আজ রবিবার | ১১ মে ২০২৫ | ২৮ বৈশাখ ১৪৩২ | ১২ জিলকদ ১৪৪৬ | রাত ৯:১৪

যুবক মহাসিনের চিৎিসার দায়িত্ব নিলেন নার্গিস মাকসুদ

ডান্ডিবার্তা | ১৬ এপ্রিল, ২০২৫ | ১১:১৩ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট
জনকল্যাণে ও মানবিক সহায়তার লক্ষ্যে বন্দর উপজেলা পরিষদের সদ্য সাবেক চেয়ারম্যান ও আগামী জাতীয় সংসদ নির্বাচনে সদর ও বন্দর আসনের সংসদ সদস্য প্রার্থী আলহাজ্ব মোঃ মাকসুদ হোসেনের পরিবারের সদস্যরা দিন রাত বন্দরের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ছুটে চলেছেন। এদিকে আলহাজ্ব মোঃ মাকসুদ হোসেনের সহধর্মিনী ও বিশিষ্ট সমাজসেবিকা নার্গিস মাকসুদের নিরলস পরিশ্রম ও ঐকান্তিক প্রচেষ্টা এ মানবিক কাজে আরো নতুনত্ব ও ভিন্নমাত্রা সংযোজন করেছে। মানুষের বিপদ আপদে পাশে থেকে এবং একের পর এক আর্থিক সহায়তা দিয়ে তিনি নিজের ও আলহাজ্ব মোঃ মাকসুদ হোসেনের সুনাম ও সম্মানকে আরো উজ্জল করেছেন। তারই অংশ হিসেবে বন্দরের মদনপুর ইউনিয়নের কাইনালীভিটা গ্রামের মহাসিনের ভেঙ্গে যাওয়া পায়ের হাড়ের জোড়া লাগানো সংক্রান্ত অপারেশনের সকল ব্যয়ভার বহন করেছেন সমাজসেবিকা নার্গিস মাকসুদ। তাছাড়া তার চিকিৎসার যাবতীয় খোঁজ খবর নিতে ও তাকে দেখতে রবিবার রাতে রাজধানীর ধানমন্ডিতে নর্দান ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে গিয়েছেন নার্গিস মাকসুদ। এদিকে নার্গিস মাকসুদের এই মহানুভুবতা দেখে তাকে আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানিয়েছেন মহাসিন। উল্লেখ্য, ঈদুল ফিতরের দিন বিকেলে নিকটস্থ মাঠে ফুটবল খেলতে গিয়ে পায়ের হাড় ভেঙ্গে যায় মহাসিনের। চিকিৎসার বিষয়ে চরম হতাশায় ও অনিশ্চয়তার মধ্যে পড়ে সে। নার্গিস মাকসুদের আর্থিক সহায়তা পেয়ে সন্তোষ প্রকাশ সহ মাকসুদ চেয়ারম্যানের সমগ্র পরিবারের জন্য দোয়া ও শুভকামনা জানিয়েছেন যুবক মহাসিন, তার পরিবার ও তার বন্ধুমহল।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা