আজ মঙ্গলবার | ৬ মে ২০২৫ | ২৩ বৈশাখ ১৪৩২ | ৭ জিলকদ ১৪৪৬ | রাত ১১:১৬

নিশোর ‘দাগী’

ডান্ডিবার্তা | ১৩ নভেম্বর, ২০২৪ | ১২:০৭ অপরাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট: ‘সুড়ঙ্গ’ দিয়ে বড় পর্দাতেও অভিষেক হয়েছে তাঁর। এরপর থেকেই অভিনেতাকে নতুন সিনেমায় দেখার জন্য উদগ্রীব হয়ে আছেন ভক্তরা।  অবশেষে সবাইকে চমকে দিতে যাচ্ছেন নিশো। নির্মাতা শিহাব শাহীনের নতুন সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন আফরান নিশো। যদিও এ বিষয়ে নির্মাতা কিংবা অভিনেতার পক্ষ থেকে নিশ্চিত করে কিছু বলা হয়নি। তবে কয়েকদিন আগে পরিচালক সমিতিতে ‘দাগী’ নামে একটি সিনেমা নিবন্ধন করা হয়েছে, যা কিনা পরিচালনা করবেন শিহাব শাহীন।

এর আগে চলতি বছর ভারতের এসভিএফের সঙ্গে যৌথ আয়োজনে একটি প্রযোজনা প্রতিষ্ঠানের ঘোষণা দেয় আলফা আই। সেই প্রতিষ্ঠানের দুটি সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন নিশো। এর মধ্যে একটি পরিচালনা করবেন শিহাব শাহীন।

এ বিষয়ে নির্মাতার মন্তব্য না পাওয়া গেলেও সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, দাগী সিনেমাটির শুটিং শুরু নভেম্বরের । আর আগামী বছরের ঈদুল আজহায় এটি মুক্তি পাওয়ার সম্ভাবনা রয়েছে।প্রসঙ্গত, শিহাব শাহীন পরিচালিত প্রথম সিনেমা ‘ছুঁয়ে দিলে মন’। আর তাঁর দ্বিতীয় সিনেমা দাগী। এমনকি এটি নিশোরও দ্বিতীয় সিনেমা।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা