আজ মঙ্গলবার | ১২ আগস্ট ২০২৫ | ২৮ শ্রাবণ ১৪৩২ | ১৭ সফর ১৪৪৭ | দুপুর ২:৫৯

সোনারগায়ে দেশীয় অস্ত্রসহ ৬ ডাকাত আটক

ডান্ডিবার্তা | ১২ আগস্ট, ২০২৫ | ১১:২০ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ডাকাতি ও ছিনতাই রোধকল্পে সোনারগাঁও থানার পাঁচকানির কান্দি এলাকা হতে র‍্যাব-১১ এর বিশেষ অভিযানে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্রসহ ৬ ডাকাতকে গ্রেফতার করেছে। এ সময় অপর এক অভিযানে ১০১ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলো, মফিজুল ইসলাম ওরফে জামিল বাবু,সাইফুল ইসলাম ওরফে সাকিব, মোঃ মানিক, সাদ্দাম, সহিদ, মনির হোসেন। এ সময় গ্রেফতারকৃত আসামীদের নিকট থেকে ৫টি চাপাতি, ২ টি চাইনিজ কুড়াল, ৫ টি ছুরি, ১ টি সুইচ গিয়ার এবং ১ টি হাওয়া (বড় দা) উদ্ধার করা হয়। গতকাল সোমবার বিকেলে র‍্যাব-১১’র কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে অধিনায়ক লেঃ কর্নেল এইচ এম সাজ্জাদ হোসেন এসব তথ্য জানান। প্রেস ব্রিফিংয়ে জানানো হয়, গ্রেফতারকৃত আসামী ও চক্রের অন্যান্য সদস্যরা ঢাকা- চট্টগ্রাম মহাসড়কে মেঘনা ব্রিজের টোলপ্লাজার অভিমুখে কৃত্রিম ভাবে যানজট সৃষ্টি করে চক্রের অন্যান্য সদস্যরা দেশীয় অস্ত্র-শস্ত্রসহ যাত্রীবাহী ও মালবাহী গাড়ীতে আক্রমণ করে। আসামীরা যাত্রী এবং চালকদের নিকট থেকে মোবাইল ফোন, স্বর্ণালংকার, নগদ টাকাসহ অন্যান্য দামী জিনিসপত্র লুট করে নেয়। অভিযানকালে ডাকাতি ও ছিনতাই চক্রের ৬ জন সদস্যকে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্রসহ গ্রেফতার করে র‍্যাব সদস্যরা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামীরা জানায় মহাসড়কে ডাকাতি ও ছিনতাইয়ের উদ্দেশ্যে তারা প্রথমে একত্রিত হয়। তারপর তারা অপেক্ষা করতে থাকে রাস্তায় প্রতিবন্ধকতা বা যানজট সৃষ্টির জন্য। কখনও কখনও তারা নিজেরাই গাছের গুড়ি সড়কে ফেলে কৃত্রিম যানজট তৈরী করে। এরপর পরিকল্পনা অনুসারে দেশীয় অস্ত্র দিয়ে চালক ও যাত্রী সাধারণকে ভয়ভীতি দেখিয়ে তাদের মূল্যবান সামগ্রী স্বর্ণালংকার মোবাইল ও নগদ টাকা হাতিয়ে নেয়। এসময়ে তারা গাড়ির গ্লাস ভেঙ্গে আঘাত করে কাজটি সম্পন্ন করে। গ্রেফতারকৃত আসামীদের মধ্যে মফিজুল ইসলাম জামিল বাবু এর নামে ৪টি, সাইফুল ইসলাম সাকিবের নামে ৪টি, মানিকের নামে ৩টি, সাদ্দামের নামে ১০টি ডাকাতি, ২টি হত্যা, ৪টি মাদক, ১টি অস্ত্র মামলা এবং ১ টি চুরি) মামলা, সহিদ এর নামে ১টি হত্যাসহ ১৮টি মামলা এবং মনির হোসেনের নামে ৫টি মামলা রয়েছে। র‍্যাব-১১’র পৃথক আরেকটি বিশেষ অভিযানে সোনারগাঁও থানাধীন মেঘনা টু বটতলাগামী রোড থেকে ১০১ কেজি গাঁজাসহ ১ টি মিনি ট্রাক জব্দ করা হয়।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা