আজ সোমবার | ১২ মে ২০২৫ | ২৯ বৈশাখ ১৪৩২ | ১৩ জিলকদ ১৪৪৬ | সন্ধ্যা ৬:৩১

সোনারগাঁয়ে ব্যবসায়ীকে কুপিয়ে যখম

ডান্ডিবার্তা | ১৬ এপ্রিল, ২০২৫ | ১০:৫৭ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট
সোনারগাঁয়ে পূর্ব শত্রæতার জেরে আবু হানিফ (৩৬) নামে এক ব্যবসায়ীকে হত্যার উদ্যেশে কুপিয়ে যখম করে নগদ টাকা ও স্বর্ণের চেইন ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে মোঃ মাসুদ (২৫) ও তার সন্ত্রাসী বাহিনীর বিরুদ্ধে। গত শনিবার সন্ধায় উপজেলার সনমান্দী ইউনিয়নের গোপেরবাগ বউ বাজার থেকে বাসায় ফেরার সময় পথরোধ করে কুপিয়ে যখন করে সন্ত্রাসীদল। এ ঘটনায় মোঃ মাসুদ (২৫), শাহীন (২৭), তুহিন (২৪), বিল্লাল হোসেনসহ অজ্ঞতা পাঁচজনকে আসামি করে সোনারগাঁ থানায় লিখিত অভিযোগ করেছে আহত হানিফের ভাই মোঃ শাহ পরান। অভিযোগ থেকে জানা যায়, পূর্ব শত্রæতার জেরে গত শনিবার সন্ধায় আবু হানিফের বাড়ীতে আসা মেহমানকে গোপের বাগ (বউ বাজার) স্ট্যান্ডে বিদায় করে নিজ বাড়িতে ফেরার পথে বউ বাজার ইসমাইলের বাড়ির সামনে পথরোধ করে মাসুদ ও তার সন্ত্রাসীরা ধারালো চাপাতি, লোহার রড, এসএস পাইপ, বাশের লাঠি সহ দেশিয় অস্ত্র দিয়ে হত্যার উদ্যেশে কুপিয়ে আহত করে, নগদ ২৫০০টাকা এবং গলায় থাকা ০৮ আনা ওজনের স্বর্নের চেইন ছিনিয়ে নিয়ে যায়। সোনারগাঁ থানার পরিদর্শক (তদন্ত) রাশেদুল হাসান খান জানান, এ ঘটনায় অভিযোগ পেয়েছি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা