আজ মঙ্গলবার | ১২ আগস্ট ২০২৫ | ২৮ শ্রাবণ ১৪৩২ | ১৭ সফর ১৪৪৭ | দুপুর ২:৪২

নারায়ণগঞ্জে নতুন ভোটার ৮৮ হাজার ১৪৪ জন

ডান্ডিবার্তা | ১২ আগস্ট, ২০২৫ | ১১:২৪ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট
ভোটার তালিকার হালনাগাদ কার্যক্রম শেষে নারায়ণগঞ্জে নতুন করে যুক্ত হয়েছেন ৮৮ হাজার ১৪৪ জন ভোটার। জেলা নির্বাচন অফিসারের কার্যালয় সূত্রে এ তথ্য জানা গেছে। প্রকাশিত খসড়া তালিকায় দেখা যায়, ২০০৭ সালের ১ জানুয়ারি বা তার আগে জন্মগ্রহণকারীদের মধ্যে নতুন অন্তর্ভুক্ত ভোটারের মধ্যে নারী ৫২ হাজার ৩৬ জন, পুরুষ ৩৬ হাজার ১০২ জন এবং হিজড়া পরিচয়ে ৬ জন রয়েছেন। হিজড়া ভোটারদের মধ্যে নারায়ণগঞ্জ সদর উপজেলায় ৫ জন ও রূপগঞ্জ উপজেলায় ১ জন অন্তর্ভুক্ত হয়েছেন। উপজেলা ভিত্তিক নতুন ভোটারের সংখ্যা অনুযায়ী, সদর উপজেলায় সর্বাধিক ৩৪ হাজার ৩৬২ জন এবং বন্দরে সর্বনি¤œ ১০ হাজার ৩৪৭ জন অন্তর্ভুক্ত হয়েছেন। এছাড়া সোনারগাঁ উপজেলায় ১৩ হাজার ৬৯৫ জন, রূপগঞ্জে ১৫ হাজার ৩৫৪ জন এবং আড়াইহাজারে ১৪ হাজার ৩৮৬ জন ভোটার যোগ হয়েছেন। খসড়া তালিকায় অন্তর্ভুক্ত ভোটারদের তথ্য একটি সম্পূরক তালিকায় সংশ্লিষ্ট উপজেলা ও থানা নির্বাচন কমিশন কার্যালয়ে প্রকাশ করা হয়েছে। তালিকা নিয়ে কোনো দাবি বা সংশোধন থাকলে আগামী ১২ দিনের মধ্যে সংশ্লিষ্ট নির্বাচন অফিসে জানাতে হবে। আপত্তি ও সংশোধন নিষ্পত্তি শেষে আগামী ৩১ আগস্ট চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা