্তা রিপোর্ট
সিদ্ধিরগঞ্জে হঠাৎ চুরি ছিনতাই ডাকাতি ও খুন বেড়ে যাওয়ায় অতংকের মধ্যে রয়েছে সাধারণ মানুষ। মোহাম্মদ আবু বকর সিদ্দিক সিদ্ধিরগঞ্জ থানায় ওসি হিসেবে যোগদান করার পর হঠাৎ আইনশৃঙ্গলা পরিস্থিতির অবনতি হওয়ায় চরম আতংক বিরাজ করছে সাধারণ মানুষের মধ্যে। মাত্র দের মাস ব্যবধানে একই এলাকায় ২টি ডাকাতির ঘটনা ঘটে। এর মধ্যে গত ৪ মার্চ থানার জালকুড়ি এলাকা থেকে দিন দুপুরে এক স্বর্ণ ব্যবসায়ীর ১ কোটি ৪১ লাখ টাকা ডাকাতি করে নিয়ে যায় অজ্ঞাত দুর্বৃত্তরা। অপরটি গত ১৮ এপ্রিল রাতে সিদ্ধিরগঞ্জের জালকুড়ি তালতলা এলাকায় দেওয়ান মঞ্জিলের দ্বিতীয় তলায় হাজী রায়হান উদ্দিন দেওয়ান মুন্নার ফ্লাটের জানালার গ্রিল কেটে অজ্ঞাত ৮/৯ জন ডাকাত দেশীয় অস্ত্র-সস্ত্রের ভয় দেখিয়ে ৫১ ভরি স্বর্ণ ও নগদ ১০ লাখ টাকাসহ এক কোটি টাকার মালামাল লুট করে নিয়ে যায়। এদিকে গত ১০ মাসে ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট মহাসড়কের গুরুত্বর্পূর্ণ কাঁচপুর সেতু এলাকায় সশস্ত্র ছিনতাইকারিদের হাতে ১ জন মাদরাসার শিক্ষার্থীসহ ৩ জন নৃশসংশভাবে খুনসহ ৫টি খুনসহ আদমজী ইপিজেডের দুই বিদেশী কর্মকর্তার উপর হামলার ঘটনায় সিদ্ধিরগঞ্জ-আদমজী এক আতংকের নগরীতে পরিনত হয়েছে। এদিকে দুই বিদেশীকে নাগরিকের উপর হামলার ঘটনায় ব্যবস্থা না নেওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন ফতুল্লা-সিদ্ধিরগঞ্জ আসনের সংসদ সদস্য শামীম ওসমান। তিনি বলেন, এমন কান্ড করে ওরা কিভাবে ছাড়া পায়?। সিদ্ধিরগঞ্জের একটি অনুষ্ঠানে এসে তিনি সাংবাদিকদের তিনি এসব এ কথা বলেন। জানা যায়, গত ২ মে সিদ্ধিরগঞ্জের আদমজী কদমতলী এলাকা থেকে স্বপ্না আক্তার (১৪) নামের এক স্কুলছাত্রীর বস্তাবন্দি মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় স্কুলছাত্রীর মা নেহা বেগম বাদী হয়ে অজ্ঞাত নামা আসামী করে একটি হত্যা মামলা দায়ের করে। এ ঘটনায় পুলিশ কাউকে গ্রেফতার করতে পারেনি। গত ২২ এপ্রিল রাতে সিদ্ধিরগঞ্জের মিজমিজ পাইনাদী নতুন মহল্লা এলাকায় বাসের ব্যাটারি চুরির আখ্যা দিয়ে বাবু (২৫) নামের এক যুবককে পিটিয়ে হত্যা করার ঘটনা ঘটে। এদিকে গত ১৮ এপ্রিল রাতে সিদ্ধিরগঞ্জের জালকুড়ি তালতলা এলাকায় দেওয়ান মঞ্জিলের দ্বিতীয় তলায় হাজী রায়হান উদ্দিন দেওয়ান মুন্নার ফ্লাটের জানালার গ্রিল কেটে অজ্ঞাত ৮/৯ জন ডাকাত দেশীয় অস্ত্র-সস্ত্রের ভয় দেখিয়ে ৫১ ভরি ১১ আনা স্বর্ণ, ০৫টি মোবাইল ফোন, ০১টি ম্যাকবুক এবং নগদ ১০ লাখ টাকা ডাকাতি করে নিয়ে যায়। দেওয়ান মঞ্জিলের ডাকাতির ঘটনায় এ ঘটনায় মামলা হওয়ার পর ৩ জন ডাকাতকে গ্রেফতার ও মাত্র ৩ ভরি স্বর্ণ উদ্ধার করে পুলিশ। মুন্না দেওয়ানের ভগ্নিপতি মিজানুর ইসলাম জানান, রাত সাড়ে তিনটার দিকে একদল ডাকাত বাড়ির জানাল গ্রিল কেটে ভেতরে প্রবেশ করে। এরপর ডাকাতরা মুন্না দেওয়ান ও বাড়ির নারীদের হাত-পা ও মুখ বেঁধে অস্ত্রে ভয় দেখিয়ে জিম্মি করে ফেলে। রাত সাড়ে ৩টা থেকে ভোর ৪ টা -২০ মিনিট পর্যন্ত মাত্র ৫০ মিনিটে নগদ টাকাসহ কোটি টাকার মালমাল লুঠ করে নিয়ে যায়। এছাড়াও গত ৪ মার্চ সিদ্ধিরগঞ্জের জালকুড়ি এলাকা থেকে দিন দুপুরে নারায়ণগঞ্জের মন্টি স্বর্ণ শিল্পালয়ের দুই কর্মচারী প্রদীপ দাশ ও সৈকত সরকারের কাছ থেকে ১ কোটি ৪১ লাখ টাকা ডাকাতি করে নিয়ে যায় অজ্ঞাত দুর্বৃত্তরা। চলন্ত শীতল পরিবহনের একটি বাস গাড়ি থেকে তাদের নামিয়ে ডিবি পুলিশ পরিচয় দিয়ে এ ডাকাতির ঘটনা ঘটায়। এ ঘটনায় মন্টি স্বর্ণ শিল্পালয় মালিক প্রাণকৃষ্ণ বাদী হয়ে সিদ্ধিরগঞ্জ থানায় একটি মামলা দায়ের করলেও পুলিশ লুঠ হওয়া টাকা উদ্ধার বা জড়িত কাউকে গ্রেফতার করতে পারেনি। এদিকে গত ২৫ এপ্রিল রাত ১ টায় তিনজন ছিনতাইকারী ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সিদ্ধিরগঞ্জের মাদানাীনগর এলাকায় মোটরসাইকেল আরোহী খালেদ মাহমুদ ও তার মামা সাজ্জাদ হোসেনের মোটরসাইকেল (নং- ঢাকা মেট্টো-ল-৫৯-১৫৮২) গতিরোধ করে চাপাতি ও দেশীয় অস্ত্রের ভয়ভীতি দেখিয়ে মূল্যবান তিনটি মোবাইল ফোন, চার হাজার টাকা, মানিব্যাগ এবং তাদের মোটরসাইকেলটি ছিনিয়ে নিয়ে যায়। মোবাইল ট্রেকিংয়ের মাধ্যমে বন্দরের কামতাল থানা পুলিশ ছিনতাইকারীদের মোটরসাইকেলটি উদ্ধার করলেও খালেদ মাহমুদের হুন্ডা, মোবাইল ফোন উদ্ধার বা ছিতাইকারীদের গ্রেফতার করতে পারেনি। গত বুধবার ১৭ জানুয়ারি বিকেলে আদমজী ইপিজেড থেকে বিদেশী কর্মকর্তাদের নিয়ে বের হওয়া কিডো বিডি কোম্পানির একটি মাইক্রোবাস সিদ্ধিরগঞ্জের জালকুড়ি বাসট্যান্ডের সামনে পৌঁছালে পথিমধ্যে রাস্তার দুই দিক হতে একদল সন্ত্রাসী পথরোধ করে গাড়ীর ভেতরে থাকা কর্মকর্তাদের হত্যার উদ্দেশ্যে উপর্যুপরি পাথর নিক্ষেপ করে হামলা চালায়। এতে গাড়ীর গ্লাস ভেঙ্গে ভিতরে থাকা দুই বিদেশি কর্মকর্তা গুরুতর আহত হন এবং গাড়ী ভাঙচুর করে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত করা হয়। এ ঘটনায় সিদ্ধিরগঞ্জ থানা শ্রমিক লীগের সদস্য সচিব সাদ্দাম হোসেনসহ দুই জনের নাম উল্লেখ করে সিদ্ধিরগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হলেও পুলিশের পক্ষ থেকে কোন ব্যবস্থা নেওয়া হয়নি। এদিকে দুই বিদেশীকে নাগরিকের উপর হামলার ঘটনায় ব্যবস্থা না নেওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন নারায়ণগঞ্জ ৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমান। তিনি বলেন, এমন কান্ড করে ওরা কিভাবে ছাড়া পায়?। গত ২৭ এপ্রিল রাতে বিজিবি কনভেনশন সেন্টারে কাজ শেষে ফ্যাইন্যান্স ম্যানেজার মিজানুর রহমানের অটোরিক্সা নিয়ে সিদ্ধিরগঞ্জের পাইনাদী পূর্বপাড়া এলাকায় নিজ বাড়িতে যাচ্ছিলেন। তাকে বহনকারী অটোরিক্সা সিদ্ধিরগঞ্জের সিআইখোলায় এলাকায় পৌছলে ৫ জন ছিনতাকারী চাপাতি, চাকু ও দেশীয় অস্ত্রসহ ঐ অটোর গতিরোধ করে অস্ত্রের মুখে তাকে ও অটোচালককে জিম্মি করে দুইটি মোবাইল ফোন, ব্যাংকের দুইটি ক্র্যাডিটকার্ড ও মানিব্যাগ ছিনিয়ে নেয় ছিনতাইকারীরা। এ ঘটনায় তিনি সিদ্ধিরগঞ্জ থানায় গিয়ে পুলিশকে রবিবার অবহিত করলেও পুলিশ এ ঘটনায় কাউকে আটক বা লুট হওয়ায় মালামাল উদ্ধার করতে পারেনি। গত ১৯ এপ্রিল বিকেলে মাদ্রসার শিক্ষার্থী মো. সিফাত তার বন্ধু সাগর শেখ (১৯) কে নিয়ে কাঁচপুর সেতু এলাকায় ঘুরতে যান। ঘুরাফেরা শেষে রাত পৌনে ৯টায় তারা উভয়য়ে বাড়ি ফেরার উদ্দেশ্যে রওনা দিয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কাঁচপুর সেতুর পশ্চিম পাশে ২ জন অজ্ঞাতনামা ছিনতাইকারীদের ছুড়িকাঘাতে আহত হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ২৩ এপ্রিল দুপুরে তার মৃত্যু হয়। এ ঘটনায় সিফাতের মামা আল-ইমাম বাদী হয়ে অজ্ঞাতনামা ছিনতাইকারীদের আসামী করে মামলা দায়ের করলেও পুলিশ কোন ছিনতাইকারীকে গ্রেফতার করতে পারেনি। গত বছরের ৩ অক্টোবর বিকেল সাড়ে ৫ টার দিকে কাঁচপুর সেতুর উপর সশস্ত্র ছিনতাইকারীদের ছুরিকাঘাতে প্রাণ হারান সুভাস চন্দ্র শর্মা (৪৫) নামে এক গার্মেন্টস শ্রমিক। এ ঘটনায় মামলা হলেও পুলিশ ঘটনার সাথে জড়িত কাউকে গ্রেফতার করতে পারেনি। এরআগে গত বছরের ১০ জুলাই রাতে কাঁচপুর সেতুর পশ্চিমপাশে ছিনতাইকারীর ছুরিকাঘাতে খুন হয় আরমানুল ইসলাম রোহান (২২) নামে একজন। এসময় তার ভাই আরমানুল ইসলাম রিপন (২০) ছুরিকাঘাতে আহত হন। এ ঘটনায় মামলা হওয়ার পর জেলা ডিবি পুলিশ দুই ছিনতাইকারীকে গ্রেফতার করে। সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবু বকর সিদ্দিক জানান, হত্যা ডাকাতি ও ছিনতাইয়ের ঘটনায় আমরা কয়েকজনকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করেছি। এর মধ্যে কয়েকজন আসামি আদালতে স্বীকারোক্তি মূলক জবানবন্দী দিয়েছেন। এ বিষয়ে কথা হলে নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার (এসপি) গোলাম মোস্তফা রাসেল বলেন, কাঁচপুর সেতু এলাকায ছিনতাইকারীদের ছুরিকাঘাতে নিহতের ঘটনায়সহ গত ১০ দিনে অভিযান চালিয়ে ২৫ থেকে ৩০ জন ছিনতাইকারীকে গ্রেফতার করা হয়েছে। বাকি আসামিদের গ্রেফতারের জন্য আমরা বিভিন্ন স্থানে অভিযান চালাচ্ছি।

Comments are closed.

এই কাল এই সময়

চুনকা আমৃত্যু মানুষের হৃদয়ে থাকবেন

ডান্ডিবার্তা | ফেব্রুয়ারি ২৫, ২০২৪, ১২:০০ | Comments Off on চুনকা আমৃত্যু মানুষের হৃদয়ে থাকবেন

  হাবিবুর রহমান বাদল নারায়ণগঞ্জের জন মানুষের নেতা, স্বাধীনতা-উত্তর নারায়ণগঞ্জ পৌরসভার প্রথম নির্বাচিত চেয়ারম্যান, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবের আদর্শের সৈনিক ও মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক আলী আহাম্মদ চুনকার আজ রবিবার ৪০তম মৃত্যুবার্ষিকী। মানুষের মৃত্যু চিরন্তন সত্য। কিন্তু কিছু কিছু মৃত্যু আছে যা ইচ্ছা করলেই মেনে নেয়া যায় না, বা মেনে নিতে মন চায় না। বিশ্বাস […]

আজকের পত্রিকা

আজকের পত্রিকা

মন্তব্য প্রতিবেদন

সাধারণ মানুষের হৃদয়ে বেঁচে আছেন নাসিম ওসমান

ডান্ডিবার্তা | এপ্রিল ৩০, ২০২৪, ১২:৫০ | Comments Off on সাধারণ মানুষের হৃদয়ে বেঁচে আছেন নাসিম ওসমান

হাবিবুর রহমান বাদল নারায়ণগঞ্জ সদর আসনের প্রয়াত সাংসদ একেএম নাসিম ওসমানের আজ মঙ্গলবার ১০ম মৃত্যুবার্ষিকী। আজ থেকে ১০ বছর পূর্বে সদর ও বন্দর আসনের সাধারন মানুষের নেতা মাটি ও মানুষের সাথে যার ছিল আমৃত্যু সহাবস্থান সেই নাসিম ওসমান ভারতের দেরাদুনে আকস্মিক মৃত্যু বরণ করেন। তার মৃত্যুতে সমগ্র নারায়ণগঞ্জ যেন সেদিন স্থবির হয়ে পড়েছিল। নাসিম ওসমানের […]

ফেসবুক লাইক

বিশেষ প্রতিবেদন

বাজার গিয়ে বিপাকে স্বল্প আয়ের মানুষ

ডান্ডিবার্তা | জানুয়ারি ২৭, ২০২৪, ১২:৩৪ | Comments Off on বাজার গিয়ে বিপাকে স্বল্প আয়ের মানুষ

ডান্ডিবার্তা রিপোর্ট ভরা মৌসুমেও অস্থির বাজার। স্বস্তি ফিরছে না কোনো কিছুতেই। চাল ডাল থেকে মাছ মাংস কিংবা সবজি সবকিছুরই বেড়েছে দাম। আয় না বাড়লেও, প্রতিনিয়ত নিত্যপণ্যের বাড়তি দামে হিসাব মেলানো কঠিন হয়ে পড়েছে ক্রেতাদের। একের পর এক পণ্য যুক্ত হচ্ছে বাড়তি দামের তালিকায়। এমন অবস্থায় বিপাকে স্বল্প আয়ের মানুষ। বাজারের তালিকা কাটছাঁট করেও, সংসার চালাতে […]

নামাজের সময়

সেহরির শেষ সময় - ভোর ৩:৪৭
ইফতার শুরু - সন্ধ্যা ১৮:৪০
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৩:৫২
  • ১১:৫৮
  • ১৬:৩৩
  • ১৮:৪০
  • ২০:০৩
  • ৫:১৩

ফিচার বার্তা

নয়ামাটিতে বিখ্যাত মাছুয়ার দুধের মালাই পাউরুটি

ডান্ডিবার্তা | জানুয়ারি ২৭, ২০২৪, ১২:১৮ | Comments Off on নয়ামাটিতে বিখ্যাত মাছুয়ার দুধের মালাই পাউরুটি

জাহাঙ্গীর ডালিম পাকিস্তান আমল থেকে নয়ামাটির জনপ্রিয় চায়ের দোকান। নারায়ণগঞ্জে গেঞ্জি বা আন্ডার গার্মেন্টসের জন্য বিখ্যাত নয়ামাটি। ক্ষুদ্র উদ্যোক্তাদের প্রতিষ্ঠান হওয়ায় রিফ্রেশমেন্ট এর জন্য এখানকার মালিক শ্রমিক সকলের প্রথম পছন্দ গরুর দুধের মালাই পাউরুটি আর গরুর দুধের চা। তবে সেটাও কড়া লিকারের গরুর দুধের চা। সেই গরুর দুধও হবে একদিনের পুরানো। ফলে চিনি কম দিয়ে […]

অতিথি কলাম

কার্পেটের তলায় ময়লা রেখে ঘর পরিষ্কার দেখাতে চায় বাংলাদেশ ব্যাংক?

ডান্ডিবার্তা | মে ০৪, ২০২৪, ১০:০৫ | Comments Off on কার্পেটের তলায় ময়লা রেখে ঘর পরিষ্কার দেখাতে চায় বাংলাদেশ ব্যাংক?

সৈয়দ ইশতিয়াক রেজা প্রতিনিয়ত শুনতে হয় সাংবাদিকতা আর নেই দেশে। কারণ মানুষ যা চায় সব দিতে পারছে না মিডিয়া। সাংবাদিকরা খারাপ, কিন্তু কে যে ভালো সেটা আমরা বুঝতে পারছি না। তবে এত খারাপের মধ্যেও বেসিক ব্যাংক লুট হওয়া, ফারমার্স ব্যাংকের লোপাট হওয়া, হল-মার্ক কেলেঙ্কারি, ইসলামী ব্যাংকের ত্রাহি অবস্থা- এসব খবর মিডিয়াই প্রকাশ করেছে। সাংবাদিকরা যদি […]

পুরনো সংখ্যা

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  

Copyright © দৈনিক ডান্ডিবার্তা ২০২৪