আজ মঙ্গলবার | ১২ আগস্ট ২০২৫ | ২৮ শ্রাবণ ১৪৩২ | ১৭ সফর ১৪৪৭ | দুপুর ২:৪১

শামীম ওসমানের আস্থাভাজনরা প্রকাশ্যে

ডান্ডিবার্তা | ১২ আগস্ট, ২০২৫ | ১১:২৬ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট
নারায়ণগঞ্জে এখনো শামীম ওসমানের একাধিক আস্থাভাজন শহরে ঘুরে বেড়াচ্ছে। তারা পুলিশের নাকের ডগায় ঘুরে বেড়ালেও পুলিশ তাদের গ্রেফতার করছে না। বিভিন্ন সূত্র থেকে জানা যায়, বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে মাসদাইর কবরস্থান এলাকায় মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি হাবিবুর রহমান রিয়াদের সাথে প্রকাশ্য ছাত্র-জনতার উপর হামলাকারী আওয়ামী দোসররা অনেকটা নিরাপদে রয়েছেন। রনজিৎ মন্ডল গডফাদার শামীম ওসমানের আর্শীবাদে জেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টার ঐক্য পরিষদের সাধারন সম্পাদক হিসেবে থেকে চোরাই তেল, ভুমিদস্যুতা ও ঝুট সেক্টর নিয়ন্ত্রণ করে কয়েক কোটি টাকার মালিক হয়েছেন। বৈষম্যবিরোধী ছাত্র-জনতার উপর হামলার দায়ে ফতুল্লা মডেল থানায় দায়েরকৃত কয়েকটি মামলারও আসামী এ রনজিৎ মন্ডল। রনজিৎ মন্ডলের অপর বন্ধু এনায়েতনগর ইউপির ৭নং ওয়ার্ডের সাবেক মেম্বার জাকারিয়া জাকিরও শামীম ওসমানের আরেক ঘনিষ্টজন। যিনি বিগত সময়ে ভুমিদস্যুতা ও ঝুট সেক্টর নিয়ন্ত্রণে নিয়ে প্রায় শত কোটি টাকার মালিক বনেছেন। যারা উভয়েই নাকি স্থানীয় এক নেতাকে মোটা অংকের টাকা দিয়ে এলাকাতে বসবাস করছেন এমনটাই গুঞ্জন ছেয়ে পড়েছে এলাকা জুড়ে। যুবলীগ নেতা মিজানুর রহমান মিজান ওরফে বড় মিজান গাফফার গং। এরা সবাই শামীম ওসমানের ভূমিদস্যুতার আস্থাভাজন মহানগর আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক শাহ নিজামের বলয়ে থেকে বিসিকসহ মাসদাইর ও আশপাশ এলাকার ঝুট নিয়ন্ত্রক ছিলেন বলে জানান। এছাড়া ছাত্রলীগ নেতা অনিকের বাবা ৭নং ওয়ার্ড বিএনপির সভাপতি জসিম প্রধান, আওয়ামী লীগ নেতা আতাউর রহমান আতা প্রধান, রাফেলের ভাই রাসেল প্রধান সবই বর্তমানে এলাকায় বহাল তবিয়তে রয়েছেন। শুধু তাই নয় এলাকায় থেকে এই আওয়ামী লীগের সকল সন্ত্রাসীরা মাসদাইরের সকল অপকর্মের ভাগ থেকে শুরু করে বিসিকের গার্মেন্টস ঝুট সন্ত্রাসী সবই করছেন এমনকি ভাগ ও পাচ্ছেন। এছাড়া সাবেক এমপি শামীম ওসমানের অনুসারী। পাশাপাশি ছিলেন সদর উপজেলার ফতুল্লার এনায়েতনগর ইউনিয়নের বিতর্কিত চেয়ারম্যান হাবিবুর রহমান লিটন। শামীম ওসমান, অয়ণ ওসমান ও আজমেরী ওসমানের পক্ষ নিয়ে বৈষম্যবিরোধী আন্দোলন দমাতে রাস্তায় ভূমিকা পালন করেছিলেন তিনি। তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী আন্দোলনের সময় প্রাণ হারানো আদিলকে হত্যার অভিযোগ রয়েছে। গুলিতে নিহত আদিল হত্যা মামলার এজাহারভুক্ত আসামি তিনি। এ ছাড়াও তার বিরুদ্ধে রয়েছে একাধিক মামলা। এত্তো অভিযোগ সত্ত্বেও প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন তিনি। তবুও তাকে রহস্যজনক কারণে গ্রেফতার করছে না ফতুল্লা থানা পুলিশ। তার বিরুদ্ধে সরকারী জমি দখল, সনাতন ধর্মালম্বীদের ধর্মীয় সম্পত্তি দখল করে বিক্রিসহ সকল ধরলের অভিযোগও রয়েছে এই লিটনের বিরুদ্ধে। কুখ্যাত গডফাদারখ্যাত সাবেক এমপি শামীম ওসমানের অন্যতম ক্যাডার যুবলীগ নেতা শাহ নিজামের ঘনিষ্ঠ বন্ধু সাবেক ইউপি চেয়ারম্যান লিটন এখনো প্রকাশ্যেই ঘুরে বেড়ানোর পাশাপাশি তেলচুরি, সনাতন ধর্মালম্বীসহ অনেকের সম্পত্তি দখল, মিল ফ্যাক্টরী ছাড়াও শ্রমিকদের কাছে চাঁদাবাজি যে প্রতি দিনের প্রতি মুহূর্তের। এ বিষয়ে ওসি শরিফুল ইসলাম বলেন, ‘হাবিবুর রহমান লিটন আসলেই ডেভিল (শয়তান)। তা না হলে সে একজন ওসির পাশে দাঁড়িয়ে ফটোশেসন করে পালাতে পারে? তার বিরুদ্ধে হত্যাসহ একাধিক মামলা রয়েছে। কিন্তু আমি তাকে চিনি না। কেউ যদি তাৎক্ষণিক বলতো, কেউ বললেই তাকে গ্রেফতার করতে পারতাম।’ ফতুল্লার পঞ্চবটী এলাকার অনেকেই জানান, ২০১৮ সালের ১৭ মার্চ ফতুল্লার হরিহর পাড়া উচ্চ বিদ্যালয় মাঠে এনায়েতনগর ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজিত কর্মী সভায় বিশাল মঞ্চ তৈরী করে শামীম ওসমানের হাতে ফুল দিয়ে আওয়ামীলীগে যোগ দেন লিটন। এরপর থেকেই বেপরোয়া হয়ে ওঠেন কুখ্যাত এই চাঁদাবাজ ও ভূমিদস্যু লিটন। হরিহরপাড়া স্কুলের পাশে এক হিন্দু পরিবারের তিনতলা পুরানো বাড়ি ভেঙে জমি বিক্রি করে দেয়। প্রভাবশালী হওয়ায় লিটন ও তার বাহিনীর বিরুদ্ধে কেউ বাধা দিতে পারে নি। বিগত সময়ের মতো এখনো বিশেষ পেশার কয়েকজনকে ম্যানেজ করে সনাতন ধর্মালম্বীদের জমি দখল করে বিক্রি করে হাতিয়ে নিচ্ছে কোটি কোটি টাকা। বৈষম্য বিরোধী আন্দোলন চলাকালে ২০২৪ সালের ১৯ জুলাই প্রকাশ্যে লিটন ও তার দলবল ঢাকা-নারায়ণগঞ্জ পুরাতন সড়কে ছাত্রদের প্রতিহত করেছেন এই লিটকব ওতার বাহিনী। ওই দিনই লিংক রোডে আন্দোলন প্রতিরোধকারীদের গুলিতে ফতুল্লার কায়েমপুর এলাকার নুরুজ্জামানের ছেলে আপন ও তার ছেলের বন্ধু আদিল গুলিবিদ্ধ হয়। চোখে গুলি লেগে দৃষ্টি শক্তি হারান আপন। আর মাথায় গুলিবিদ্ধ হয়ে প্রাণ হারান যুবক আদিল।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা