আজ বৃহস্পতিবার | ২১ আগস্ট ২০২৫ | ৬ ভাদ্র ১৪৩২ | ২৬ সফর ১৪৪৭ | রাত ৩:৪০

না’গঞ্জকে বিশেষ ক্যাটাগরির জেলা করার দাবি

ডান্ডিবার্তা | ১১ মে, ২০২৫ | ৯:৪৬ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট
নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা জানান, ‘আমরা এই জেলায় ১ লক্ষ গাছ রোপণ করব। শুধু আজকের দিনে ১৪টি স্পটে ১০ হাজার গাছ রোপন করবো। আমরা ইতিমধ্যে ৫৫ ট্রাক ব্যানার ফেস্টুন ও অবৈধ দখল উচ্ছেদ করেছি। এই শহরে গাছ সংগ্রহ সমস্যা নয়, গাছ লাগানোর জায়গা বের করাই বড় চ্যালেঞ্জ।’ নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের উদ্যোগে ‘গ্রিন অ্যান্ড ক্লিন নারায়ণগঞ্জ’ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। গতকাল শনিবার সকালে নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ‘গ্রিন অ্যান্ড ক্লিন নারায়ণগঞ্জ’ কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। কর্মসূচির উদ্বোধন করেন ঢাকা বিভাগের বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমদ চৌধুরী। তিনি আরও বলেন, ‘শহরকে আমরা বিভিন্ন আঙ্গিকে ক্লিন করতে চাই। আমরা ভিক্টোরিয়া ও খানপুর দুটি হাসপাতালে মানসম্মত সেবা নিশ্চিত করতে কাজ করছি। পাসপোর্ট অফিস চালু করতে পেরেছি, এখন দালালমুক্ত পাসপোর্ট অফিসের জন্য কাজ করে যাবো। নারায়ণগঞ্জের অর্থনৈতিক অবদান বিবেচনায় আমরা এই জেলাকে বিশেষ ক্যাটাগরিতে রূপান্তর করতে চাই। এ বিষয়ে বিভাগীয় কমিশনার স্যারের সহযোগিতা চাইছি।’ এসময় নারায়ণগঞ্জের পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার, সিভিল সার্জন ডা. এ এফ এম মুশিউর রহমান, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সচিব মো. ‍নূর কুতুবুল আলম, জেলা বিএনপির আহŸায়ক অধ্যাপক মামুন মাহমুদ, মহানগর বিএনপির আহŸায়ক এডভোকেট মো. সাখাওয়াত হোসেন খান, সদস্য সচিব এডভোকেট মো. আবু আল ইউসুফ খান টিপু, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাওলানা মঈনুদ্দিন আহমাদ, নারায়ণগঞ্জ চেম্বার অফ কমার্সের সভাপতি মো. মুস্তাফিজুর রহমান দিপু ভূইয়া, ইসলামী আন্দোলনের মহানগর সভাপতি মুফতি মাসুম বিল্লাহ, গণসংহতি আন্দোলনের নারায়ণগঞ্জ জেলা সমন্বয়কারী তরিকুল সুজন, গণঅধিকার পরিষদের জেলা সভাপতি ইঞ্জিনিয়ার মো. নাহিদ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা আহŸায়ক নিরব রায়হান ও সদস্য সচিব মোহাম্মদ জাবেদ আলম উপস্থিত ছিলেন।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা