আজ বুধবার | ৭ মে ২০২৫ | ২৪ বৈশাখ ১৪৩২ | ৮ জিলকদ ১৪৪৬ | রাত ১২:৫৬

বাবা সেলিম খানের প্রথম বাইকে সালমান, মুগ্ধ নেটিজেন!

ডান্ডিবার্তা | ২৩ নভেম্বর, ২০২৪ | ১১:৩৮ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট:  মুম্বইয়ের রাস্তায় মাঝে মধ্যে তাঁকে সেই বাইক চালাতেও দেখা যায়। সালমান খানের যে বাইকের প্রতি দারুণ ভালোবাসা আছে সে কথা সকলেই জানেন। একাধিক স্পোর্টস বাইক আছে তার গ্যারাজে।আর এদিন সেটারই ঝলক তিনি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলেন। জানালেন সেলিম খানের প্রথম বাইক আজও তিনি সযত্নে রেখে দিয়েছেন। তাতে চড়ে এদিন দুজনে ছবিও দেন।বৃহস্পতিবার (২১ নভেম্বর) সালমান খান একাধিক ছবি পোস্ট করেন সোশ্যাল মিডিয়ায়। সেখানে তাকে তার বাবার প্রথম বাইকে বসে থাকতে দেখা যাচ্ছে। আরেকটি ছবিতে সেলিম খান সেই বাইকে বসে, পাশে দাঁড়িয়ে খোদ ভাইজান।সেখানে তাঁকে তাঁর বাবার প্রথম বাইকে বসে থাকতে দেখা যাচ্ছে। আরেকটি ছবিতে সেলিম খান সেই বাইকে বসে, পাশে দাঁড়িয়ে খোদ ভাইজান। এই ফটো সেশন তাঁরা তাঁদের বাড়ির বাগানেই করেছেন। অভিনেতার পরনে ছিল টিশার্ট এবং প্যান্ট। তাঁর বাবা জিন্সের সঙ্গে একটি গ্রে এবং সাদা রঙের শার্ট পরেছিলেন। এই ছবি পোস্ট করে তিনি লেখেন, ‘বাবার প্রথম বাইক। ট্রায়ম্ফ টাইগার ১০০। ১৯৫৬।’

তাঁদের একসঙ্গে দেখে দারুণ উচ্ছ্বসিত তাঁদের অনুরাগীরা। বাদ যাননি তাঁদের সহকর্মীরা। অমিত সাধ একাধিক ইমোজি পোস্ট করেন। সঙ্গীতা বিজলানি লেখেন, ‘সেলিম কাকু দারুণ কুল।’ কেউ আবার লেখেন, ‘বলিউডের বাপ।’ আরেক ব্যক্তি লেখেন, ‘২ দাবাং, ২ টাইগার।’

প্রসঙ্গত সলমন খানকে আগামীতে সিকান্দর ছবিতে দেখা যাবে। আগামী বছর ঈদে মুক্তি পাবে সেই ছবিটি। সেই ছবিতে তাঁর সঙ্গে থাকবেন কাজল আগরওয়াল, রশ্মিকা মন্দানা। ছবিটি পরিচালনা করেছে এ আর মুরুগাদোস। সলমন খানকে সিংঘম এগেন ছবিটিতে চুলবুল পান্ডের ক্যামিও করতে দেখা গিয়েছে।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা