আজ বুধবার | ৭ মে ২০২৫ | ২৪ বৈশাখ ১৪৩২ | ৮ জিলকদ ১৪৪৬ | রাত ৩:৩৫

শাহরুখ খান নিজের ৫৯তম জন্মদিনে দিলেন বড় ঘোষণা ‘তিনি আর ধূমপান করছেন না’

ডান্ডিবার্তা | ০৪ নভেম্বর, ২০২৪ | ১১:৩৫ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট:  বলিউডের জনপ্রিয় অভিনেতা শাহরুখ খানের ৫৯তম জন্মদিন (২ নভেম্বর)। এই বয়সে এসেও যেন আগের মতো তরুণই রয়ে গেছেন তিনি। এখনও একের পর এক সিনেমায় অভিনয়ের মাধ্যমে ঝড় তুলে যাচ্ছেন দর্শকদের মনে।১৯৬৫ সালের ২ নভেম্বর নতুন দিল্লির এক মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন শাহরুখ। তার বাবার নাম মীর তাজ মোহাম্মদ খান এবং মায়ের নাম লতিফ ফাতিমা। অভিনেতার বাবা ভারতের নতুন দিল্লির পাঠান বংশোদ্ভূত।

ব্যক্তিগত জীবনে ছয় বছর প্রেম করার পর ১৯৯১ সালের ২৫ অক্টোবর হিন্দু রীতিতে গৌরী চিব্বারকে বিয়ে করেন শাহরুখ। গৌরী পাঞ্জাবি হিন্দু ধর্মাবলম্বী। বিয়ের পর নাম পরিবর্তন করে হন গৌরী খান। তাদের সংসারে তিন সন্তান। বড়পুত্র আরিয়ান খান, একমাত্র কন্যা সুহানা খান এবং ছোটপুত্র আব্রাম খান।

একসময় এই অভিনেতা সারাদিন শুধু ব্ল্যাক কফি আর কাবাব নিয়েই মেতে থাকতেন। সঙ্গে রাখতেন একের পর এক সিগারেট। এক সাক্ষাৎকারে শাহরুখ জানিয়েছিলেন, তিনি নাকি দিনে ১০০টা সিগারেট খেতে পারেন। সেই শাহরুখই নিজের ৫৯তম জন্মদিনে দিলেন বড় ঘোষণা। ইন্ডিয়ান টুডের প্রতিবেদনে বলা হয়েছে, জন্মদিনে ভক্তদের সাক্ষী রেখে কিং খান জানিয়েছেন, ‘তিনি আর ধূমপান করছেন না।’শাহরুখ বলেন, ‘প্রথমে ভেবেছিলাম, ধূমপান ছেড়ে দিলে হয়তো শ্বাস নিতে কষ্ট হবে। কিন্তু তেমন কোনও সমস্যা হচ্ছে না। তবে হ্যাঁ, হঠাৎ করে এত বড় বদল আসায়, একটু অসুবিধা হচ্ছে। আশা করছি, সেই সমস্যাও তাড়াতাড়ি কেটে যাবে।’

 

 




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা