আজ মঙ্গলবার | ৬ মে ২০২৫ | ২৩ বৈশাখ ১৪৩২ | ৭ জিলকদ ১৪৪৬ | বিকাল ৪:৪১

ফের বিয়ের পিঁড়িতে অভিনেত্রী মল্লিকা

ডান্ডিবার্তা | ১৯ ডিসেম্বর, ২০২৪ | ১০:২০ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট
মনের মতো কাউকে খুঁজে পেলেন অভিনেত্রী মল্লিকা বন্দ্যোপাধ্যায়। দীর্ঘদিন সিঙ্গেল মাদার হিসেবে জীবনযাপনের পর আবারও সাতপাকে বাঁধা পড়লেন তিনি। ওপার বাংলার টিভি পর্দার জনপ্রিয় মুখ মল্লিকা। যদিও বেশিরভাগ সময় খলচরিত্রেই দেখা গেছে তাকে। বাস্তবে অবশ্য মানুষটা অন্য রকম। পর্দার চরিত্রের সঙ্গে একেবারেই মিল নেই। চারপাশে মানুষের অভাব ছিল তেমন নয়। তবে জীবনে বারবার ঠকে যেন বিশ্বাস করতে ভুলে গিয়েছিলেন। তার জীবনের ভেঙে যাওয়া বিশ্বাস জোড়া লাগল। ১৫ বছর পর আবারও বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন অভিনেত্রী। বর্তমানে ১৭ বছরের মেয়ের মা তিনি। মেয়ের উৎসাহেই ফের দ্বিতীয় বিয়ে করছেন মল্লিকা। পাত্র চিকিৎসক রুদ্রজিৎ রায়। আগামী ২৪ জানুয়ারি তাদের বিয়ে। এর আগেই আনন্দবাজারকে জানালেন জীবনের নতুন অধ্যায় শুরুর অভিজ্ঞতা। অল্প বয়সে প্রেম করে বিয়ে করেন মল্লিকা। মেয়ের বয়স যখন ৯ বছর, তখনই স্বামী জানান- তিনি পরকীয়ায় জড়িয়েছেন। সেই থেকে লড়াই শুরু। একা হাতে মেয়েকে বড় করে তুলেছেন। মেয়ের দায়িত্ব সামাল দিতে গিয়ে নিজের জীবনের দিকে তাকানোর সময় পাননি। তবু মাঝে প্রেম আসে মল্লিকার জীবনে, তিনিও ইন্ডাস্ট্রির পরিচিত মুখ। কিন্তু বছর খানেকের মধ্যে সেখানেও প্রতারণা। তারপর যেন বিশ্বাস উঠে যায় সম্পর্ক থেকে। তবুও মায়ের চিন্তা, মেয়ে বড় হচ্ছে কয়েক বছরের মধ্যে তার নিজস্ব জগত হবে। সে কথা ভেবে মনস্থির করেন, ফের চেষ্টা করবেন। মল্লিকা জানান, কোভিডকালে রুদ্রজিতের সঙ্গে দেখা। তার ও মেয়ের চিকিৎসক ছিলেন। পরে অবশ্য একটি অনুষ্ঠানে আলাপ। মল্লিকার কথায়, ‘রুদ্রর তরফ থেকেই প্রস্তাবটা আসে। আমি বহুবার না করেছি। ওকে বলেছি, ভেবে দেখতে। কারণ আমার মেয়ে রয়েছে। সেটা মানিয়ে নেওয়ার একটা ব্যাপার রয়েছে। কিন্তু রুদ্র হাল ছাড়েনি। তার মধ্যে অসম্ভব ধৈর্য। সেটাই সবচেয়ে বেশি আকর্ষণ করেছে আমাকে। ভরসা ফিরিয়ে দিয়েছে আমার মানুষের প্রতি।’ কিন্তু মেয়ে আগামীতে ১৮ বছরে পা রাখবেন। সেখানে দাঁড়িয়ে মায়ের বিয়ে, বিষয়টি কিভাবে দেখছে? মল্লিকার কথায়, ‘মেয়ের যখন ১১ বছর বয়স সেই সময় থেকেই ও আমাকে বলেছিল নতুন করে ভাবার কথা। এখন রুদ্র আর মেয়েকে কথা বলতে দেখলে কেউ বলবে না যে ও গরিমার বাবা নয়। সত্যি বলতে বেশি বয়সে বিয়ে কুন্ঠাবোধ হচ্ছিল। মেয়েই উৎসাহ নিয়ে সবটা করিয়েছে। আর আমার মেয়ে ১৭ বছর হলেও একটু ছেলেমানুষ। এখন তার আনন্দ মায়ের বিয়ে দেখবে। ওর ইচ্ছে মায়ের বিয়েতে নিতকনে হবে।’ যেহেতু মল্লিকার কাছে মেয়েই তার জগত, তাই মেয়ে খুশি থাকলেই সে খুশি। উল্লেখ্য, বর্তমানে ‘গীতা এলএলবি’ ও ‘দুই শালিক’ ধারাবাহিকে অভিনয় করছেন মল্লিকা। এছাড়াও রাজর্ষি দে পরিচালিত ‘সাদা রঙের পৃথিবী’ ছবিতে দেখা গেছে তাকে।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা