আজ মঙ্গলবার | ৬ মে ২০২৫ | ২৩ বৈশাখ ১৪৩২ | ৭ জিলকদ ১৪৪৬ | বিকাল ৩:৩৯

অভিনয়ে অনিয়মিত রিচি সোলায়মান

ডান্ডিবার্তা | ২৬ ডিসেম্বর, ২০২৪ | ১১:৩৩ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট
অভিনয়ে এখন অনেকটাই অনিয়মিত অভিনেত্রী রিচি সোলায়মান। স্বামী-সন্তান নিয়েই ব্যস্ত সময় পার করছেন তিনি। এবার উদ্যোক্ত হিসেবে যাত্রা শুরু করলেন এই অভিনেত্রী। রাজধানীর উত্তরায় একটি বিউটি স্যালুন চালু করেছেন রিচি সোলায়মান। ‘ইটারনাল বিউটি লাউঞ্জ’ নামের প্রতিষ্ঠানটি উত্তরার রবীন্দ্র সরণিতে অবস্থিত। আপাতত এখানেই বেশি সময় ব্যয় করবেন বলে জানিয়েছেন এই অভিনয়শিল্পী। অভিব্যক্তি প্রকাশ করে রিচি সোলায়মান বলেন, এই যাত্রা শুরু করতে পেরে ভালো লাগছে। এই ভালো লাগা ভাষায় প্রকাশ করতে পারব না। কারণ আমার জীবনে আমি যখনই যে কাজটা করেছি, তা ভালোবেসেই করেছি। খুবই নিবেদিত থেকে করেছি। নিজের ব্যবসা প্রতিষ্ঠান মন দিয়ে পরিচালনা করতে চান রিচি সোলায়মান। এ তথ্য উল্লেখ করে তিনি বলেন, আমি যখন অভিনয় করেছি; আন্তরিক ও নিবেদিত প্রাণ হিসেবেই করেছি। যখন আমি মা হয়েছি, তখন বাচ্চাদের লালন-পালন ছাড়া বাকি সব বন্ধ করে দিয়েছি। কারণ তখন আমি খুব ভালো একজন মা হতে চেয়েছি। এখন যেহেতু অভিনয় কম করছি, ভাবলাম নতুন কিছু করি, যেটা নিয়ে আমি ব্যস্ত থাকব। একই সঙ্গে এটা কিছুটা আমার কাজের সঙ্গে সম্পর্কিতও। সে জায়গা থেকে মনে হলো, আমি যদি বিউটি স্যালুনজাতীয় কিছু একটা করি, সেখানে আমি উদ্যোক্তা তো হবোই, সামাজিকভাবে সমাজে কিছুটা হলেও অবদান রাখতে পারব। উদ্যোক্ত হওয়ার মাধ্যমে কর্মসংস্থানেরও ব্যবস্থা করেছেন রিচি। এ তথ্য উল্লেখ করে এই অভিনেত্রী বলেন, আমার সঙ্গে এই প্রতিষ্ঠানে ১০ থেকে ২০ জন নারী কাজ করবেন। এই নারীরা তাদের পরিবারকে সাপোর্ট করবেন। এটা যত বড় হবে, ততই সবারই সুবিধা হবে। আরও বেশি কর্মসংস্থান হবে। তত বেশি পরিবারও এই প্রতিষ্ঠান দ্বারা উপকৃত হবে। এদিকে রিচি জানান, কিছুদিনের মধ্যেই ইমরাউল রাফাতের পরিচালনায় একটি নাটকের কাজ করবেন তিনি। যেখানে রিচি’র সঙ্গে অভিনয় করবেন এই প্রজন্মের অভিনেত্রী তাসনিয়া ফারিণ।

 




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা